পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাঙ্গ তৃতীয় তরঙ্গ רצף বজ্ৰমুষ্টিতে আমার হাত ধরিয়া ডাকিতে লাগিল— भन्नल निष्, यत्रण नि९ সাজপোষাক-পরা লাঠি-হাতে হিন্দুস্থানী ঘরোয়ান আসিয়া সেলাম করিল। লোকটা আমায় জিজ্ঞাসা করিল—কে তুই ? কোখেকে এলি ? ভয়ে ভয়ে অস্ফুট স্বরে বলিলাম রাখুদি এনেছে— --রাগুদি কে ? রাণুদিকে তাহারা চিনিতে পারিল না। হাত ছাড়িয়া দিয়া লোকটি আমার কান ধরিল-—বলিল—আয়, আয় আমার সঙ্গে— কান ধরিয়া লোকটি আমায় টানিয়া লইয়া চলিল। কোথায় লইয়া যাইতেছে কে জানে। মনে হইল ঃ রাণুদি বলিয়৷ চীংকার করিয়া ডাকি। একটা ঘরের সামনে আসিয়া দাড়াইয়া লোকটি বলিল—যা, মঙ্গল সিং, রাণীমাকে গিয়ে খবর দিয়ে আয়—বল যে চোর পাকৃড়েছি। খানিক পরেই দেখি : রাণুদি আসিতেছে। রাণুদিকে দেখিয়াই লোকটি একেবারে মাটিতে মাথা ঠেকাইয়া নমস্কার করিয়া বলিল—আজ্ঞে রাণীমা, এই দেখুন আপনার চাকরদের কীৰ্ত্তি, হাজারটা চাকর আপনার বাড়িময় পাহারা দিচ্ছে—বসে বসে মাইনে খাচ্ছে, কাজ করবার নামে সব এক-একটা অপদার্থ, রাস্তার লোকজন চোর বাটপাড় কোথা দিয়ে কে ঢুকছে—এই দেখুন—আমি যদি না দেখতুম— হঠাৎ যেন বোমা ফাটিয়া উঠিল। বজ্ৰ-গম্ভীর কণ্ঠে রাগুদি বলিয়া উঠিল—ছাডুন--- লোকটি সেই শবেই আমার হাত ছাড়িয়া দিল । তার পর রাণুদি আমায় কাছে টানিয়া লইয়া বলিল— তোকে এর কিছু বলেছে পণ্ট ? রাখুদি'র মুখের দিকে চাহিয়া ঘাড় মাড়িলাম—না। রাখুদি'র বজকণ্ঠে আবার কথা বাহির হইল—যান এখান থেকে, আপনার নিজের কাজ দেখুন—ঘরে গিয়া রাণুদি'র মূৰ্ত্তি বদলাইয়া গেল। হাসিয়া বলিল—তুই একটা আস্ত পাগল দুপুরবেলা স্নান সারিয়া খাওয়া-দাওয়া করিলাম। রাগুদি সামনে বসিয়া খাওয়াইল । রাগুদি'র ছোট ছেলেমেয়ে Gtوج-ساس-aھ? ছ’টি যেন মোমের পুতুল ; এক নিমেষে আমি তাহাদের পণ্ট-মাম হইয়া গেলাম । বিছানা পাতিয়া দিয়া রাখুদি বলিল—নে ঘুমে এখন, বিকেলবেলা তোকে গাড়ীতে করে বাড়ি পাঠিয়ে দেব— কত বেলা হইয়াছে কি জানি–রাণুদির ডাকে আবার ঘুম ভাঙিল। বিছান। ছাড়িয়া উঠিলাম। হাত মুখ ধুইয়৷ আসিতেই রাণুদি আবার বসিয়া বসিয়া খাওয়াইল । তার পর বলিল—এই নে, এই কাপড়টা তোকে দিলুম, দিদির উপহার— তার পর থামিয়া বলিল – বল্ দিকি নি, দিদির উপহারের ইংরেজী কি হবে ? * অনেক ভবিয়া বলিলাম – Sistei’s--আর বলিতে পারিলাম না । রাণুদি'র ছোট ছেলেটি বলিল – আমি বলবো মা ? —ন, তোমায় আর বলতে হবে না, তার পর আমার দিকে চাহিয়া বলিল—লেখা-পড়া ভাল ক’রে মন দিয়ে শিখবি এখন থেকে, তবে না পাচ জনে ভাল বলবে--লেখাপড়া না শিখলে পরের বাড়ির দোরে দোরে ভিক্ষে ক'রে বেড়াতে হবে—আর এই নে••• বলিয়া রাখুদি দু'টি টাকা আমার হাতে দিল—এই নে, নিজের কাছে রেখে দিস। ইস্কুলে যখন খিদে পাবে তথন মাঝে মাঝে কিছু কিনে খাস্—এখন এই থাক, পরে আরও দেব, পকেটে রাখ, হারিয়ে ফেলিস নে আবার— কাপড়টা দেশী, তাতে বোন, জরির পাড় ; ভাল করিয়া মুড়িয়া লইলাম। রাগুদি বলিল—কবে আসবি আবার ? পরশু ঠিক ? চিনতে পারবি ? - মাথা নাড়িলাম। রাণুদি’র আদেশমত সরকার-মশাই আসিল । দেখিলাম সকালের সেই লোকটি ; এবার কিন্তু বেশ আদর করিয়া ভাকিয়া লইয়া গেল। বাঃ দিব্যি ছেলে, এস থোকা সোন-ছেলে—এল• • • আমাকে অতি যত্নে মোটরে লইয়া গিয়া বসাইল, বলিল— ব'সো, আয়েস ক’রে । বাড়ির ঠিকানাট সরকার-মশাইকে বলিয়া দিলাম। গাড়ী চলিতেছে—চলিতেছে, কোথায় চলিতেছে কি