পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 'পলাতকের অস্তিত্ব বিষয়ে এক প্রকার স্তির বিশ্বাস জন্মাইল । তখন কয়েক জন জ্যোতিষী মাকাশ তন্ন তন্ন করিয়৷ এই পলাতকের অনুসন্ধানে প্রবুন্তু হইলেন । পনর বৎসর বুথ চেষ্টার পর ১৮০০ খৃঃ অঃ সেপ্টেম্বর মাসে ছয় জন জ্যোতিষী মিলিয়া এক সভা আহবান করিলেন, এবং তাহাতে এই স্তির করিলেন যে, রাশিচক্রকে ২৪ সমান ভাগে বিভক্ত করিয়া, তাহার প্রত্যেকে তাহার চারি ভাগ পুঙ্খানুপুঙ্খরুপে পর্য্যবেক্ষণ করিবেন, যাহাতে 'পলাতক কিছুতেই তাহীদের হাত হইতে নিসুতি ন৷ পায় । অপর লোকেরা এই জ্যোতির্ষিমগুলের সঙ্কল্প জ্ঞাত হইয়। এই দলের নাম রাথিলেন,—“বিমানপুলিশ !” উনবিংশ শতাব্দীর প্রথম বর্যের প্রথম রাত্রিতে ইতালি দেশে পিয়ার্টুস (Piazzi) নামক জনৈক জ্যোতিষী একটী ক্ষুদ্রকায় নুতন গ্রহ ধরিয়া ফেলিলেন । ( ইনি বিমান-পুলিশ দলের একজন ছিলেন না । ) ইহার গতিবিধি পৰ্য্যবেক্ষণ করিয়া জানা গেল যে, এই গ্রহ বোদের বিধানের সংখ্যা সমাবেশে ২৮শের ঘর পূরণ করিতেছে । কিন্তু ইহা আকারে এত ক্ষুদ্র যে ইহাকে চিনিয়া রাখা দায় হইয়া পড়িল ; গণনা দ্বারা দেখা গেল ইহার আয়তনের ব্যাস ২ • • মাইলের কম । মাসাধিক কাল পৰ্য্যবেক্ষণের পর পিয়াটুপী পীড়িত হইয়া পড়িলেন। ঐ সময়ে ক্ষুদ্র গ্রহট শুর্যান্তরালে লুক্কায়িত হইল। অপর কোন জ্যোতিষী আর তাহার সন্ধান পাইল না । পিয়াটুলীর পর্যবেক্ষণ ফল এত সংক্ষিপ্ত ছিল যে, তাগাছার ইহার ভবিষাং স্থিতি গণনা অসম্ভব হইয়া পড়িল । অল্প কয়েক সংখ্যক পৰ্য্যবেক্ষণ ফল হইতে কোন গ্রহের সমগ্র গতিপথ আবিষ্কার করিবার প্রণালী তখনও আবিষ্কৃত হয় নাই । এই সময় গোঁস নামক একজন পঞ্চবিংশতিবর্ষীয় জৰ্ম্মান যুবক বোদ কত্ত্বক অমুরুদ্ধ হইয়া গ্ৰহগতি গণনার এক নুতন প্রণালী উদ্ভাবনে প্রবৃত্ত হইলেন । অল্পকাল মধ্যেই তিনি এক নূতন প্রণালী বাহির করিয়৷ তস্থার উক্ত ক্ষুদ্র গ্রহের গতি গণনা করিতে আরম্ভ করিলেন। *

  • এই নবপ্রণালী পরিশেষে ১৮৯৯ খুঃ অঙ্কে, Theoria Motus

প্রবাসী । [ ১ম ভাগ । ঐ গণনার ফলে এক বৎসর পরে ওলবস ( Olbers) নামক জনৈক জ্যোতিষী উক্ত পলাতক’ গ্রহকে পুনরায় ‘গ্রেপ্তার করিতে সক্ষম হইলেন । উক্ত পলাতক গ্রহকে ‘গ্রেপ্তার করিতে গিয়া ওলবসের আশ্চর্য্যের পরিসীম। রছিল না । তিনি গেীসের নিকট হইতে ‘পরোয়ানা’ পাইলেন এক পলাতক ধরিবার জন্য ;–কিন্তু পরো য়ানার নিদিষ্ট স্থানে গিয়া দেখেন, তথায় দুই পলাতক’ হাজির ! গোঁস কর্তৃক নিদিষ্ট স্থানের আশে পাশে পর্য্যবেক্ষণ করিতে গিয়া, ওলবস অল্পায়াসেই প্রথম পলাতকের’ সন্ধান করিলেন । পিয়াটুলীর বিশেষ অনুরোধে ইহার নামকরণ হইল,-“সিরিস” (Ceres)। সিরিসের গতিপথ নির্দেশাথ পয্যবেক্ষণ করিতে গিয়া, কয়েকদিনের মধ্যে ওলবস দেখিতে পাইলেন, যে, সিরিসের পাশে তাহার আর একটা দোসর আসিয়াছে ! এই নূতন পিলা, তক’ দেখিতে অনেকটা সিরিসের মত,--তাহার অtয়তন ও গতি সিরিসের অনুরূপ। ওলবস সত্যই ইহাকে সিরিসের এক যমজ ভ্রাতা মনে করিয়া তাহার গতি পর্য্যবেক্ষণে তৎপর হইলেন । এক পলাতক পরিতে গিয়া দুই পলাতক ধরা পড়াতে জ্যোতিৰ্ব্বিদ সমাজে মহা হুলস্থল পড়িয়া গেল । গোঁস এই নুতন গ্রহের গতি ইত্যাদি গণনা করিয়া প্রতিপন্ন করিলেন, যে, ইহা প্রকৃতই সিরিসের দোসর । এই দুইট গ্রহ এক এক সময় এত কাছাকাছি চলে যে, তাহার যদি ক্ষুদ্র না হইয়া পৃথিবীর দ্বিগুণ ব্যাস বিশিষ্ট হইত, তাহাহইলে তাহারা পরস্পরের কাছাকাছি হইবার সময়, একটা হইতে লাফাইয়া অন্তটাতে যাওয়া যাইতে পারিত ! এক আসামী খুজিতে গিয়া দুই আসামী ধরা পড়িলে পুলিশ যেমন কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়। উভয়কে চালান’ দেয়, জ্যোতিৰ্ব্বিদ সমাজও উক্ত পলাতকদ্বয়কে “চালান’ দিতে ছাড়িলেন না। তাছাদের বিচার হইল, এবং ইহা সাব্যস্ত হইল যে, এককালে ঐ স্থানে একটা বৃহৎ Corporum Cælestium Rita ay gęs 3-g+țIR 2 ștffs zu i আমি ইয়ুরোপ প্রবাস কালে বহুকষ্ট্রে ইহার একখণ্ড সংগ্ৰহ করিয়াfছলাম । *aखः