পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

වAR সরো--তা নয় ; আমি বলতে এসেছিলাম যে, মোতিয়া আমাদের খাতিরে নিতান্ত চুপ করিয়াছিল, বিবাহে তার আদৌ মন ছিল ন । যোগেশ– তা হলে রক্ষা পাওয়া গিয়াছে । নহিলে সাস্তেবের ব্যবহারে বিনয়ের কাছে লজ্জিত হতে হত । সরো--যাক্, মানে মানে মান রক্ষা হয়েছে। সেই প্রভাকে বিয়ে কৰ্ব্বেন নাকি ? যোগেশ–হ । সরো—দাদার যেমন পছন্দ । অমন আস্ত বিধি দুনিয়ায় দেখিনি । যোগেশ--তান। চলে আর তোমার দাদার পছন্দ হয় ? সরো—আমরা এখন দুএক ঘণ্টার মধ্যে কলিকাতা নাই কি করে ? যোগেশ—সে ভাবনা কত্তে হবে না। আমাদের যাওয়া সে চায় না বলিয়াইত দেরী করিয়া চিঠি লিখেছে। তুমি যাবে খালি পায়ে, আর আমি যাব ধুতি পার , তাতে তাদের লজ্জা হয়, অপমান হয়। এখন কিছু উপহার পাঠাইলেই যথেষ্ট । সরো-খালি পা দেখিলে লজ্জা হয় ; আর প্রভা যে সেদিন অস্তুত কাপড় পরে প্রায় বুক খুলে সকলের সামনে বেড়াচ্ছিল ? যোগে* - সেটা বিলাতি সভাত । সরো—ছি, ছি, এমন মেয়েও দাদার বউ হবে গা ! যোগেশ—এখন কি পাঠাৰে ভাবছ ? সরো-চল বাড়ীর ভিতর যাই। দেখি কিছু আছে কি না। দাদার বিবাহ দেখিতে পেলাম না, এমনও কপাল! বিলাত দেশটা পুড়ে ছারখার হোক। আমরা জাতি মানিনা বলিলেই হয়, কিন্তু আজি বেশ বুঝতে পাচ্চি যে বিলাত গেলে সত্য সত্যই জাতি যায় । যোগেশ–এইটি থাস বলেছ। দাদা কি প্রস্থান। চতুর্থ গর্ভাঙ্ক। অন্তঃপুর ; যোগেশ বাবুর বিশ্রাম গৃহ) যোগেশ–আচ্ছ ভাই, তুমি কোন লজ্জায় বিলাত ফিরে এসে ধুতি চাদর নিয়ে ঘরে ফিরলে ? প্রবাসী [১ম ভাগ । বিনয় আর তুমি কোন লজ্জায় এতদিন আমার বোন টিকে অবিবাষ্ঠিত রেখেছ ? যোগেশ -- সে কথা আর বলিও না। বড় ভুল করেছিলাম । বিনয়-ভুল করেছিলে, না কচ্চ ? যোগেশ—বিলাত থেকে চেয়ালি শিখে এসেছ নাকি ? বিনয় তোমাদের এখানে সোজা কথা যে হেয়ালি হয় তাত জানা ছিল না । তোমাদের চোখ নাই, এটা খুব আশ্চর্য্য । যোগেশ–কেন বল দেখি ? বিনয় আমার গিন্নি ত একদিনের মধোই বুঝে ফেলেছিল যে মোতিয়াকে এইখানেই রেখে যেতে হবে। যোগেশ--ফের চেয়ালি । বিনয়-সুরেশ আর মোতিয়ায় ভারি প্রণয় হয়েছে। যোগেশ তাই নাকি ? বিনয়—আমার গিল্লির প্ররোচনায় তোমার গিরি এইমাত্র ওজনার কবুল জব ব আদায় করেছেন । এখানে আসবে। ঐ আসছে। ( সরোজিনী সুরেশকে ধরিয়া এবং মনোরম মোতিয়াকে ধরিয়া প্রবেশ) বিনয়---বা, আসামী সব গ্রেপার । মনোরমা—তোমরা সব এখন একটু বাহিরে যাও। যোগেশ ও বিনয়ের প্রস্তান । সরো-আচ্ছা ঠাকুরপো,তোমার এ কি কাগু ? এ দিন আমাকে কিছু বলনি কেন ? মনো-আর এই মেয়েটার আঙ্কেল দেখ! আমাদের ক্ষেত কাটাতে বসেছে । সরো—ঠাকুরপো, মাথার অমুখ সেরে গেছে ? মনে—বিবাহের দিন বিবাহ হবে, একবার আমরা যুগলমূৰ্ত্তি একসঙ্গে করে দাড় করাই । সরো—বিন্দি ! ( নেপথ্যে—“কি ম৷ ” ) একবার শাখ বাঞ্জল । ( মনোরম কর্তৃক মোতিয়া সুরেশের পাশ্বের্ণ নীতা । নেপথ্যে শঙ্খধ্বনি ) সরো–দেথ ঠাকুরপো, মোতিয়াতে আমার অৰ্দ্ধেক ভাগ আছে। তুমি এক পুরো পাচ্চন। এখন তারা