পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম ও ৯ম সংখ্যা । ] প্রবাসী মোতিয়া----(নমমুখে গোলাপের বোট ছিড়িতে ছিড়িতে) আমাকে তুমি বলিবেন । যোগেশ বাবু এবং সরোজিনীর প্রবেশ । সুরেশ- -বৃষ্টি দু এক ফোটা পড়েই বন্ধ হয়েছে । ঐ যে দাদার এসেছেন। ( উভয়ে অগ্রসর হওন ) যোগেশ- --6চার ফোটা বৃষ্টির ভয়েই পালিয়েছিলে ? সরোজিনী---চল গোলাপের ঐ দিকটা দিয়ে ঘুরে যাই । মোতিয়া, গোলাপ বাগানটি কেমন ? ( সকলে চলিতে চলিতে ) মোতিয়া --পুব ভাল । আমার ইচ্ছা করে, নিজে হাতে ঐ রকম বাগান করি । সকলের প্রস্তান । তৃতায় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক । যোগেশ বাবুর পাঠাগার । সরোজিনী --বিলাত ফিরে এলে লোক খুব বেঙ্গয়া হয় । পোগেশ ---(হাসিয়া) কেন বল দেপি । সরো--দাদা আমাকে বলছিল নে তার নাকি মোতিয়াকে দেখে প্রেম জন্মেছে। ছি, ছি, কি করে বল্লে ! যোগেশ---বাঃ, দুদিনের মধ্যেই নগেন একটা প্রেম ঘটিয়ে বসেছে ? বিলাতে মা বাপের সামনেও প্রণয়িপ্রণয়িনীর প্রেমের ব্যাখ্যা চলে । সরো.--পোড়া কপাল বিলাতের । যোগেশ---এখন যদি সত্য সত্যই একটা ঘটকালি করে উঠতে পার, মন্দ কি ? মেয়েটিকে ত পার কন্তে হবে ? নগেনও বিলাত ফেরৎ ; মোতিয়ার দাদার কোন প্রকার অসম্মতির কারণ নাই। আমি বরং চিঠি লিখে জান্‌ছি। সরো--তুমি আগে থেকে চিটি লিখো না। আমি মোতিরার মন বুঝে নিই ; ওত আর কচি খুকী নয় ! যোগেশ—মন হবে গো, মন হবে । সরো--তখন দাদা ওর হাত ধরে বেড়াতে যাবে বল্লে ; আর মোতিয়া একেবারে পালিয়ে ঘরে দোর দিলে । দাদা কি বেহায় ! ❖..ጳ যোগেশ– বাড়াবাড়ি বটে । ( নেপথো নগেন এসেছে । May I come in ? ) এসন ? আবার অনুমতি চাওয়া কেন ? এন মুখাঞ্জির প্রবেশ । এন Wolfo-Good evening, Mr Chatterjee, Good evening, my dear sister. সরোজিনী-মাগো, একি ভঙ্গী ! বাঙ্গলীয় কথা কইতে পার না ? এক বাড়ীতে সকাল থেকে সন্ধা। পর্য্যন্ত অভবাদনই চলেছে ? যোগেশ--ত ধাগ গে । কেমন লাগছে ? go offs—Simply charming. সরো-- ফের ইংরাজি বল্লে,দাদা ? এন মুখাঞ্জি---ঐ বালিকা মোতিয়া আমার আয়াকে বন্দী করেছে । কেমন হে নগেন, এখানটা { সরোজিনীর প্রস্থান । কিছু লাজুক আছে ; চাষ করা সমাজে পড়লে সুরে যাবে। 4োগেশ----চল বাfতরে মাঠ । তোমার প্রেমের চাষের বিষয়ে কিছু বলিবার মাছে । বেশ বাড়াবাড়ি করিও না । প্রস্থান । দ্বিতীয় গর্ভাস্ক। মোতিয়ার শয়ন কক্ষ ] সরোজিনী---অামি দাদাকে নিশ্চয় বলিব, তোমাকে ওরকম বিরক্ত না করে । কিন্তু চিরকাল কুমারী থাকৃবে, সে আবার কি রকম কথা ? মোতিয়া---(স্বগত ) গিনি আমাকে এত ভালবাসেন, র্তাহাকে কি করে বলিব সে তার ভাইকে বিবাঙ্গ করিতে পারি না ? কি বলিয়া আপত্তি করিব ? নকল সাঙ্গেবি-আনা এব• অশিষ্টাচার ? সে কথা বলিল হাসিয়া উড়াইয়া দিবেন। বলিবেন, যে ওটা উপরের দিক্‌ ; তুদিনে সুধরে যাবে। আর কিসের আপত্তি ? টাকা কড়ি আছে ; লেখা পড়া না জানিলেও বিলাত ফেরৎ । আর বিদ্যার কথা লইয়া কথা কহিবার আমি কে ? কিন্তু আসল কথাটা ? না, প্রাণ গেলেও তাঙ্কা বলিতে পারিব না । সরোজিনী—-চুপ করে রইলে যে ?