পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুকডেন, য়ামাটে হোটেল। এইখানে বিদেশী দূত ও লীগ অফ নেশুনের প্রতিনিধিবর্গ মাঞ্চুরিয়ার চীন-রুশ-জাপান সংঘর্ষ লিবারণের চেষ্টা করিয়াছিলেন । ফলে, লক্ষ লক্ষ লোকের প্রাণনাশ ঘটিয়াছে ৷ লক্ষ লক্ষ পরিবার অবলম্বন হারাইয়াছে ; জগতেব সৰ্ব্বত্ৰ হাহাকার রব উথিত হইয়াছে। কিন্তু এই মহাযুদ্ধের কিছুকাল পরেই আবার জাতিগত ঈর্ষ্য. স্বস্ব মাথা তুলিয় দাড়াইয়াছে দেপিতে পাই। বড় বড় কামান, রাইফেল, গ্যাস, বোম। প্রভৃতি নবাবিষ্কৃত রণসন্তার মাছ বিগত মহাযুদ্ধে বিবদমান জাতিগুলির কাজে জাসিয়াছিল তাহাতে আর যুদ্ধজয় সম্ভব নয় । তাই দেখিতে পাই, এক জন রণবিং একখানি প্রমাণিক গ্রন্থে লিখিয়াছেন, “Supposing the other nations of the world refuse to rise to the spiritual heights which would foreshadow a Second Adveut, the English-speaking peoples should welcome at least the - advent of the internal combustion Engine. For the rifle, bomb and bayonet are as cheap and easy to obtain as the how and arrow and they are more simple to handle. The war value of the Asiatics, the semi-Asiatics of ièussia and of the Africans will, for generations to come, lie in mass tactics, and the horde. The war valnes of Northern Europe and America lie in the individuality of the fighter. These are biological characteristics. Unless civilization can speedily equip itself with more complicated and brainy weapons than rifles, bombs and bayonets the hordes may overwhelm the individuals. It will be another story, if we can shift the implements of force from rifles and bayonets to aircraft, submarines and , tanks. SNご8ー The British Empire and the United States can manufacture war engines on the grand scale : they are alive with young leaders of initiative and action the men of the North have a genins for handling and tending machines. In , these respects Asiatics lag behind, and Africans are nowhere : ... Therefore, it - behoves every nation that has the will to live to put ils. Inilitary house in order forth with.... " উপরের উদ্ধত অংশটি একটু দীর্ঘ হুইলেও বড়ই গুরুত্বপূর্ণ। এক জন রণবিং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ত্রয়োদশ টিনসিন। জাপানী সেনার আগমনের সঙ্গে সঙ্গে নগরবাসীদিগের আতঙ্ক ও পলায়ন sward (New Voluine III) "war" (gs) só erts teer অভিমত ব্যক্ত করিয়াছেন। এই অংশ হইতে শুধু যুদ্ধ সংক্রান্তইনছে, প্রাচ্য জাতিদের প্রতি পাশ্চাত্য জাতিগুলির মনোভাব ইহাতে স্পষ্ট প্রকটিত হইয়াছে। যুদ্ধে অতঃপর. আর কামান, বন্দুত্র, রাইফেল ব্যবহার করিলেই চলিবে না। কারণ এসব এখন শ্বেত কৃষ্ণ, উচ্চ নীচ, উন্নত অমুল্পত সকল জাতিই ব্যবহার করিতে অভ্যস্ত হইয়াছে। কৃষ্ণকায় জাতিগুলি দলবদ্ধ আক্রমণে পটু এবং এই সকল অস্ত্র ব্যবহার করিয়৷ সাফল্য লাভ করিয়া থাকে। কিন্তু তাছাদের সঙ্গে যুঝিতে হইলে নুতন নুতন মারণ যন্ত্র আবিষ্কার করিতে হইবে, রাইফেল বলুক ছাড়িয়া এরোপ্লেন, সাবমেরিন, যুদ্ধ ট্যাঙ্ক প্রভৃতির ওমাপ্রয় লইতে হইবে । ইউরোপীয় জাতিগুলির শত্ৰই এই ভাবে যুক্তবিদ জীন দয়াজন। এনসাইক্লোপিডিয়ার এই খণ্ডগুলির প্রকাশের তাf & তখন সবেমাত্র লোকানো-চুক্তি স্বাক্ষরিত হইয়াছে।