পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.প্রবাসী ‘eSoto مسوagtه জয়লক্ষ্মী এ ঘরের বিধবা ঘরণী আসন্ন মরণকালে ছহিতারে কহিলেন, "মণি, আগুনের সিংহদ্বারে চলেছি ষে দেশে যাব সেথা মিলনের বেশে । আমারে পরায়ে দিয়ো লাল চেলিখানি, সীমন্ডে সি তুর দিয়ে টানি ।” যে উজ্জল সাজে এক দিন নববধূ এসেছিল এ গৃহের মাঝে, পার হয়েছিল এ হুয়ার, উত্তীর্ণ হ’ল সে আরবার সেই দ্বার সেই বেশে ষাট বৎসরের শেষে । এই দ্বার দিয়ে আর কভু এ সংসারে ফিরিবে না সংসারের একচ্ছত্র প্রভু । অক্ষুন্ন শাসনদণ্ড স্রস্ত হ’ল তার, ধনে জনে আছিল যে অবারিত অধিকার আজি তার অর্থ কী ষে । যে আসনে বসিত সে তারো চেয়ে মিথ্যা হ’ল নিজে । প্রিয়-মিলনের মনোরথে পরলোক-অভিসার-পথে রমণীর এই চিরপ্রস্থানের ক্ষণে পড়িছে আরেক দিন মনে ॥ আশ্বিনের শেষভাগে চলেছে পূজার আয়োজন ; দাসদাসী-কলকণ্ঠ-মুখরিত এ ভবন উৎসবের উচ্ছল জোয়ারে ক্ষুব্ধ চারি ধারে । এ বাড়ির ছোটো ছেলে অমুকুল পড়ে এমএ ক্লাসে, এলেছে পূজার অবকাশে।