পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マにF সরাইয়া লইতে পারে না বা লইবে না। তিনি আরও বলিয়াছেন যে হেগ-স্থিত . অন্তর্জাতিক বিচারালয়ে এই বিষয়ের মীমাংসা করিবার জন্য বে কমিশন বসিতেছে মূল বিরোধের মীমাংসা করিবার ক্ষমতা তাহার নাই। এই কমিশন ও ব্যর্থ হইয়াছে । হইতে অনায়াসে প্রতীয়মান হয় যে আবিসনিয়-সম্পর্কে ইতালীর জেদের অস্ত নাই । লণ্ডনের ‘মর্ণিং-পোষ্ট" নামক সবাদপত্র বলিয়াছে যে আবিসনিয়ায় “প্রোটেকৃটোরেট” স্থাপনের অধিকার ব্যতীত ইতালী সন্তুষ্ট হইবে না । ইতালীর প্রধান উদ্দেশ্য, ইরিটি য় سطة হহ ইথিয়োপিয়ার সমর-সজ্জা রিক্তপদে সম্পূর্ণ আধুনিক সম্রাটের;অশ্বারোহী সৈন্তগণ (نه سيفونا যুদ্ধাস্থবিভূষিত হাবলী সৈন্ত পরামর্শদাতা-নিয়োগের কথা ; সম্রাট তফারী এই দুই প্রস্তাবের কোনটিতেই সম্মত নহেন ৷ ” “ডেলী টেলিগ্রাফ” বলিয়াছে যে মরোক্কোর আদর্শে সেলাসীকে নামে মাত্র রাজা রাখিয়া সামরিক প্রোটেকৃটোরেট স্থাপন করাই ইতালীর একমাত্র উদ্দেশু। যাহা হউক এইরূপ কোন অভিপ্ৰায়ে পূৰ্ব্ব-আফ্রিকায় ইতালীর সামরিক আয়োজন পূর্ণোদ্যমে চলিতেছে । কাগলিয়ারী হইতে সৈন্যদল নিয়মিতভাবে যাত্রা করিতেছে ; দুইটি কাল-কোর্তা বাহিনীকে নেপলসের নিকট শিক্ষা দেওয়া হইতেছে এবং অবিলম্বে তাহাদিগকে পূৰ্ব্ব-আফ্রিকায় Α. করা হইবে। বর্তমানে ইরিটিয়া ও সোমালিল্যাণ্ডে প্রায় ৪০,০০০ ইতালীয় সৈন্ত আছে; ইহা ব্যতীত মুসোলিনী

ও আদিস-আবাবার পশ্চিমে ইতালীয় সোমালিল্যাণ্ডের আরও ৫৮,০০০ সৈন্য প্রস্তুত করিয়াছেন ; শোনা যায়, লক্ষ মধ্যে সংযোগ স্থাপন করিয়া রেলপথ প্রতিষ্ঠা করা এবং লক্ষ ইতালীয় সৈন্য যুদ্ধার্থ প্রস্তুত আছে। কিন্তু ইতালীর দ্বিতীয়ত: হাবসীদের রাষ্ট্র-শাসন ব্যাপারে ইতালীয় ঔপনিবেশিক সহকারী-সচিব এ্যালেসানড্রো অন্তরূপ বলিয়াছেন,