পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম ও ৯ম সংখ্যা | , 1817 রূপে প্রবর্তিত করা হয়। বিলাতে এবং ভারতে এখনও এইট মুদ্ৰণস্বত্ব সম্বন্ধে প্রধান আইন । * ইহার মুখবন্ধ দৃষ্টে বুঝা যায় যে ব্যবস্থাপকের মনুষের পক্ষে নিত্য উপকারী উচ্চ সাহিত্যকে উৎসাহিত ও বদ্ধিত করিবার উদ্দেশ্যেই এই আইন প্রবর্তিত করেন । কিন্তু এই আইন এমন সব জিনিসের বিষয়ে প্রয়োগ করা হইয়াছে, যাচাকে কোন রূপে ‘সাহিত্য' পদবাচ্য করা যায় না। বিজ্ঞাপন, দিরিস্ত, “ডাইরেক্টরী", “টাইম টেবল”, সকলের বিষয়েষ্ট মামলা মোকদমা হইয়াছে, এবং তাঙ্গাদের প্রথম রচয়িত। বা সঙ্কলয়িতাকে ‘গ্রন্থকার’ ( author ) নামে অভিষ্ঠিত করিয়া হাকিমের সাহায্য করিয়াছেন । আমরা পূপেষ্ট দেখিয়াছি যে ইংলণ্ডের সৰ্ব্বোচ্চ আদালত “হাউস অব লর্ড স্" হইতে স্থির তষ্টয়া গিয়াছে যে, সে ব্যক্তি কাঠার ও বক্তৃতা লিথিয় লয়, সেও গ্রন্থকার । অবঙ্গ যাহার সঙ্কলনে কিছু মানসিক পরিশ্রম হইয়াছে সে পুস্তক বা পত্র ত নিশ্চয়ই সাহিতাচোরের হস্ত হইতে রক্ষিত হইবে। মনে করুন, আমি পাঁচ জন পুরাতন কবির গ্রন্থাবলী পাঠ করিয়া ঠাঙ্গাদের কতকগুলি উংকৃষ্ট রচন। মনোনয়ন করিয়। মুদ্রিত করিলাম। সেই কবির পুরাতন, সকলেই ষ্টাঙ্গদের লেপ ছাপিতে পারে । কিন্তু তা বলিয়া আপনি আমার পুস্তক খানি দেখিয়া, আমার পছন্দের কবিতা গুলি ছাপিয়, আর একটা পাচফুলের সাজি সাধারণের সমক্ষে ধরিতে পারেন না । আপনার নিজের মানসিক পরিশ্রম চাই, নিজের মস্তিষ্ক পরিচালন আবশ্যক । আশার পুস্তক আপনি দেপিতে পারেন, সেইরূপ আর এক পান পুস্তক ও লিপিতে পারেন ; তবে আদালতে মামলা আসিলে আপনাকে দেপাইতে হইবে যে আপনি স্বকীয় চিন্তাশক্তির এ দূর চালনা করিয়াছেন যে আপনার পুস্তক একেবারে মৌলিকত্ববিঙ্গীন হয় নাই । মুদ্ৰণস্বত্ব আজকাল বিলাতে ও ভারতে ৪২ বৎসর থাকে, অর্থাৎ কোন পুস্তক প্রথম প্রকাশিত হইবার পর, ২২ বৎসর পর্যান্ত গ্রন্থকার বা তাঙ্গার লোক ব্যতীত অপর কোচ তাঃ। ছাপিতে পারে না । তবে যদি গ্রন্থকার জীবিত থাকিতে থাকিতেই ৪২ বৎসর কাটিয়া যায়, তাত হইলে তাঙ্গার এক্ট


تعمیم------------------------- بهینه بس بی-سسه ۰۰۰r

  • ভ{য়ত বর্ষে মুদ্রণ স্থালয় ও সম্বাদপত্র ડ રુ િઇ क्षेत्रे cqक अॉईन sv७१ मांएल टीवद्धि 5 इग्न ।

○on স্বত্বট মারা যায় না, তাহার মৃত্যুর পর আরও ৭ বৎসর চলে । ফলে মুদ্ৰণস্বত্ব ৪১ বৎসরের কম কখনই থাকে ন}, লেখক দীর্ঘজীবী হইলে বেশ দিনও চলিতে পারে । কিন্তু পুস্তকের প্রথম সংস্করণের তারিখ হইতে সময় গণনা করায় একটা দোষ হয় । অনেক পুস্তকের দ্বিতীয় বা তৃতীয় সংস্করণ বfদ্ধত বা পরিবণ্ডিত হয় ; সেগুলির প্রথম সংস্করণের • রিখ হইতে ৪২ বৎসর হইয়া গেলেও পরের সংস্করণ সম্বন্ধে স্বত্ব ফুরায় না। ফলে, অনেক সময় বাজে দোকানদারেরা গ্রন্থকারের মৃত্যুর পর নানা ভুল স্বলিত প্রথম সংস্করণ ছাপিয়া বাজারে বেচিতে আরম্ভ করিয়া দেয় ; অথচ হয় ত সেই সকল লম তিনি অনেক দিন পূৰ্ব্বে তাঙ্গার জীবদ্দশায় প্রকাশিত অঙ্গ সংস্করণে সংশোধিত করিয়া ইeাতে গন্থকারের অপযশ গুয়, পুস্তকক্রে ঠার প্ৰস্তারিত হয় । । এই রূপ গোলমাল হয় বলিয়। অদ্যান্স দেশে গ্রন্থকারের জীবদ্দশার অস্ত তহঁতে গণনা আরম্ভ করা মগা ফ্রান্সে এই স্বত্ব গ্ৰন্থ কারের সমস্ত জীবন এবং তাঙ্গর পর আরও ৫০ বৎসর থাকে, স্পেনে আরও ৮০ বংসর, জম্মনিতে আরও ৩০ বংসর গাকে । পূপে গন্থকারের অনন্তকালব্যাপী এইরূপ স্বত্বের দাবী করিতেন । কিন্তু অনস্থ কাল ধরিয়া পঠি ত হইতে পারে, এরূপ পুস্তক জগতে অতীব বিরল। পৃথিবীতে শেক্সপীয়র বা কালিদাস কটা জন্মায় ? বেশ ভাগ পুস্তকষ্ট এই রকম যে আজ আপনি পড়িয়া হয়ত আঠ মরি ” করিতেছেন, কিছু দশ বংসর পরে লোকে তাহার নাম পৰ্য্যস্ত ভুলিয়া যাইবে । এ কথা আজ কাল সকল গ্রন্থকারে না বুঝুন, কিন্তু পুস্তক প্রকাশকের বুঝিয়াছে । তাই এখন অনস্থ কালব্যাপী স্বত্বের দাবী ছাড়িয়া দিয়া সমগ্ৰ ভূম গুলব্যাপী স্বত্বের দাবী হইতেছে । এষ্ঠ মনে করুন, আমেরিকার যুক্তরাজ্য ই লণ্ডের অধ,ন নহে, অথচ সেখানের লোকের অধিকংশই ইংরাজ বংশায় এবং প্রয় সকলেই ষ্ট্র রাঙ্গীতে সুশিক্ষিত । এখন, ইংলণ্ড একখানি ভাল বই বাহির হইলেই, কিছু দিন পূৰ্ব্বে অমনি আমেরিকায় তাহার একটা বা অধিক foয়াছেন । হ { }

  • 4: ** ***tal Haliani s Middle Ages i za zlost ztiša ***** for fao, Herbert Spencer zfor isola Various

Fragments, AP. 58.