পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাদ্র পশ্চিমের ষাত্রী wყ8«) কাপড়-চোপড় বিষয়ে একটু ঢ়িলে-ঢালা ভাবে চলার সুবিধা আর আরাম সকলেই বুঝলে । ইউরোপেও বডড বেশী কাপুড়ে’ হ’য়ে থাকার বিরুদ্ধে একটা আন্দোলন দেখা দিয়েছে, এমন কি একেবারে বিবস্ত্ৰ হ’য়ে কিছু কাল দলবদ্ধ ভাবে কোনও বনের উপকণ্ঠে বাগ করার রেওয়াজও ইউরোপে এসে যাচ্ছে । এই Nudism বা নগ্নতাচৰ্য্যা eামানীতে খুবই প্রকট, অনেক সাধারণ গৃহস্থ আর রূচিবাগীশের কাছে এটা একটা আতঙ্কের কথা হ’য়ে উঠেছে । মেয়ে পুরুষের নাইবার পোষাকে এখন এই Nudismই যেন একটু প্রচ্ছন্ন ভাবে এসে গিয়েছে। The cult of the body--istanta-se qui est R মত ও চর্য্যার পিছনে ; এর জন্ত প্রাচীন গ্ৰীক জাতিরও দোহাই পাড়া হয় । যাক ওসব হচ্ছে গভীর কথা ; আমরা আপাততঃ এই জ্যৈষ্ঠ মাসের গরমে আরবসাগরে আর লোহিত-সাগরে হাফ-পাণ্ট বা পাতলুন, কামিজ বা গেঞ্জি, আর মোজা না প’রে থালি পায়ে চপ্পল বা চটি বা কাম্বিসের জুতো প’রে পরম আরামে আছি। প্রায় সব ইউরোপীয় এই alfresco পোষাক প’রে দিনরাত কাটাচ্ছে ঃ খালি পায়ে চটি, শর্ট বা পেণ্ট লেনের উপরে হাতকাটা গলাথেলা কামিজ—ব্যস, এই পোষাকেও ডিনfর থেতে পর্য্যস্ত ইংরেজ, জামান, ইটালীয়ান, ভারতীয় কারু বাধছে না । ইংরেজের জাহাজ হ’লে পোষাকে এতটা চিলাঢ়াল হওয়া বোধ হয় ঘাটত না। এই গরমে ডেকের উপরও কলার টাই এটে দুটো অন্ততঃ জামা—একটা কামিজ একটা কোট গায়ে চ’ড়িয়ে মোজা আর ফিতে-আঁটা জুতো পায়ে পরে, বসে ব’সে ঘামতে হ’ত অীর ক্যাবিনের ভিতরে গরমে এই রকম পোষাকে মূৰ্ছা যাবার মত অবস্থা হ’ত । আমাদের শ্রেণীতে এক জন স্কচ পাদরী চলেছেন, গলার উণ্টা কলার পর । প্রথম রাত্রে নৈশ ভোজের টেবিলে এলেন full canonicals চ'ড়িয়ে—কাল কোট প্রভৃতি সব যেমনটি দস্তুর তেমনটি প’রে । কিন্তু তিনি এক প'ড়ে গেলেন। তার পর থেকে তিনি লাউঞ্জ ফুট পরেই আসেন। খ্ৰীষ্টানীর সহিত ব্রিটিশ আভিজাত্য দুই-ই বজায় রাখবার সাধু চেষ্টা তিনি ক’রেছিলেন, কিন্তু “জমানা বিগড় গিয়া”—তাকেও মেনে নিতে হ'ল। ভূমধ্যসাগরে পছছিলে পরে পোষাক বিষয়ে এই রাম-রাজত্ব থাকবে কি-না জানি না কিন্তু ভূমধ্যসাগরে একটু ঠাণ্ড প"ড়বে, তখন টাই কোট লাগাতে কষ্ট নেই। ভারতীয়দের মধ্যে দু-জন ভদ্রলোক যাচ্ছেন আসাম জোড়হাট থেকে। এদের এক জন হচ্ছেন আসামের স্বপরিচিত কংগ্রেস-নেতা শ্ৰীযুক্ত কুলধর চলিহা, অন্ত জন জোড়হাট অঞ্চলের জমীদায় শ্ৰীযুক্ত গুণগোবিন্দ দত্ত । কুলধর বাবুর গলায় অসুখ, তার জোরে কথা বলার শক্তি ক’মে গিয়েছে, তার চিকিৎসা করবার জন্ত আর একটু ইউরোপ দেখবার জন্ত তিনি ষাচ্ছেন। তার বন্ধুরও উদ্দেশু একটু ইউরোপ দেখা । ভিয়েনাতে এর চিকিৎসা হবে। ভারতের রোগীদের চিকিৎসার জন্ত ইউরোপে ভিয়েনা একটা প্রধান স্থান হয়ে দাড়াচ্ছে । কুলধর বাবু আর তার সঙ্গী যখন বোম্বাইয়ে জাহাঙ্গে উঠলেন, তারা ধুতী পাঞ্জাবী প’রেই উঠলেন। সে জন্ত কেউ অবশু কিছু গ্রহেই করে নি, আমরা অনেকে প্রশংসার দৃষ্টিতেই দেখেছি । চলিঙ্গ মহাশয়ের সঙ্গে আমি হিনীতে আলাপ হরু করলুম, তিনিও বেশ হিন্দীতে উত্তর দিলেন। যখন শুনলুম তিনি আসাম থেকে আসছেন, তখন থেকেই তাঁর সঙ্গে বাঙলাই চলছে। ইনি দেশাত্মবোধযুক্ত ব্যক্তি, সমীক্ষাশীল, এর সঙ্গে কথা ক’য়ে মুখ আছে । বাঙালীদের মধ্যে আছেন আমাদের মুখুজ্যে—ভদ্রলোক ভারতীয়-অভারতীয় সকলকে নিয়ে বেশ জমিয়ে চলেছেন। ক'লকাতায় বাড়ী, মোটরকারের কারবার করেন, পুরান্তন গাড়ী ইংলণ্ড থেকে কিনে ক’লকাতায় আনিয়ে বিক্ৰী করেন। মাঝে মাঝে বিলেতে যেতে হয় । গোলগাল নাদুদ-মুদুস চেহারা, চাল-চলনে কথাবার্তায় এমন একটা ভদ্রতা আর হৃদ্যতা, এমন একটা দিলখোলা ভাব আছে যে সবাই এর প্রতি আকৃষ্ট হয় । এদিকে খুব হুপিয়ার লোক, অনেক কিছুর খবর রাখেন, গল্প-গুজবে হtসি-ঠাট্টা-মস্করায়ও কম নন । উপরে খোলা ডেকে deck quoit খেলার সর্দার ইনি— ইটালীয়ান, গ্ৰীক, ইংরেজ, ভারতীয়, জামান, সবাই প্রায় সারাদিন এই খেলা খেলছে—জাহাজে ব্যায়াম ক’রে খিদে করবার এই একমাত্র উপায় ;. খেলুড়েদের মধ্যে মুখুজ্যেই প্রধান। আমরা এক টেবিলেই খেতে বলি, লেখালেও