পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68 প্রবণসী °NOHතු মানভূম জেলার তেলি জাতি এ-পর্যন্ত একমাত্র বিশদ বিবরণ । ছোটনাগপুরের ভূতপূৰ্ব্ব কমিশনার ডালটন সাহেব এ-সম্বন্ধে এশিয়াটিক সোসাইটির জনালে ১৮৬৭ খ্ৰীষ্টাব্দে আপন মত লিপিবদ্ধ করিয়াছিলেন । তাছার মতে বহু পুরাকাল হইতে এই জেলায় ভূমিজ জাতির প্রাধান্ত থাকে ; পরে জৈন সরা.করা স্ত্রীষ্টের পাঁচ-ছয় শত বৎসর পূৰ্ব্বে মানভূম জেলায় আগমন করে ও নিৰ্ব্বিবাদে মন্দিরাদি স্থাপন করে । পাকবিড়রায় বে বৃহৎ জিন-মুৰ্বি আছে সেটি চতুৰ্ব্বিংশতি জিন-বীরের মূৰ্ত্তি। ইহাই সেথানকার সবচেয়ে পুরাতন জৈন-ধ্বংসাবশেব এবং খৃষ্টপূৰ্ব্ব পাঁচ কিংবা ছয় শত বৎসর আগেকার। কোলার ও ডালটন সাহেবের মতের সামঞ্জস্ত করিয়া কুপলাও সাহেব মানভূমের ডিট্রিক্ট গেজেটিয়ারে লিখিয়াছেন ৰে খ্ৰীষ্টপূৰ্ব্ব আনুমানিক পাঁচ-ছয় শত বৎসর হইতে খ্ৰীষ্টীয় সপ্তম শতাব্দী পর্য্যস্ত এই জেলায় সরীকদের প্র:ধান্ত ছিল । সম্ভবতঃ খ্ৰীষ্টীয় সপ্তম শতাব্দীতে মানভূম জেলার ব্রাহ্মণ ও ব্রাহ্মণ্য-ধৰ্ম্মের অভু্যখান আরম্ভ হয় এবং দশম খ্ৰীষ্টাব্দে ব্রাহ্মণ্য ধৰ্ম্মের পরাকাষ্ঠী হয় । এই জেলার হিন্দু-দেবদেবীর পুরাতন मब्रेिसजिब्र अश्किोश्त्र ७ो-जमtबच्न थप्था निर्थिङ श्ब्र । बौर्डीब्र দশম শতাব্দী হইতে ষোড়শ শতাব্দীর মধ্যে সম্ভবতঃ অসভ্য ভূমিজের কোনও অজ্ঞাত কারণে অনেকগুলি মন্দির ধ্বংস মানভূম জেলার কুম্ভকার (গ্রাম, নদীয়ার ) মানভূম জেলার কুড়মি জাতি করে এবং হিন্দুদিগকে উৎপীড়িত ও বিপৰ্য্যস্ত করে । কেহ কেহ অনুমান করেন যে ঐ সময় পশ্চিম ও উত্তর হইতে ভূমিজ কোল বা মুণ্ড গোষ্ঠীর অষ্টান্ত নুতন দলের আবির্ভাবে এইরূপ ঘটে । এ অনুমান কত দূর সত্য তাহ বিশেষ গবেষণা দ্বারা হয়ত নির্ণয় করা যাইতে পারে। - মানভূম জেলার জৈন, বৌদ্ধ ও হিন্দু প্রাচীন মন্দিরাদির . ধ্বংসাবশেষগুলি, তথাকার প্রাচীন স্থাপত্য ও ভাস্কৰ্য্য সম্বন্ধে গবেষণায় যথেষ্ট উপাদান জোগাইতে পারে । এথানকার প্রাচীন ‘সতীত্তম্ভ", "বীরস্তম্ভ’ ও ‘ভtfঞ্জ” এব" ভূমিজদের সমাধি-প্রস্তরগুলি বিশেষ অনুশীলনধোগ্য। তার পর প্রাচীন পুথি সংগ্রহের কথা। লরাক জাতির কথা উত্থাপন করিতে গিয়া গ্রন্থাগার ও পুরাতন পুথি সম্বন্ধে একটি কথা স্বতঃই মনে হয়। পূর্বেই বলিয়াছি, প্রত্যেক জৈনমন্দির ও মঠে হস্তলিখিত পুথি রাথিবীর প্রথা ছিল। এ জেলার জৈন মঠ-মন্দির ধ্বংস হইবার সঙ্গে সঙ্গে হয়ত অনেকগুলি বিনষ্ট হইয়াছে ; কতক হয়ত সরাকদের মধ্যে যাহারা বিভিন্ন জেলায় চলিয়া গিয়াছে তাহারা সঙ্গে লইয়া গিয়াছে ; এবং হয়ত এখানকার সরীকদের গৃহে কিছু থাকিতে পারে । পুরাতন পুথির যথাযথ অনুসন্ধান করিলে সরাকদের গৃহে না হউক ব্রাহ্মণাদি উচ্চশ্রেণীর শিক্ষিত