পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ஆrlRள் বিবিধ প্রসঙ্গ—সাক্ষাৎ ও পরোক্ষ নিৰ্বাচন LE> জাতিতে জাতিতে ঝগড়া ৰিন যুদ্ধে সালিসীদ্বারা মিটাইয় দিয়া যুদ্ধ নিবারণের জন্ত, লীগ অব নেশুন প্রতিষ্ঠিত হয়। আবিসীনিয়া তাই লীগের কাছে বার-বার আপীল করিতেছে । কিন্তু প্রবলের বিরুদ্ধে লীগ কি করিবে ? ব্রিটেন ও ফ্রান্স লীগের প্রধান সভ্য । তাছার উভয়েই দাম্রাজ্যের মালিক । তাহারা যে প্রকারে সাম্রাজ্য ড়িয়াছে, বাড়াইয়াছে, ইটালীর সেই উপায় অবলম্বনে tধ তাছার দিতে পারে না, চtয় না—বিশেষতঃ যখন আবিসীনিয়ার চেয়ে ইটালী শক্তিশালী এবং ইটালী ইয়োরোপে, আবিসীনিয়া আফ্রিকায় । ১৯২৮ সালের আগষ্ট মাসে প্যারিসে, প্রধানতঃ আমেরিকার অন্ততম সেক্রেটরী কেলগ সাহেবের উদ্যোগে, ১৫টা প্রধান প্রধান দেশের মধ্যে এই মৰ্ম্মের একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যে, তাহারা অস্তজাতিক সমস্তাসমুহের সমাধানে যুদ্ধের সাহায্য লওয়া গৰ্হিত মনে করে এবং পরম্পরের সম্পর্কে • জাতীয় উদ্দেশু সাধনকল্পে অবলম্বিত নীতি ( policy ) হিসাবেও যুদ্ধকে বর্জন করিতেছে । স্বাক্ষরকারী দেশগুলির মধ্যে ইটালী ও আমেরিকা উভয়েই ছিল । আবিদীনিয়া তাই কেলগ-চুক্তির দোহাই দিয়া আমেরিকাকে শাস্তিরক্ষা বিষয় উদ্যোগী হইতে অনুরোধ করিয়াছিল। আমেরিকা কিছুই করে নাই, করিবেও না—সে নিজের ঘর সমলাইতে ব্যস্ত । " আর এক রকম ভণ্ডামির সূত্রপাত হইয়াছে । বলা হইতেছে, সুয়েজ খাল দিয়া জাহাজে করিয়া বা অন্ত প্রকারে বিবদমান জাতিদের কাহাকেও অস্ত্রনিৰ্ম্মাতারা অস্ত্র সরবরাহ করিতে পরিবে না । কিন্তু ইটালী ইয়োরোপে, এবং তাহার নিজের অস্ত্রের কারখানা আছে। তাহাকে সুয়েজের পথে অস্ত্র সংগ্ৰহ করিতে হইবে না, অবিগীনিয়াকেই তাহা করিতে হুইবে । সে তাহা করিতে না-পাইলে বিনা অস্ত্রে যুদ্ধ কেমন করিয়া চালাইবে ? তা ছাড়া তাহার ধনবল কম । কত অর্থই বা সে অস্ত্রশস্ত্রের জন্ত দিতে পারে ? জাপান ধনশালী ও প্রবল ; তাহার অস্ত্রকয়ে বাধা জন্মাইবার প্রবৃত্তি ও সাহস ইয়োরোপের অস্ত্রনিৰ্ম্মাতা জাতিদের হয় নাই । চীন প্রবল না হইলেও আবিসীনিয়ার মত ছোট ও দরিদ্র নহে । সুতরাং সেও অস্ত্র কিনিতে পাইয়াছে ও পাইতেছে । ইংলও, অবশু নিজের স্বার্থসিদ্ধির জন্ত, ব্রিটিশসোমালিল্যাণ্ডে সমুদ্রতটে আবিসৗনিয়াকে কিছু জায়গা দিতে চাহিয়াছিল । তাহীতে কিন্তু অবিগীনিয়ার জলপথ ীিয়া যুদ্ধ-সামগ্রী আমদানী করিবার সুবিধা হইত। ইটালী ऐःणt७ब्र uहे वयांछठांब ब्रांडी नग्न । ইটালী অবিসনিয়া অভিমুখে