পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 جسb একদিন বৈকালে হঠাৎ বেশ ঠাও বাতাস বহিতে আরম্ভ করিয়াছিল—সবাই বলিল পাহাড়ে বৃষ্টি হইয়া গিয়াছে। মাধুরীর ইহা ভারী ভাল লাগিল। বাংলা দেশের মেয়ে। পাহাড়ের কল্পনা তাহার মনে কেমন এক স্বপ্নের আমেজ আনে । সেদিন বৈকালে তাহার এক নূতন জিনিষ নজরে পড়িল ৷ একদল সাওতাল নরনারী বাঁশের বাণী বাজাইয়া, কাধের উপর বঁাকে করিয়া বেতের ঝাপি লইয়া নানা গান গাহিতে গাছিতে আসিয়া উপস্থিত হইল। শাশুড়ী মাধুরীকে ডাকিয়া লইয়া ছাদের উপর হইতে দেখাইতে লাগিলেন। খেজুর-ছড়ি কাপড়, ঠেগু করিয়া পরী—মাথায় পালক গোজা । কারুর বা হাতে জল-নদীর ফুল।-- ঝাপির ভিতর হইতে নানান রকমের সাপ বাহির করিয়া তাহার খেলাইতে বসিল। কেহ কেহ আবার তাঙ্গাদের ঘিরিয়া নাচিতে মুরু করিল। দীক্ষায়ণী বলিলেন—একে বfাপান-গান বলে। এদেশের লোকের কাছে এ গান মনসাপূজার গান নামে পরিচিত । n তিনি এই সাওতালগুলির সম্বন্ধে আরও কত অভূত গল্প বলিলেন। তিনি বলিলেন নাকি ইহাদের ভারী অদ্ভূত স্বভাব। ইহার কখনও কখনও দুষ্টামি করিয়া বাড়িতে সাপ চালিয়৷ দিয়া যায়। আবার কখনও কখনও বাড়ি হইতে সাপ চালিয়া লইয়া যায়। ওদের ঐ বঁাশীর পিউ-পিউয়ের মধ্যে কি এক সম্মোহন-শক্তি আছে। বিষধর সপও স্বরের মুর্ছনায় পাগল হইয়। ঘরের বাহির হইয়া যায়।. খেলা শেষ করিয়া তাঁহার চলিয়া যাইতে যাইতে রাত্রি হইয়া গেল। মাধুরী আন্তে আস্তে ঘরে ঢুকিয় দেখিল ঘর বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন হুইয়া গিয়াছে ইহার মধ্যে। ঘরে আসিয়া বিছানাটি একটু ঝাড়িয়া গুছাইয়া ঠিক করিয়া লইতেছিল— ধীরু ক'দিন কোথায় গিয়াছিল আজ আসিয়াছে। এমন সময় হঠাৎ দালানের পথে দয়ালের চিরপরিচিত কণ্ঠস্বর শোনা গেল। 曝 —ও নাতবউ কি করছিস ভাই ! এই সজোবেলাতেই দরজা ভেজিয়ে দিয়েছিল ? মাধুরী অভিমান-জুতি কণ্ঠে বলিল-ওম, দরজা ত খোলাই রয়েছে! আপনি বড় মিথ্যা কথা বলেন মাছ। দেখুন না ? কেউ জাছে নাকি এখানে ? প্রবাসী $లి8R দয়াল বলিলেন—নাঃ নেই। তাকে কি আর রেখেছিস ভাই। তাকে খাটের পিছনে লুকিয়ে ফেলেছিস এতক্ষণে। আমরা কি আর তোদের সঙ্গে পারি ভাই ? দয়াল হাতে একটি মাটির সরায় করিয়া দুধ আর কয়েকটি কলা লইয়া আসিয়াছিলেন। তিনি সেইগুলি সিন্ধুকটির নীচে রাখিয়া গলবস্ত্র হইয় প্রণাম করিলেন। মাধুরী সেই দিকে তাকাইয়াছিল। প্ৰণাম করিয়া তিনি বলিলেন—সেই অবধি আর তোদের ঘরটায় আসতে মন হয় না ভাই। আজ মা'র এই সেবাটা দিতে এসেছিলুম। ও, তুই বুঝি সমস্ত জানিস না নাতবে 1 · তা কি ক’রে জানবি বল ? তুই হলি নতুন লোক। কিন্তু দেবতা আমাদের বড় ভাল রে । বড় ভাল। কোন দিন কারুর অনিষ্ট করেন নি। যদিও আছেন আমন এখানে কত পুরুষ ধরে। এখানে অমন কত লোককে লতায় কেটেছে কিন্তু আমাদের কোনদিন কিছু হয় নি। হয়েছিল । অবিপ্তি একদিন হয়েছিল। মা'র কাছে ক্রটি হয়েছিল আমাদের অনেক । মা তাই তার প্রতিফল দিলেন-1 গিয়েছিলুম অনেক দূর । দু-দিন বাড়ি ছিলাম না। সন্ধ্যার সময় বাড়ি ফিরে এসে ঘরে ঢুকছি এমন সময় ধীরুর ঠাকুমা খাটে গুয়ে গুয়ে মনে হ’ল কাৎরে উঠলেন। তাড়াতাড়ি এগিয়ে - দেখতে গিয়ে দেখি খাটের বাজুর পাশে লেজটি একবার দেখিয়ে তিনি মিলিয়ে গেলেন । তখনই ওঝা ডাকা হ'ল। কিন্তু কিছুতেই কিছু হ’ল না। মাধুরী বলিল—একটা কথা বলবো দাছ বলবো? আমি আর এ ঘরে থাকতে পারবো না । আমায় যদি কোন দিন কামড়ে দেয় । দয়াল তীক্ষ কণ্ঠে বলিয়া উঠিলেন-চুপ চুপ নাতবে t অমন কথা মুখে জানতে নেই ভাই। তোর কোন ভয় নেই, মা তোর কোন অনিষ্ট করবেন না। ভয় না করলে বরং তুই ভালই থাকৰি। ধীরুর ঠাকুম ভয় করতো। তাই অমনি হ’ল। মা ষে বাস্তদেবী রে! বাল্পকির মত, আমাদের সবাইকে মাথায় ক’রে রেখে দিয়েছেন। মা কি আমাদের অনিষ্ট করতে পারেন ? : a s.