পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t>Ro SNー8ミ గౌ •. ^ ভারতীয় স্থাপত্যে নানাবিধ অলঙ্কারের সংমিশ্রণ নীড়ে যদি হঠাৎ কতকগুলি যুদ্ধের চিত্র আঁকা হয়, অথবা তাহার চুড়ায় এমন কোন পদার্থ যোগ করা হয় যাহা দর্শকের মনে অদম্য উচ্ছাসের ভাব আনয়ন করে তবে গুহের সহিত তাহার সজ্জার সামঞ্জস্য থাকে না । শুধু অসামঞ্জস্ত নয়, অসংযমও স্থাপত্যকে দুর্বল করিয়া কোনও বাড়িতে যদি এত অলঙ্কার থাকে ধে বাড়ির গড়ন হইতে আমাদের দৃষ্টি সরিয়া গিয়া অলঙ্কারের দিকে বেশী নিবদ্ধ হইয় পড়ে, তাহা হইলে স্থাপত্যের চেয়ে তার সজ্জার জাকজমকই বড় হইয় দাড়ায় । ধে দেহ স্বন্দর তাহাকে সজ্জিত করিতে অলঙ্কারের আড়ম্বর নিম্প্রয়োজন। অলঙ্কারের বাহুল্য দেখিলেই সন্দেহ হয় যে গড়নে বোধ হয় দুৰ্ব্বলতা আছে, তাহাকে ঢাকিবার জন্য সজ্জার এত আয়োজন করা হইয়াছে। স্বদেশীয়ানার প্রথম স্রোতে নানাবিধ ভুলভ্রান্তি হওয়া বিচিত্র নয়। কিন্তু স্বগের বিষয় এই যে বাঙালী এই ভাবটিকে ক্রমশঃ কাটাইয়া উঠিতেছে। আমরা বাঙালী। আমাদের নিজের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্ত রাখিয়ু যে-সকল ঘরবাড়ি গড়িয়া উঠিবে, তাহাই যে খাটি স্বদেশী--একথা বলিবার মত সাহস বাঙালী ক্রমে ক্রমে লাভ করিতেছে । বালিগঞ্জ অঞ্চলে কতকগুলি বাড়ি দেখিয়া তাহা মনে হয়। সেগুলি স্বদেশীয়ানার অত্যাচার ক্রমশঃ কাটাইয়া উঠিতেছে। তাঙ্গদের সাজসজায় নানা থাকে । প্রদেশের স্বদেশী উপাদান থাকিলেও সেগুলি সাজানোর মধ্যে খাটি সৌন্দৰ্য্যবোধের আভাস পাওয়া যায়। কলিকাতায় বালিগঞ্জ অপেক্ষ। বোলপুর শাস্তিনিকেতনে নব-প্রবর্তিত স্থাপত্যের মধ্যে ইহা আরও স্পষ্টভাবে স্বচিত হয়। শাস্তিনিকেতনের স্থাপত্যরীতি প্রবর্তন করিয়াছেন শিল্পী শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ কর । তিনি ভাল চিত্রকর ছিলেন, সেই জন্য র্তাহার রচিত ঘরবাড়ির মধ্যে আড়ম্বরের বাহুল্য নাই। যতটুকু অলঙ্কার প্রয়োজন ততটুকু অলঙ্কারই তিনি প্রয়োগ কোঠাবাড়ির আধুনিক সংস্করণ—মলারের জাতিশব হইতে অপেক্ষাকৃত মুক্তিলাভ করিয়াছে। করিয়া থাকেন। কিন্তু শাস্তিনিকেতনের স্থাপত্যরীতি এখনও কোন স্থৈৰ্য্য লাভ করিতে পারে নাই । এখনও সময়ে সময়ে সৌন্দৰ্যবোধ এবং প্রয়োজনের মধ্যে বিরোধ বাধিয়া যায়। সেই জন্ত বোলপুরের কয়েকখানি গৃহ শিল্পের দৃষ্টিতে মুন্দর হইলেও বাসিন্দাদের পক্ষে সম্যকরূপে আরামপ্রদ হয় নাই। নবজাত শৈলীর মধ্যে ७क्र° फूणअखि यदश्चखांबैौ cभयर ऐश औयरू बजिब्राहें