সৈন্ত পাঠাষ্টয়া চলিতেছে । ৭৭ - ১৯ শান্তিবাদ প্রচার ও সমর্থন বড় বড় দেশগুলির গবষ্মেন্টের মন্ত্রী দূত প্রভৃতি যুদ্ধলজ কমান, নিরস্ত্রীকরণ প্রভৃতি নানা উপায়ে পৃথিবীতে স্থায়ী ভাবে শাস্তি রক্ষা ও স্থাপনের কথা অনেক বৎসর ধরিয়া চালাইয়া আদিতেছেন। তাহদের মধ্যে কে যে প্রতিদ্বন্দ্বী বা সম্ভাবিত প্রতিদ্বন্দ্বীকে অপেক্ষাকৃত হীনবল করিবার জন্ত কৌশল অবলম্বনাৰ্থ কথা চালান নাই, তাহা বলা শক্ত । সুতরাং সেয়ানে সেয়ানে কোলাকুলির ফলে যে ব্যর্থতার উদ্ভব হয়, এ-পর্য্যন্ত তাঁহাই হইয়াছে । পৃথিবীর গবন্ধটিপক্ষীয় লোক নহেন এরূপ কতকগুলি আদর্শানুরাগী (idealist ) মনীষী আছেন যাহারা বাস্তবিক জাতিতে জাতিত শান্তি চান। তাহারা লেখা বক্তৃত প্রভৃতি দ্বারা সকল দেশের জনসাধারণকে যুদ্ধবিরাগী ও শাস্তির অনুরাগী করিবার চেষ্টা করিয়া আসিতেছেন । তাহীদের মুখপত্রস্বরূপ ফ্রান্সের বিখ্যাত সম্পাদক ও গ্রন্থকার আঁরী বীরপুস (Ionri Barbusse) আগামী নবেম্বর মাসে প্যারিসে শাস্তিবাদের সমর্থক একটি কংগ্রেসের আয়োজন করিতেছেন । সকল দেশের লোকদের সমর্থন এই কংগ্রেসের উদ্যোক্তারা চান । সকল দেশের প্রতিনিধিরা কংগ্রেসে উপস্থিত হইবেন, উপস্থিত হইতে না-পরিলে নিজ নিজ বক্তব্য লিথিয়া পাঠাইবেন । কবিসৰ্ব্বিভৌম রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, কবি ও স্বরাজপ্রচেষ্টার অন্ততম মেত্রী সরোজিনী নাইডু, এবং পত্রিকাসম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের নিকট হইতে আপাততঃ উদ্যোক্তারা ভারতবর্মের প্রতিনিধিত্ব কবিতে সন্মতি পাইয়াছেন । নবেম্বরের পূৰ্ব্বেষ্ট প্যারিসের অনতিদূরবর্তী ইটালীর যুদ্ধে অবতীর্ণ হইবার সম্পূর্ণ সম্ভাবনা । কিন্তু কোন মহৎ আদর্শই এক দিনে প্রতিষ্ঠিত ও গৃহীত হয় নাই । অধৰ্ম্মকে ষে কপটতাঁর মুখোস পরিতে হয়, তাহার দ্বারাও সে ধৰ্ম্মের আনুগত্য স্বীকার করে। গবন্মেণ্টপক্ষীয় লোকেরা মনে শাস্তি না চাহিলেও মুখে যে শাস্তিকামী সাজে, তাহীতেই শাস্তিবাদের শ্রেষ্ঠত স্বীকৃত হয় । এমন সময় আসিবে, যখন রাষ্ট্রনেতা রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতদিগকেও কপটতা পরিহার করিয়া অকপটভাবে শাস্তিসমর্থক হইতে হুইবে । সাক্ষাৎ ও পরোক্ষ নিৰ্ব্বাচন আমেরিকা সকলের চেয়ে বড় ফেডারেশান । সেখানে সেনেট ও প্রেতিনিধিসভা উভয়ের সদস্যের সাক্ষাৎভাবে निर्रुझिकरनद्र cखांtफेब्र वांद्रा निर्दीप्लेिउ इन । बिहऐन ¢ज़डि দেশেও সাক্ষাৎ নিৰ্ব্বাচন প্রচলিত। ভারতবর্ষেও এ-পর্য্যস্ত তাহাই চলিয়া আসিতেছে । তাহাতে কোন কুফল হয়