পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q° জন্তে একেবারে ক্ষেপে উঠেছিলে । সে শিখেছে, তোমার ভাবনা নেই। ঠিক তার সমান প্রয়োজনীয়।” “যত সব আজগুবি কথা ! মেয়েছেলেকেও এর পর পিএইচ-ডি হ’তে হবে।” বলিয়া স্বরেশ্বর চলিয়া গেলেন । কিন্তু মনটা তাহার দমিয়া গেল। এতকাল খালি স্ত্রীই বিরুদ্ধাচরণ কfরতেন, এখন যদি আবার মেয়েও সঙ্গে সুর ঘর-সংসারের সব কাজই কিন্তু লেখাপড়াটাও '৫ প্রবাসী সঠ ১৩৪২ ধরে, তাহা হইলে আর কিছু করিবার থাকে না । তাহার বাড়ির মানুষগুলিও তেমনি, কেহ যদি একবার উকি মারিয়া দেখে । দলে ভারি হইলে মানুষের কত জোর বাড়ে । এদিকে কিন্তু মমতার পড়াশুনা অাগের মতই চলিতে লাগিল। বিবাহের সম্বন্ধ আসাটা অবশু একেবারেই থামিয়া গেল না । ( शक्नम*६ ) ংলার রেশম-উৎপাদন শিল্পের উন্নতি ঐচারুচন্দ্র ঘোষ ১৩৪০ সালের অগ্রহায়ণ সংখ্যা "প্রবাসী’তে রেশম-শিল্পের স্বভাব, শাখা এবং বিভিন্ন শাখার কার্য্য ও প্রয়োজনীয়তা কি, সে-সম্বন্ধে মোটামুটি ভাবে আলোচনা করা হইয়াছে । তাহার পর ট্যারিষ্ণু বোর্ডের রিপোর্ট বাহির হইয়াছে এবং ভারত-গবন্মেণ্ট এই রিপোর্ট গ্রহণ করিয়া আমদানী রেশমের উপর শুল্ক বৃদ্ধি করিয়াছেন এবং ব্যবহার-শিল্পের উন্নতিকল্পে গবেষণার জন্ত বাৎসরিক সাড়ে পাঁচ লক্ষ এবং উৎপাদন-শিল্পের গবেষণার জন্ত বাৎসরিক এক লক্ষ টাকা পাচ বৎসরের জন্ত বরাদের প্রস্তাব করিয়াছেন । এই টাকা বিভিন্ন প্রদেশে কাৰ্য্যের ও প্রয়োজনের পরিমাণ অনুসারে বিতরিত হইবে বলিয়া শুনা যায়। আমদানী রেশমের উপর সংরক্ষণ-গুদ্ধের সাহায্যে এবং গবেষণার দ্বারা উন্নতি ও বিস্তারের সুযোগ উপস্থিত হইয়াছে। বঙ্গদেশ যাহাতে এই সুযোগ না হারায় তাহার বিশেষ চেষ্টা প্রয়োজন । বঙ্গদেশে সরকারী রেশম-বিভাগ বহুদিন হইতে আছে, কিন্তু প্রকৃত পন্থা নিৰ্দ্ধারণ করিয়া কাৰ্য্য করিতে না পারায় এই বিভাগ বঙ্গে রেশম-শিল্পের কোনই উন্নতিসাধন করিতে সমর্থ হয় নাই এবং অবনতি রোধ করিতে পারে নাই। মহীশূরের রেশম-বিভাগ প্রকৃত পন্থ অবলম্বন করিয়া বহুদূর অগ্রসর হইয়াছে। ট্যারিং বোর্ডের রিপোর্টে ইহার বিবরণ পাঠ করিলেই ইহা বুঝা যাইবে । কাশ্মীরে একচক্ৰী পলু পালিত হওয়ায় ইহার স্বাভাবিক সুবিধা আছে । বঙ্গদেশ যদি এই সময় ও সুবোগের সদ্ব্যবহার করিয়া শিল্পের উন্নতিবিস্তার সাধন করিতে না পারে তাহ। হইলে মহীশূর ও কাশ্মীরের সহিত প্রতিযোগিতায় হটিয়া যাইবে । এখন কোন পন্থী অবলম্বন করিলে বঙ্গদেশ সুযোগের সদ্ব্যবহার করিতে পারে নিম্নে তাহার আলোচনা করা হইতেছে । ভাল জাত পলু প্রথম প্রবন্ধে দেখাইয়াছি যে সুফল পাইতে হইলে সৰ্ব্বপ্রধান প্রয়োজন উৎকৃষ্ট গুটী অর্থাৎ উৎকৃষ্ট গুটীউৎপাদনকারী ভাল জাত পলু । ব্ৰহ্মদেশে রেশমগবেষণালয়ে পর পর পরীক্ষাদ্বারা দেখা গিয়াছে যে বন্দোবস্ত করিতে পারিলে বিভিন্ন জাত পলু পালন করিয়া ইহাদের গুটী হইতে গড়ে নিম্নলিখিত রূপ ফল পাওয়া যাইতে পারে । পলুর জাত প্রত্যেক ওটাতে ল্পেশমের প্রত্যেক গুটী হইতে পরিমাণ কত গ্রেন কত গজ রেশম-খাই পাওয়া বায় ইতালীয় এক চক্ৰী ৪ হইতে ৪u. ۹ حساسیت- مهbه به ب একচক্রী ও বহু- } se ۹ح سے oee‘‘ ادبي -صوته চক্রীর সঙ্কর ১ম বংশ বহুচক্রী সঙ্কর ३-२}} 8 e e ---- وفe e দেশী বহুচক্ৰী > -->] 3e a-ов е