পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অণশ্বিন এই গাছটি ভারতবর্ষের স্বভাবজ উদ্ভিদ নহে। ইহা প্রথমতঃ দক্ষিণ আমেরিকার পেরু, বোলিভিয়া, একুয়াডর প্রভৃতি কয়েকটি দেশের জঙ্গলে জন্মিত । তথাকার আদিম অধিবাসীর। ইহার ছালের গুণ জানিত। কারণ, পেরুর ভাষায় ইহাকে কুইনাকুইনা বল৷ হইত। কুইনার অর্থ ত্বক এবং কুইনাকুইনার অর্থ ঔষধের গুণবিশিষ্ট হুক্ । ঐ দেশগুলি স্পেন কর্তৃক বিজিত হইবার কিছু কাল পরে স্পনীয় পুরোহিতের খ্ৰীষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষের দিকে ইহার গুণ অবগত হন । সালে তথাকার স্পেনীয় রাজপ্রতিনিধির স্ত্রী সিঙ্কনের কৌন্টেস্ ইহার ত্বকৃচুর্ণ সবন করিয়া জর হইতে আরোগ্য লাভ করেন । তাহার নাম অতুসারে গাছটি সিঙ্কোনা নামে পরিচিত হয় । তথন গুরু হইতে কুইনাইন নিষ্কাশিত ও পৃথক করিবার উপায় আবিষ্কৃত হয় নাই । তিনি ত্বকৃচুর্ণেরই ব্যবহার স্বদেশ স্পনে প্রচলিত করেন। স্পেনীয় জেসুইট পুরোহিতেরা পহু দেশে ইহার গুণ পরিজ্ঞাত করেন। সপ্তদশ শতাব্দীতে চীনদেশে পর্যাস্ত ইহা ব্যবহৃত হইতে থাকে। ইহার এইরূপ প্যাপক ব্যবহারে দক্ষিণ-আমেরিকায় স্বভাবজ এই গাছগুলি స్క్రిసిసె মংপুর নিকটে তিস্ত একেবারে নিঃশেষ হইবার উপক্রম হয় ; কারণ, তথাকার মংপুর সিঙ্কোনক্ষেত্র ও কুইনাইন কারখানা মংপু হইতে দৃষ্ট দূরে তুষারাচ্ছন্ন পৰ্ব্বতশিখরের আভাস স্পেনীয় শাসনকৰ্ত্তারা ইহার সংরক্ষণ সম্বন্ধে উদাসীন ছিলেন । অত্যত্র ইহার উৎপাদনের চেষ্ট হইতে থাকে । ফ্রেঞ্চ, ডচ ও ইংরেজদের অধিকৃত অনেক দেশে খুব ম্যালেরিয়া ছিল। তাহার নিজ নিজ সাম্রাজ্যে সিঙ্কোন গাছটি জন্মাইবার চেষ্টা করিয়াছিল। কিন্তু ইহ সৰ্ব্বত্র, সব রকম মাটিতে, সব রকম জলবায়ুতে জন্মে না ; যেখানে জন্মে, সেখানেও ইহাকে বাচাইয় রাপিবার জন্য বহু যত্ন করিতে হয়। ফ্রেঞ্চদের চেষ্ট সফল হয় নাই। ডচলের অধিকৃত ঘবদ্বীপে ইহা এরূপ সফল হইয়াছে, যে, পৃথিবীতে ব্যবহৃত সমুদয় কুইনাইনের শতকরা ৯০ অংশ যবদ্বীপ হইতে চালান হয় । ইংরেজর ভারতবর্য, সিংহল, মালয়, অষ্ট্রেলিয়া, নিউজীল্যাণ্ড, জামেক, ত্রিনিদাদ ও অন্য কোন কোন দেশে ইহা উৎপন্ন করিবার চেষ্ট করে। একমাত্র ভারতবর্ষেই এই চেষ্টা ফলবতী হইয়াছে। অবশ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্যত্র চুড়াস্ত চেষ্ট হইয়াছিল বল। যায় না। কারণু কোথাও কোথাও । যেমন সিংহলে, ইহা হয়ত জন্মিতে পারিত, কিন্তু চা ও রবারে লাভ বেশী হয় বলিয়। ইহার চাষ পরিত্যক্ত হয়। তা ছাড়া, প্রথম দু-বংসর ইহা হইতে কিছু লাভ পাওয়া যায় না, কেবল মুলধন আবদ্ধ থাকে ; এবং যত জায়গায় চাষ করা হইবে তাহার দ্বিগুণ জায়গা ইহার জন্য রাপিতে হয়, কারণ একই জমীতে ইহা বহু বৎসর পুনঃপুনঃ চাষ করিলে ভাল বাড়ে না, এই জন্ত অন্ত ফসলের সহিত