পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম ও ৯ম সংখ্যা । ] মাসগুলি কুড়িয়ে অমৃতকুণ্ডের জল দিয়ে ছেলেকে বাচালেন। একদিন জয়াৰতী বল্লেন, দাসী, ছেলেকে তেলকাজল পাও । ঝি বল্লে, ছেলে কৈ ? "খুজে দেখ কোথা আছে”। দাগ খুঁজে ছেলে পেলে। জয়াবতী জিজ্ঞেস করলেন, দাসী ছেলে পেয়েছ ? দাসী বল্পে, ছা । সে দিন জয়ধর দপলে, আজ ও ত ছেলে পেলে । পর মঙ্গলবারে জয়াবতী বতের উংযোগ কচ্চেন, এমন সময় জয়ধর ছেলেকে নিয়ে কামারের আগুনশালে ফেলে দিলেন । অমনি মা মঙ্গলচণ্ডী কালে করে নিলেন । তখন জয়াবর্তী দাসীকে বল্লেন, ছলেকে তেলকাজল দা দাসী আবার বল্লে, ছেলে কৈ ? "পপ ছেলে আছে।” দাদা ছেলে দেখতে পেলে । জয়ধর পেলেন, এবারে3 ছেলেকে পেলে । পর মঙ্গলবারে যখন জয়াবর্তী আবার মঙ্গলবারের উংযােগ করছিলেন, সেই সময়ে দুটি র্যাড়ে লড়াই করছিল। জয়পর ছেলেকে সেই সাড়ের প।-তলায় ফেলে দিলেন । দাসীকে আবার জয়াবতী ছেলের তেলকাজল দিতে বল্লে, দাসী বল্ল, ছেলে কৈ ? --"দেখ কোথাও থাকবে" । দাসী ছেলেকে দেখতে পেয়ে কোলে নিলে । জয়ধর তখন দেখলেন, এবারেও ত ছেলে ম’লো না । আর দেখলেন যে,— “হওয়া সতীন ম’লো, হারালে পেলে, ম’লে পেলে ।” “এ মঙ্গলবার যে করে, যে বলে, যে শুনে, সবারই জয়াবতার মত হয় । “মা আসছেন হুকুতে ধুকতে, নির্ধনীকে ধন দিতে, কুঁড়েকে গতর দিতে, অল্প কে চোখ দিতে, বন্দীগণ খালাস করতে, দূরের মানুষ নিকটে আনতে ॥” প্ৰণামের মন্ত্র । “সৰ্ব্বমঙ্গলমঙ্গলো শিবে সৰ্ব্বার্থসাধিকে । শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমস্বতে ॥” শ্ৰীঅঘোরনাথ চট্টোপাধ্যায় । سیستم -- بسته ممس-سمتهم প্রবাসী ২৯৭ রাজা রবিবৰ্ম্ম । বিখ্যাত চিত্রকর রাজা রবিবৰ্ম্মী ত্রিবাঙ্কোড়ের একটা প্রাচীন সম্ভ্রান্ত ক্ষত্রিয় বংশোদ্ভূত। পুরুষানু ক্রমে তাছাদের পরিবারের সঠিত এিবাঙ্কোড়ের রাজপরিবারের ঘনিষ্ঠ সম্বন্ধ চলিয়া আসিতেছে । ১৮৪৮ খৃষ্টাব্দের মে মাসে ত্ৰিবান্দাম সঙ্গরের নিকটবৰ্ত্তী কিলিমানুর নামক গ্রামে তাঙ্গর জন্ম হয় । তাঙ্গর পুত্বপুরুষেরা বিপদের সময় যুদ্ধে fএবাঙ্কোড়ের মহারাজের সাহায্য করিয়া এই বিস্তৃত গ্রাম নির জায়গার স্বরূপ প্রাপ্ত হন। তদবধি রবিধৰ্ম্মার পরিবারস্থ ব্যক্তিগণ এই সম্পত্তি ভোগ করিয়া আসিতেছেন । “পূৰ্ব্বপুরুম,” “পরিপাের," প্রভৃতি কথা এষ্ট প্রবন্ধে ত্রিবাঙ্গোড়ে প্রচলিত অর্থে বৃঝিতে হইবে। তথায় ভাগিনেয় মাতুলের সম্পত্ত্বির উত্তরাধিকারী ইষ্টয়া থাকে, পু ঐ পিতার সম্পত্তির উত্তরাধিকারী নহে । সুতরা পূৰ্ব্বপুরুষ বলিতে মাতুলের মাতুল, তন্ত মাতুল ইত্যাদি, এইরূপ বুঝিতে হইবে। পরিবার বলিতে মাতুল, র্তাঙ্গর ভগিন, ভগিনীর সন্তান, ইত্যাদি বুঝিতে হইবে । পরিবার বা বাড়ার কৰ্ত্তা বলিলে মাতুলের উল্লেখ করা হইতেছে, এইরূপ বুঝিতে হইবে । রবিবৰ্ম্মারা তিন ভাই ও এক ভগিনী । রবিবৰ্ম্ম৷ সৰ্ব্বজ্যেষ্ঠ । ইঙ্গারা ভাই বোন সকলেই স্বভাবশিল্পী । ইহাদের মাতা উমা অম্ব। বাঈ একজন সুশিক্ষিতা ও মাঞ্জিতস্বভাবা মহিলা ছিলেন । তিনি কবিতা লিথিয়া ত্রিবাঙ্কোড় অঞ্চলে কবিযশ লাভ করিয়াছিলেন । রবিবৰ্ম্মার লাল্যকালে ত্রিবাঙ্কোড়ে ইংরাজী শিক্ষার চলন ছিল না । তাৎকালিক রীতি অনুসারে তিনি স্বপরিবারের সংস্কৃত-শিক্ষকের নিকট ব্যাকরণ শিথিয় রামায়ণ-মহাভারতাদি শ্রেষ্ঠ গ্রন্থ অধ্যয়ন করিয়াছিলেন। কিন্তু তিনি বালে ব্যাকরণে ব্যুৎপত্তি লাভ করা অপেক্ষ নিজ প্রাসাদের দেওয়ালে ও মেজেয় খড়ি বা কয়লা দিয়া দেবদেবীর মূৰ্ত্তি অ'কিতেই বেশ ভাল বাসিতেন । শিল্পবিষয়িনী প্রতিভার এবম্বিধ বাল্য অভিব্যক্তি ঠাতার পরিবারের প্রাপ্তবয়স্ক সকলেই একটা অলঙ্ক বিরক্তিজনক ব্যাপার মনে করিতেন। কেবল বাড়ীর কর্তা র্তাহার মাতুল রাজ রাজবশ্ব সেরূপ মনে করিতেন না । রাজবশ্ব অসামান্তপ্রতিভাসম্পন্ন ব্যক্তি ছিলেন। তাহার