পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b^9U, প্রবাসী SNこ8ミ. ( Borrower's card ) FR stofal ‘5fffs Gry'; ভারপ্রাপ্ত কৰ্ম্মচারীকে দেন। ( পুস্তক-বিলিকে লাইব্রেরীবিজ্ঞানের ভাষায় "চার্জিং’ বলা হয়)। সেই কৰ্ম্মচারী বইয়ের পকেট হইতে বুক-কার্ড বাহির করিয়া লইয়া তাহাতে ‘বরোয়াস কার্ডে’ লিখিত গ্রাহক-নম্বর লিথিয় লন এবং 'ডেটু ষ্ট্যাম্প' দ্বারা বুক-কার্ড, গ্রাহকের কার্ড ও ডেটু-স্লিপে' সেই দিনের তারিখ ছাপিয়া দেন। গ্রাহককে র্তাহার কার্ডসমেত বইখানা দেওয়া হয় এবং বুক-কার্ডথানা বই দিবার তারিখ অনুসারে সাজাইয়া রাখা হয়, বই ফেরত আসিলে গ্রাহকের কার্ডে ফেরৎ দিবার তারিখ ছাপিয়া দেওয়া হয় এবং বুক-কার্ড পুনরায় বইয়ের মধ্যে রাথিয়া দেওয়া হয়। এই উপায়ে অল্প সময়ে ও সুশৃঙ্খল ভাবে পুস্তক লেন-দেন হইয়া থাকে। 'ডেটু স্লিপ হইতে কোন পুস্তকের কিরূপ চাহিদ, কোন বই কত জন গ্রাহক পড়িল ছাহা সহজেই হিসাব করিতে পারা যায়। আধুনিক লাইব্রেরী-বাবার প্রধান গান বিষয়গুলি লইয়৷ যং কিঞ্চিৎ আলোচনা করিলাম। জীবনায়ন ক্রমণীন্দ্রলাল বসু ( ২১ ) সেকেও ইয়ার আরম্ভ হইল বর্ষার অবিশ্রাম ধারাবর্ষণে । পুরী হইতে আসার পর সমুদ্রের অসীমতার আভাসে অরুণের অন্তর পূর্ণ ছিল, কলিকাতা বড় ছোট, ঘরবাড়ি বড় চাপ, পথগুলি বড় সঙ্কীর্ণ মনে হইত। যখন কালে মেঘের স্তুপে আকাশ অন্ধকার, দিনের আলো মান, রাত্রির তমিশ্ৰ সজল গভীর হইল, অরুণের নিকট পৃথিবী আরও ক্ষুদ্র হইয়া আসিল বটে, কিন্তু অন্তরে কোন অজানা শক্তির আলোড়ন । ফাষ্ট ইয়ারের নবাগত ছাত্রগুলির দিকে চাহিয়া অরুণ ভাবিল সে কত বড় হইয়া গিয়াছে। বস্তুতঃ, এই এক বৎসরে তাহার দেহমনের বিকাশ অতি দ্রুত হইয়াছে। নিত্য নব অনুভূতি, অভিনব অভিজ্ঞতা ; রহস্যময় পৃথিবী, বিচিত্র মানবজীবন । সহস্ৰ সহস্র প্রবাল পুস্ত্রীভূত হইয়। যেমন অতল সমূত্রের উপর প্রবাল-দ্বীপের স্বষ্টি হয়, তেমনই দেহে মনে নব নব অনুভূতির সম্মিলনে মানস-সমুদ্রে সত্তার যে অপরূপ স্বজন চলিতেছে এই অত্যাশ্চৰ্য্যকর স্বষ্টিরহস্য অরুণ যখন অস্পষ্ট অনুভব করে, সে দিশাহার হইয়া যায়, অপূৰ্ব্ব পুলক, অজানা বেদনা, অনাগত ভবিষ্যতে কোন অলক্ষ্য দুরাশা। সমুদ্রস্তনিত পুরীর দিনগুলিতে ছিল আকাশভর আলে, জলধির অনন্ত স্বনীল বিস্তার, মল্লিকার কলহাস্য গল্প-গুঞ্জরণ । শ্রাবণের মেঘকজ্জল দিবসগুলির ঝরঝর গানে সেক্ত দিনগুলির স্মৃতি মিশিয়া গেল, গানের শেষে যেমন গানের স্বর ঘরের নীরবতায় বাজিয়া মন উদাস করিয়া তোলে। সমুদ্রের স্মৃতি অরুণের অন্তরে অসীমতার বিহবলতা জাগায় । মল্পিকার কলকথা স্তব্ধ, কিন্তু অরুণের হৃদয়ে জাগিয়া উঠিয়ছে ভালবসিবার, ভালবাসা পাইবার তৃষ্ণ। তাহার নয়নে উদ্ভাসিত হইয় ওঠে, নারীর গতিভঙ্গীতে কি সৌন্দৰ্য্য, নারীর কৃষ্ণনয়নের দৃষ্টিতে কি রহস্ত, কণ্ঠের স্বরে কি মাধুৰ্য্য! বর্ষা যখন তাহার মেঘময়ী কবরী গুটাইয়া প্রাবণের শেষরাত্রে ভরানদীর ছলছল গীতে বিদায় লইল, শরতের বৃষ্টিধৌত নিৰ্ম্মলাকাশে কোন জ্যোতিৰ্ম্ময়ের রূপ প্রকাশিত হইয়া উঠিল । কলেজের দিনগুলি কাটিতে লাগিল স্বপ্নের মত। ভোরবেলায় পাখীর ডাকে অরুণের ঘুম ভাঙিয়া যায়। তাহাদের বাগানে পার্থীর সংখ্যা যেন বাড়িয়া গিয়াছে। কত বিচিত্র বর্ণের গান্ধী, উৰায় কোথা হইতে আসে আবার আলোর সঙ্গে সঙ্গে উড়িয়া চলিয়া যায় ! बांशांन अककांब्रयग्न । चक्रं लि*िब्र-८छल झांटन शां★ ।