পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার পক্ষিনিকেতনের কথা শ্ৰীসত্যচরণ লাহা আধুনিক সভ্য জগতে ইতর জীবের জ্ঞানপ্রণোদিত শিক্ষাদীক্ষার গুণে পশুপক্ষীর সঙ্গে মানুষের সৌহার্দ্যস্থত্রে গ্রথিত হইবার উপযুক্ত অবসর পাওয়া যাইতেছে সন্দেহ নাই । বনে জঙ্গলে স্বাভাবিক আবেষ্টনে ইহাদের অযথা হিংসা বা হত্যা না হয়, এমন কি অত্যধিক জঙ্গলবিনাশ হেতু ইহার আশ্রয়চু্যত হইয়। দেশবিশেষে নিতান্ত বিরলদর্শন এবং ভীতিগ্রস্ত না হইয় পড়ে, তজ্জন্য শিক্ষিত মানবসমাজে আন্দোলন চলিতেছে ; স্থানীয় শাসনতন্থের মনোযোগ এ বিষয়ে আকৃষ্ট হইয়া বিধিনিয়মের সাহায্যে প্রতিকারের ইঙ্গিত বিশেষরূপে পাওয়া যাইতেছে । এই সমস্ত আন্দোলন ও সংরক্ষণপ্রচেষ্টার মূলে যে জীবজন্তুর প্রতি মানুষের অতুরাগ এবং সহৃদয়তা অন্তর্নিহিত তাহ বলা বাহুল্য । ਾ عبہ =۔--سے۔ م- -- = ہیے۔ -- - - s o A. বিদ্যাচর্চার ফলে ক্রমশঃ যতই আমাদের উপলব্ধি হয় প্রকৃতির মুক্ত প্রাঙ্গণে জীবের লীলাখেলা অভিনয়ের যথেষ্ট সার্থকতা আছে, মানুষ সম্বন্ধেও অথবা মনুষ্যসমাজের হিতসাধনে এই সার্থকতা অনেক ক্ষেত্রে নিতাস্ত কম নয়, ততই জীবজন্তুর প্রতি আমাদের মমতা ও অনুরাগ দৃঢ়ীভূত হইয়া উঠে। পার্থীর প্রতি কিন্তু বিশেষ করিয়া মানবহৃদয়ের আকর্ষণ সহজে বুঝা যায়,—সৌন্দৰ্য্যতত্ত্ব ও কলাবিদ্যার দিক হইতে সে সৰ্ব্বতোভাবে মানুষের ইন্দ্রিয়বিনোদনের বস্তু সন্দেহ নাই। তাহাকে খাচায় আবদ্ধ করিয়া অথবা স্বকৌশলে বিভিন্ন পন্থী অবলম্বনে মানবসংসর্গে রাখিবার চেষ্টা মামুষের পক্ষে স্বাভাবিক। তাহার বিচিত্র জীবনকাহিনী সম্বন্ধে রহস্তভেদের উদ্দেশ্যে কৃত্রিম আবেষ্টনের বৃক্ষবীথিক ও দীঘিজলাশয় পরিবেষ্টনীর মধ্যে পক্ষিনিকেতন সভ্য জগতে চিড়িয়াখান, মীনসরীস্বপাগার ও কীটপতঙ্গ বঁাচাইয়া রাখার উপযোগী ব্যবস্থায় নানা ছোটবড় জীবের আচারব্যবহার সম্বন্ধে যে প্রত্যক্ষ জ্ঞান লাভ করিতে পারা যায়, জীববিদ্যার অনুশীলনে উহা কম সহায়ক নয়। এই মধ্যেও, পরীক্ষণকার্য্যে ব্ৰতী হওয়া এখনকার বৈজ্ঞানিক যুগে কিছু বিচিত্র নয়। পিল্পর-বিহঙ্গের চর্চায় চীন,জাপানবাসীর কৃতিত্বের কথা তুলিবার আবশুক নাই, ইউরোপ এবং আমেরিকায় প্রক্ষিভবন অথবা পাখীর আশ্রমের