পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8२ প্রবাঙ্গী । i [ sध छांनं । श्रांभांग्र निकै गहेग्रां श्रांहेन । किन्नु छांश्ब्र ♛थम মেজাজ দেখে কে ! সে রাজসিপাহীকে ও অার ভয় করে না । সিপাহীদিগকে ধমক দিয়া বলিল, “মা ও, যা ৪, ঢের ঢের রাজা দেখিয়াছি । আমি কেন রাজার নিকট যাইতে গেলাম। তাহার ইচ্ছা হুয়, তিনি স্বয়ং আসিয়া অামার সহিত সাক্ষাৎ করুন।” সিপাহিগণ লালকের পুষ্টত দেখিয় তাহাকে তিরস্কার করিতে লাগিল ; কিন্তু তাহাকে পূৰ্ব্ববং অচল দেখিয়া যথাযথ সংবাদ রাজসকাশে জ্ঞাত করাইল । রাজার ভারি রাগ হইল । তৎক্ষণাৎ একদল সৈন্তসামস্ত পঠাইয়া আজ্ঞা দিলেন যে, এখনি সেই ধৃষ্ট বালককে বাধিয়া আন । কিন্তু ফল ঠিক বিপরীত হইল । বালককে কেহ বাধিতে পারিল না, বরং সমস্ত সৈন্য ভৌতিক রঞ্জু দ্বারা বদ্ধ হইয়া দ গু{ ঘাতে ঘোর যন্ত্রণ সহিতে লাগিল । রাজ। আর স্থির পাকিতে পারিলেন না, স্বয়ং অপরাপর ফেজ লইয়৷ বালক সন্নিধানে উপস্থিত হইলেন এবং তাহাকে বশুত। স্বীকার করিতে বলিলেন । বালক কিস্তু কথায় কথায় ঘোর ঝগড়া বাধাইয়ী রাজা ও তাহার দলবল সকলকে বাধিয়া ফেলিল । রাজা মহা বিলাটে পড়িয়া গেলেন । ৰালকের ক্রোধ কোন মতে শাস্ত করিতে পারিলেন না । শেষে তাহীকে অন্ধেক রাজ্যদান এবং অাপন কন্যার সহিত তাহার বিবাহ দিয়া স্বাধীনতা লাভ করিতে সক্ষম হইলেন। আমার কথাটি ফুরালো, ইত্যাদি । শ্ৰীগিরিজাকুমার ঘোষ । বঙ্গের বাহিরে বঙ্গসাহিত্য । কানপুর—১৮৯১ সালের লোকগণনায় জান। গিয়াছিল, এখানে বাঙ্গালীর সংখ্যা ৪৮৪ । “বঙ্গসাহিত্যসমাজ” নামে এখানে একটী ক্ষুদ্র বাঙ্গালা পুস্তকাগার আছে। প্রায় দশ বৎসর পূৰ্ব্বে ৮ ক্ষেত্রকান্ত দাস একটি ধৰ্ম্মসভা প্রতিষ্ঠিত করেন । ইহার সংশ্লিষ্ট একট পুস্তকালয় ছিল। ১৮৯৪ সালে প্রতিষ্ঠাতার মৃত্যুর সহিত সভা ও পুস্তকালয় লুপ্ত হইয়া যায় । ১৮৯৬ সালে স্থানীয় “Criterion Fraternity" সম্প্রদায়ের সাহায্যে “স্বর্ণকুমারী লাইব্রেরী” নামে একটা নূতন পুস্তকালয় খোলা হয়। শ্ৰীমতী স্বর্ণকুমারী দেবী মহোদয় স্বরচিত পুস্তক গুলি দান করিয়া ক্ত স্থায় প্রাণপ্রতিষ্ঠা করেন । কিন্তু কেবল স্ত্রীলোকদিগের জন্যই ইহার স্থাপন ছয় । সাধারণের সহানুভূতির অভাবে পুস্তকালয়টি স্থায়ী হইল না । ইহার কার্য্যপরিচালিকা শ্ৰীমতী নিস্তারিণী দেবী মহোদয় স্থানান্তরে গমন কয়ার কয়েক মাস পরেই চহা বন্ধ হইয়া গেল । এক বৎসর পরে উক্ত Fratornity কতিপয় উদ্যমশীল ব্যক্তির সহযোগে একটী সাধারণ বাঙ্গাল। পুস্তকালয় স্থাপিত করিতে প্রবৃত্ত হইয়। স্থানীয় স্বশিক্ষিত এবং সম্বাস্ত ব্যক্তিবর্গের সাহায্যে একটা সাহিত্যসভা গঠিত করিলেন ; এবং ১৮৯৭ সালের আগষ্ট মাসে ৫৬ খানি পুস্তক লইয় সাহিত্যসমাজের কার্য্য আরম্ভ করিলেন । এই পুস্তক লয়ে এক্ষণে ৫৬৯ খণ্ড বাঙ্গাল গ্রন্থ অাছে । তন্মধ্যে ৩৯২ খণ্ড উপন্যাস ও নাটক, ১ •১ খণ্ড কবিতা পুস্তক এবং অবশিষ্ট ধৰ্ম্ম, ইতিহাস, জীবনচরিত ও বিজ্ঞান প্রভৃতি বিষয়ক । তালিকায় অভিধানের কোন উল্লেখ নাই । বঙ্গসাহিত্যসমাজের সম্পাদক মহাশয়ের পত্রে প্রকাশ ষে, ৪০ জন গ্রাহক কত্ত্বক এক বৎসরে ১১৩৮ পানি নাটক এবং উপন্যাস পঠিত হইয়াছে এবং সেই সময়ের মধ্যে সেই সংখ্যক গ্রাহক ৫৫ খানি জীবনচরিত, ২৬ খানি ইতিহাস, ২২ খানি ধৰ্ম্মগ্রন্থ এবং ৭ খানি মাত্র বিজ্ঞানপুস্তক পাঠ করিয়াছেন ! পাঠকগণের এইরূপ পঠনপ্রবৃত্তি নুতন নহে। প্রবাসের সর্বত্রই উপন্যাস, নাটক ও প্রহসনের পাঠক অধিক । প্রবাসী বঙ্গসন্তানগণ নিরবচ্ছিন্ন ৰাঙ্গালী উপন্যাস প্রহসনাদি পাঠ করায় মাতৃভাষা বিস্মৃত না হইতে পারেন, কিন্তু তদ্বারা সাহিত্যচর্চার অমৃতময় ফললাভে বঞ্চিত হইবেন, তাছাতে সন্দেহ নাই । অতএব যাহাতে বঙ্গসাহিত্যসমাজের উদ্দেশু সিদ্ধ হয়, সমাজের কর্তৃপক্ষীয়গণের তৎপ্রতি দৃষ্টি রাখা আৰশুক । ডাক্তার ঐযুক্ত হেমচন্দ্র ভট্টাচাৰ্য্য, এম. বি. ডাক্তার ঐযুক্ত মহেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, এল. এম. এস, উকীল ঐযুক্ত ত্ৰৈলোক্যনাথ বন্দোপাধ্যায় এবং ইযুক্ত প্রয়াগচন্দ্র মিত্র, বি. এ. বি. এল.,সমাজের পৃষ্ঠপোষক। ডাকার জীযুক্ত যোগেজনাথ বস্তু, এল. এম. এস. এৰং যুক্ত