পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ෂි ৰিক্রমপুর ইছাপুর গ্রামের কয়েকটি ক্রীমূৰ্ত্তির পরিচয় W(73 যায়। ঐ সকল মূৰ্ত্তির মধ্যে বিষ্ণুমূৰ্ত্তির সংখ্যাই বেশী। দক্ষিণ পার্থে ধনসম্পদদায়িনী কমল, আর বাম পাশ্বে বীণাহন্তে iধকাংশ মূর্তিরই কোন-না-কোন অংশ ভগ্ন। সৌভাগ্যের বিষয়, শ্ৰীচন্দ্রমাধব দেবের মূৰ্ত্তিটি তদ্রুপ নহে । ৭. স্থান সুন্দর শ্রীমূৰ্ব সচরাচর দেপিতে পাওয়া যায় না। চঙ্গমাধব-মুৰ্ত্তি—শিয়ালদি ণে নিপুণ শিল্পী এমন করিয়া পাথর খুদিয়া এইরূপ অনিন্দা দর শ্ৰীমূৰ্ত্তি গঠন করিয়াছে তাহার পরিচয় আমাদের নিকট চিরদিনই অজ্ঞাত রহিয়া যাইবে । শ্ৰীচন্দ্রমাধব-দেবের মুখমণ্ডল প্রশান্ত, ভাবব্যঞ্জক, নয়নশল আয়তোজ্জল, ভ্রমুগল স্ববঙ্কিম, নাসিক উন্নত স্বক্ষ, ও গাট প্রশস্ত । বিকশিত শতদলের উপর মাধব দণ্ডায়মান । সলচিত্রেও অনেক মূৰ্ত্তি খোদিত আছে। মূর্তিটি উচ্চতায় সাড়ে তিন হাত এবং প্রস্থে দুই হস্ত পরিমিত । মাধবের বিদ্যাদায়িনী বীণাপাণি । বালক কৃষ্ণ ও যশোদ-ইছাপুর উদ্ধে কীৰ্বিমুখ । তাহার নিম্নে দুই দিকে অপার-যুগল । দিকের উদ্ধ হস্তে গদা, তাহার নিম্ন হস্তে পদ্ম, বামীদ্ধে চক্র, আর নিম্নে শঙ্খ ধুত । পদনিম্নে বাহন গরুড়, পাশ্বে উপাসকমণ্ডলী । হস্তে অঙ্গুরীয়ক, কণ্ঠে আভরণ, কর্ণের দুই দিকে কুণ্ডল । গলদেশে বলিরেখা, দৃষ্টি স্বানত, সুন্দর শান্তিপূর্ণ ও ধ্যানস্তিমিত। মস্তকে নানা কারুকার্যাপচিত মুকুট । এই শ্ৰীমূর্তিটিকে বাস্থদেব, ত্ৰিবিক্রম বা উপেন্দ্র নামে অভিহিত করা যায়। ইঙ্গ পুরাণোক্ত বিধি। কালিকাপুরাণ', ‘অগ্নিপুরাণ’, ‘পদ্মপুরাণ’ এবং বৈষ্ণব শাস্ত্রেও এই মূৰ্ত্তির ধ্যান আছে । প্যানটি সাধারণ এবং সকলেই জানেন বলিয়া উল্লেখ করিলাম না। এই মূৰ্ছিটির নাম চন্দ্রমাধব কেন হইল বুঝিলাম না। বিষ্ণুর চতুৰ্বিংশতি প্রকার মূৰ্ত্তির মধ্যে মাধব নাম আছে বটে, তাই মনে হয়, মাধব নামের সহিত চন্দ্র যোগ করিয়৷ ভক্ত গোস্বামী মহাশয় মূর্তিটির বিশেষত্ব প্রকাশের জন্যই এই নামকরণ করিয়াছিলেন । দক্ষিণ