পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

కెన్సిo প্রবাসী $N&3R যাইবে ইহ কেহ দেখাইয়া দিবেন কি ? আমরা ত বিবৃতি ও ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী বিজ্ঞপ্তির ত্রিসীমায় এরূপ কিছু পাইলাম না । ংল-গবন্মেণ্ট কলিকাতা বিশ্ববিদ্যালয়ের “আশুতোষ সংস্কৃত অধ্যাপক” পুলিস কনষ্টেবল করিবার মত যথেষ্ট লোকও বঙ্গে খুজিয়৷ পান না, অথচ শিক্ষামন্ত্রী চান যোদ্ধা বানাইতে —অবশ্য কাগজে কলমে ! --- বেকার সমস্যা ১ল আগষ্ট্রের বিবৃতিতে বেকার সমস্তারও উল্লেখ আছে । কিন্তু দেশে বেকার এম-এ, এম-এসসি, বি-এ, বি-এসসি, ইণ্টার পাস, ম্যাটিক পাস অগণিত থাকা সত্ত্বেও প্রাথমিক ও মধ্য-বাংল| বিদ্যালয়গুলির শিক্ষকের ও পরিদর্শকের কাজে বাংলা-নবীস লোকদিগকেই লওয়া হইবে, এই রকমই ত বুঝিয়াছি। কারণ, যাহারা ইংরেজী জানে, তাহারা ‘শহরমুখো’ ( urban-minded ) হইয়া পড়িয়াছে—তাহাদের দমিত সংস্পর্শ হইতে বঙ্গীয় গ্রাম্য শিশুদিগকে ( যাহারা বঙ্গের শিশুদের হাজারকরা ৯২৬ জুন ) রক্ষা করা আবশ্যক । স্বতরাং সরকারী এই কমিটির দ্বারা ইংরেজী-জান। বেকারের উপকৃত হইবে না। অন্য দিকে, যে অনেক হাজার প্রাথমিক বিদ্যালয় উঠিয়া যাইবে, তাহার অনেক হাজার শিক্ষক বেকার হইবে । --س---- দু-জন পুলিস-গোয়েন্দার দুষ্কৰ্ম্ম পুলিসের দু-জন গোয়েন্দা দুষ্কর্মের জন্য দণ্ডিত হইয়াছে, তাহাতে যেমন এক-দিকে প্রমাণিত হয় না, যে, অন্য সব গোয়েন্দাও ঐ দু-জনের মত দুষ্কৰ্ম্ম করে, তেমনই ইহাও প্রমাণিত হয় না, যে, অন্যেরা কেহই এরূপ করে না । ইতাদের এক জন মেদিনীপুরের এক ( অবশ্য হিন্দু ) ভদ্রলোক ও র্তাহার দুই পুত্রকে ফাসাইবার জন্য নিজে বোম তৈরি করিয় তাহার বাগানে পুতিয়া রাখে ও পরে পুলিসকে পবর দেয়। গ্রেপ্তার আদি লাঞ্ছনা ও কৰ্ম্মভোগ ঐ তিন জনের হয় । কিন্তু র্তাহাদের সৌভাগ্যক্রমে জানা পড়ে, যে, গোয়েন্দাটাই বোমা তৈরি করিয়া বাগানে রাখিয়াছিল। তাহার শাস্তি হয়। আর একটা গোয়েন্দা এক জনের বাড়িতে একটা রিভলভার রাখিয়া দিয়া তাহাকে বিপন্ন করিবার চেষ্ট করে। সে লোকটারও শাস্তি হইয়াছে। এই দুটা লোক নিজের কুবুদ্ধিতেই এইরূপ করিয়াছিল কি না, তাহা নির্ণীত হয় নাই - - - *صـيـج ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তীর ৪৬ বৎসর বয়সে মৃত্যু হইয়াছে । । এরূপ অকালমৃত্যু অতীব শোচনীয়। র্তাহার মৃত্যু.ে কলিকাতা বিশ্ববিদ্যালয় ও বঙ্গদেশ ক্ষতিগ্রস্ত হইল । রায়সাহেব রাজমোহন দাস রায় সাহেব রাজমোহন দাস র্তাহার ঢাকার বাটতে ৮২ বৎসর বয়সে দেহত্যাগ করেন। তিনি যৌবনে সামান্য বেতনে পুলিস্-বিভাগে প্রবেশ করেন। পরে চরিত্রগুণে ও{ কাৰ্য্যদক্ষত-প্রভাবে ডেপুট স্বপারিন্টেণ্ডেণ্ট হন। র্যাহার র্তাহাকে জানিতেন, তাহারা তাহাকে মনে রাখিবেন রায় । সাহেব বলিয়া নহে, পুলিসের ডেপুট স্বপারিন্টেণ্ডেণ্ট বলিয়াও নহে। তিনি পেন্সান লইবার পর, বঙ্গদেশ ৪ আসামের অনুন্নত শ্রেণীসমূহের উন্নতিবিধায়িনী সমিতির অবৈতনিক সম্পাদকরূপে শিক্ষাবিস্তারের জন্য যে বহু বৎসর প্রভূত পরিশ্রম করেন, তাহাই তাহাকে স্মরণীয় করিমু রাগিবে । অত্যন্ত দুঃখের বিষয় যে কয়েক বৎসর পূৰ্ব্বে র্তাহার দৃষ্টিশক্তি নষ্ট হওয়ায় তিনি এই জনহিতকর কাজটি হইতে অবসর লইতে বাধ্য হন । অনুন্নত শ্রেণীসমূহের উন্নতিবিধায়িনী সমিতি এই সমিতির গত ১৯৩৪-৩৫ সালের রিপোর্ট বাহির হইয়াছে। গত বৎসর ইহার বিদ্যালয়ের সংখ্যা ছিল || এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা আঠার হাজারের উপর। বাণিজ্যের মন্দ ও অন্যান্ত কারণে ইহার এখন বড় টাকার দরকার হইয়াছে। রিপোর্টের জন্ত, সাহায্য পাঠাইবার জন্য এবং সব প্রয়োজনীয় সংবাদের জন্য পাঠকের কলিকাতার ৫৬ নং হারিসন রোড ঠিকানায় ইহার অবৈতনিক সম্পাদক ঐযুক্ত ডাক্তার প্রাণকৃষ্ণ আচাৰ্য্য, এম্-এ, এম-বিকে চিঠি লিখিতে পারেন। পত্নীকে দেখিতে জবাহরলালের যাত্রী পণ্ডিত জবাহরলাল নেহরুর সহধৰ্ম্মিণী শ্ৰীমতী কমল ; নেহরু চিকিৎসার জন্য ইউরোপ গিয়াছিলেন। তিনি