পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ష్పాఫ్చి প্রবাসী 为°8之 প্রযুক্ত হরেন্দ্রনাথ চৌধুরীকে আহবান করিয়াছেন। তাহার এই অভিপ্রায় স্ববিবেচিত। আলোচনাটি হইলে, আশা করি, প্রত্যেকের মতামত ও তাহার কারণ প্রকাশিত হইবে। তাহা হইলে সেগুলি প্রকাশ্যভাবে আলোচিত ও বিবেচিত হইতে পরিবে। নতুবা যদি আধা-সরকারী ভাবে কেবল এই গুজব রটিত হয়, যে, বঙ্গের সমুদয় চিন্তাশীল ও শিক্ষাবিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি স্কীমটির অনুমোদন করিয়াছেন, তাহা হইলে সৰ্ব্বসাধারণ তাহা গ্রাহ না-করিতেও পারে । রোম্য রোলার মত ভারতবর্ষে রোম্য রোলার নাম অজ্ঞাত নহে। তিনি স্বপ্রসিদ্ধ ফরাসী ঔপন্যাসিক ও অন্য নানা বিষয়ে গ্রন্থ লিখিয়াছেন, དད་དང་ད་རྟ * নোবেল প্রাইজ পাইয়াছেন, এবং অন্তর্জাতিক নানা বিষয়ে র্তাহার মত মূল্যবান বিবেচিত হইয়া থাকে। তিনি জীবিত ভারতীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী এবং পরলোকগত ব্যক্তিদের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী । বিবেকানন্দ সম্বন্ধে পুস্তক লিখিয়াছেন। কয়েক মাস পূৰ্ব্বে শ্ৰীযুক্ত স্বভাষচন্দ্র বন্ধ তাহার সহিত সাক্ষাৎ করিতে যান। সে বিষয়ে স্বভাষ বাবুর লিখিত একটি প্রবন্ধ সেপ্টেম্বর মাসের মডার্ণ রিভিয়ুতে প্রকাশিত হইয়াছে । ইহা লিখিত হইবার পর স্বভাষ বাবু তাহ ফরাসী মনস্বীকে দেখান ও র্তাহার দ্বারা অনুমোদিত করান। তাহার পর ছাপা হইয়াছে। স্বভাষ বাবুর সহিত সাক্ষাৎকারের সময়তিনি নিজের একখানি ও রবীন্দ্রনাথের সহিত একত্র তোলা একখানি ফোটোগ্রাফ উপহার দেন । g Pޙިޝަ ാക്ത ● ج-حجسميحة প্রতীচ্য ও প্রাচ্য রোম্য রোলা ও রবীন্দ্রনাথ ঠাকুর