পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ն-GrՆ প্রবণসী ○いこ8ミ. পক্ষিনিকেতনের আবেষ্টন স্থব্যবস্থার কথাও তুলিতে চাই না, এই সমস্ত দেশের চিড়িয়াখানাগুলির মধ্যে পক্ষিপালনের যথাযথ বন্দোবস্ত আছে ; ইহারা সকলেই যে গভর্ণমেণ্টপৃষ্ঠপোষিত এমন বলা যায় না, পক্ষিসংরক্ষণের নিমিত্ত নানা বেসরকারী প্রতিষ্ঠানও আছে যেখানে জীববিদ্যা অনুশীলনের স্থবিপ৷ পাওয়া যায়। আমাদের দেশের সরকারী চিড়িয়াখানাগুলির কায্যকারিত বিশিষ্ট আইনকামুনে সীমাবদ্ধ ; বিজ্ঞানের গবেষণায় ও রহস্যভেদে তাহাদের সহযোগিতার প্রসার বা পরিধি সম্বন্ধে কিছু বলা নিম্প্রয়োজন, পক্ষিপালন ও সংরক্ষণের কথা তুলিয়া আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানটির কিঞ্চিৎ পরিচয় দিতে গেলে বোধ করি উহা অপ্রাসঙ্গিক হইবে না । পাখীর জীবনধারণের অমুকুল ও উপযোগী পরিবেষ্টনীর মধ্যে তাহার দৈনন্দিন জীবনলীলার স্ববিধ প্রদান না করিতে পারিলে পক্ষিপালনের মূল উদ্দেশুটি ব্যর্থ হয়। পল্লীগ্রামের উদ্যানবাটিকায় আমার পক্ষিগৃহগুলির অবস্থিতি এই কারণেই সমীচীন বিবেচনা করিয়াছি। • উদার আকাশ, বাতাস, দীঘির জলহিল্লোল, শম্পপ্রাঙ্গণ, বৃক্ষবীথিক, ফুল, ফল, স্বপরিসর জলাশয়বেষ্টনী,—এতগুলি নৈসর্গিক উপকরণ অল্পবিস্তর একত্র মিলিয়া যে অপরূপ আবেষ্টনের স্বষ্টি করে পাখীর পক্ষে তাহ কম প্রেয় এবং অমুকুল নয়। এইরূপ আবেষ্টনে পাখীর সঙ্গে মানুষের সৌহার্দ্য বা ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপনের যথেষ্ট স্থযোগ পাওয়া যায় ; পার্থীর চরিত্রগত ভীরুতা ও ত্রাস নিবারণের ব্যবস্থায় কিঞ্চিং বিচক্ষণতার প্রয়োজন হয় বটে, পিঞ্জর এবং লোহার জালঘের। পক্ষিগৃহের সঙ্কীর্ণতার বাহিরে তাহাকে যতদূর সম্ভব স্বচ্ছন্দ জীবনযাপনের স্ববিধ দিতে পারিলে তাহাকে অনায়াসে মানুষের সঙ্গে বিশ্বস্তস্বত্রে আবদ্ধ করা চলে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় 鬱 সোনাজক্তত্ব। টুর্ক বেশ হৃদয়ঙ্গম করি যে অনেক পার্থীর বুদ্ধিবৃত্তি মামুষের সংসর্গে পরিস্ফুট ইইয়া উঠে ; মানুষের যত্নে আদরে লালিতপালিত হইয়া শিক্ষাদীক্ষাগ্রহণে কুণ্ঠ বোধ করে না। নানা বন্য *fi, attaa (Swan), stersi (Bar-headed Geese), "#1" (Demoiselle Crane ), (i stiN, WH,