পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 ૦ তৎক্ষণাৎ লোটার ভিতর হইতে কয়েকটি থালিপূর্ণ নানাবিধ সুন্দর খাদ্যদ্রব্য সম্মুখে আসিয়া উপস্থিত চইল এবং বালক ঈঃমনে ভোজন করিয়া ভাটিয়ারীকে অবশিষ্ট সমস্ত দব্য সরাইয়া লইতে বলিল । কিন্তু ভাটিয়ারী এখন বিদ্ধপ করা একেবারে বিস্তুত হইয়া অগাধ বিস্ময়সাগরে “ডুব কি মারিতে” লাগিল । ভাটিয়ারী বালকের কাগু দে পিয়া প্রথমতঃ অত্যন্থ বিস্মিত হইয়াছিল, কিন্তু ক্ষণকাল পরে তাহার মনে ছুরভিসন্ধি উপস্থিত হইল। গভীর রাত্রে ধীরে ধীরে উঠিয়া বালকের প্রকোষ্ঠ হইতে সে ছাগল ও লোটা হরণ করিয়া প্রবাসী । [ ১ম ভাগ । ত আর সে গুণ নাই ; সুতরাং বালকের মনোৰাঞ্ছা পূর্ণ হইল না । সে তৎক্ষণাৎ বুঝিতে পারিল যে, ইহা সেই চড়েল ভাটিয়ারার কার্য । আচ্ছা তাছাকে ইহার প্রতিফল দিতে হইবে, এইরূপ ভাবিয়া সে পুনরায় দ্রুতপদে সরাইয়ে ফিরিয়া আসিল । ভাটিয়ারাকে বালক প্রথমে অনেক মিনতিপূৰ্ব্বক বলিতে লাগিল, “আমার বকরি লোটা ফিরাইয়ু৷ দাও” কিন্তু ভাটিয়ারীর মুখের সম্মুখে দাড়াইতে পারে এরূপ ভূতলে কলিকাতার মৎস্যবিক্রেত্নী ভিন্ন বোধ হয় কাহার ও নাই । পুনরায় বিস্তর লোক একত্রিত সাধ্য অঙ্গর কোন স্থানে লুকাইয়। রাখিল এবং তৎপরিবর্তে আর একটি ছাগল ও লোট। সেখানে রাখিয়া দিল । বালক প্রাতঃকালে গাত্ৰোখান করিয়া সরাইবাসী সকল লোকের সম্মুখে একটা মোহর ভাড়াস্বরূপ ফেলিয়া দিয়া ছাগল, লোটা, দড়ি ও বাড়ি লইয়া প্রস্থান করিল। কিম্বদুর গমনানন্তর একটি ইন্দারার নিকট উপস্থিত হইয়া ক্ষণকাল ৰিশ্ৰামান্তে স্নান করিয়া পূৰ্ব্বদিনের মত ছাগল ও লোটাকে অঙ্কিান পূর্বক বারম্বার মোহর ও হইয় গেল, পুনরায় সকলে দীনবেশ বালককেই মছা দুষ্ট ও “বকবাদী বাচাল] বলিতে লাগিল । কিন্তু তখন বালক উচ্চৈঃস্বরে সকলকে ডাকিয়া বলিল, “ভাই সকল ! তোমরা সকলে আমাকেই দোষ দিতেছ ; এক্ষণে তোমরা সাবধান থাকিও দেখ আমি কিরূপ কৌশলে আমার চোরাই মাল উদ্ধার করিয়া লইতেছি।’ এইরূপ বলিয়া সে হস্তস্থিত রজ্জ্বকে আহবান পূর্বক বলিল, HGMMACCA AC S ACCH SASAMMSTSS