পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«η ήo —বাবু একবার ইদিকে আমুন। দরজা খুলিয়া বিধ দা দেখিল পাশের বাড়ির চাকরটি একখানি থালায় রাশীকৃত সন্দেশ লইয়া দণ্ডায়মান । বিধবা'র সপ্রশ্ন দৃষ্টির উত্তরে বলিল-আমাদের ডিপুটবাবুর মেয়ের একটি থোকা হয়েছে কাল রাত্রে, তাই এই মিষ্টি পাঠালেন। --ডিপুটীবাবুর মেয়ের, কোন মেয়ের ? --বাবুর ত ঐ একটিই মেয়ে, আর একটি ছেলে আছেন, তিনি বিলেতে। -—ও, আচ্ছা দিয়ে যাও। অদূরবর্তী নিৰ্ম্মলের দিকে দৃষ্টি পড়িতে জিজ্ঞাসা করিল--উনি কে ? —উনি বাবুর জামাই। নিৰ্ম্মল ইচ্ছা করিয়াই সম্মুখে আসিয়াছিল । বিধদা'র কালো মুখখানি তখন মড়ার মত বিবর্ণ হইয় গিয়াছে । উপরে আসিলে আমোদিনী জিজ্ঞাসা করিল—ও-বাড়ি থেকে মিষ্টি দিয়ে গেল বুঝি ? পণ্ট, বলছিল ওর মাসীমার একটি খোকা হয়েছে। আমার ত যাবার ক্ষমতা নেই, নইলে গিয়ে দেখে আসতাম। খুবই ভাল হবে। মা কত স্বন্দরী ! ছেলে প্রবাসী 3 —ম স্বন্দরী ? বিধদা প্রতিবাদ করিয়া, যে দেখে নি তারই কাছে বলে । রূপ ত ধরে না, রংটা কটা হ’লেই ত তোমাদের কাছে সব স্বন্দরী, তবু যদি মুখ-চোখের গড়ন ভাল হ’ত! ডিপুটীবাবুর মেয়ে কিনা, ও-সব নামেই বিকোয় . আরে ছ্যাঃ । বিধদা'র এই পক্ষপাতিত্বের কারণ আমোদিনী খুজিয় পাইল না, বলিল—তুমি বল্ছ কি গো, অমন স্বন্দরী যে বড়-একটা চোখে পড়ে না ! পণ্ট, এতক্ষণ মাতার শয্যাপার্থে বসিয়া মাতার আদর কুড়াইতেছিল, সাগ্রহে বলিল—ন বাবা, তুমি দেখ নি তাই বল্‌ছ। মাসীমা খুব সুন্দর। — দেওয়ালে লম্বমান একখানি ক্যালেণ্ডারের মনোহারিণী একটি তরুণী-প্রতিকৃতির দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া ললিল -মার্সীমা ওই ওর চেয়েও ভাল, না মা ? অৰ্দ্ধ স্বগতভাবে পুনরায় বলিল—মৗসীমার মুখখানা এক-এক সময় কেমন লাল টকটকে হয়ে ওঠে। সেদিন তাকে বাবার চিঠিথান দিতেই--- শয্যাশায়িত আমোদিনী অস্বাভাবিক উত্তেজনায় উঠিয়া বসিয়া হাপাইতে হাপাইতে বলিল--চিঠি ! বিধদা তখন ক্ষিপ্রচরণে পৃষ্ঠপ্রদর্শন করিতেছে। শ্ৰীকৃষ্ণ—সারথি ও শিক্ষাগুরু শ্ৰীনগেন্দ্রনাথ গুপ্ত মহাভারত মহাকাব্য ও মহানাটক । তাহার নায়ক শ্ৰীকৃষ্ণ, কিন্তু ঐ গ্রন্থে তাহার বাল্যজীবনের কৈশোরের অথবা কৌমার অবস্থার কোন বিস্তারিত বিবরণ নাই । র্তাহার বাল্যচরিত্র অথবা শৈশব-বৃত্তান্ত জানিতে পারিলে শ্ৰীমদ্ভাগবত গ্রন্থ পাঠ করিতে হয়। মহাভারতে র্তাহার আবির্ভাব পরিচিত ব্যক্তির স্থায়, যেন তাহার পরিচয় দিবার কোন প্রয়োজন নাই। মহাভারতে যখন তাহাকে প্রথম দেখিতে পাওয়া যায় তখন তুিনি যুরা পুরুষ, প্রকৃতপক্ষে দ্বারকার রাজা, যদিও তাহার পিতা বন্ধবে,জীবিত ছিলেন । পাণ্ডবদিগের সহিত র্তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ। যুধিষ্ঠির, ভীম এবং অৰ্জুনের জননী পৃথা অথবা কুন্তী বস্বদেবের ভগিনী, ঐরুষ্ণের পিতৃঘসা। পাণ্ডবেরা ও বাস্থদেব মামাতুত-পিসতুত ভাই। অৰ্জুনে ও শ্রীকৃষ্ণে বিশেষ বন্ধুত্ব । শ্ৰীকৃষ্ণের বাসস্থান দ্বারক, পাণ্ডবেরা থাকিতেন ইণ্ডপ্লেন্থে। প্রবাদ আছে—ইন্দ্রগ্রন্থ দিল্লীর পুরান কেল্লা। শ্ৰীকৃষ্ণ দ্বারকা হইতে ইন্দ্রপ্রস্থে যাতায়াত করিতেন। কুরুক্ষেত্র-যুদ্ধের পূৰ্ব্বে গ্ৰীকৃষ্ণের তিনটি স্মরণীয়