পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8b" ঐ পাঠাগারে ৫৮০ খানি বাঙ্গাল ও ৩০০ শত ইংরাজী পুস্তক এবং কয়েকখানি প্রসিদ্ধ সংবাদপত্রিকার সমাবেশ পাকা সত্ত্বেও পাঠাগারের উন্নতিকল্পে অল্পসংখ্যক সাহিতানুরাগী ব্যক্তিই সাহাণ্য ও সঙ্গানুভূতি প্রদান করিয়াছিলেন। প্রথম বৎসর পাঠাগারের কার্য্য বেশ সুশৃঙ্খল ভাবে চলিয়া ষ্টকার যথেষ্ট উন্নতি হইয়াছিল। কিন্তু ক্রমে কতকগুলি ঈনচরিত্র ব্যক্তিকর্তৃক অনেক পুস্তক অপঙ্গত হওয়ায় নানা কারণে প্রতিষ্ঠাতা আপাততঃ উঃ বন্ধ রাখিয়াছেন । ব্ৰহ্মদেশস্থ স্কুল ও কলেজসমূহ কৃলিকাতা বিশ্ববিদ্যালদের অমৃভূত । প্রবাসী বাঙ্গালী ছাত্রদিগের শিক্ষার উপযুক্ত বিদ্যালয় না থাকায় ১৯০০ খৃষ্টাব্দে স্থানীয় বাঙ্গালীদিগের চেষ্টায় রেঙ্গুন সঙ্গরে “ইণ্ডিয়ান সেমিনারি" নামে একটি উচ্চ প্রাইমারি বিদ্যালয় স্থাপিত হইয়াছে । ইঙ্গর বর্তমান ছাত্রসংখ্যা ৩২ টা । কেবলমা এ ছাত্রদত্ত বেতন ইষ্টতে বিদ্যালয়ের বায় সস্কুলান হয় না। শিক্ষিত ও সম্পন্ন ব্যক্তিদিগের প্রতিশ্ৰত মাসিক চাদ ও সাহায্যাভাবে বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নতির আশা বড়ই কম । রেঙ্গন একাউন্টেন্ট জেনারেল আফিসের ভূতপূৰ্ব্ব সুপা, রিপ্টেগুেণ্ট শ্রীযুক্ত কুঞ্জবিহারী দত্ত মহাশয়ের উদ্যোগে ১৮৯৬ সালে রেঙ্গন সহরে "বেঙ্গল সোমাল ক্লব" নামে একটি ক্লথ প্রতিষ্ঠি ত হয় । ব্ৰহ্মদেশে নবাগত বাঙ্গালীমাত্রেই এই ক্লবে প্রথমে আশ্রয় লইয়া পরে নিজ বাসস্থান নিদিষ্ট করিয়া লইতে বা গন্তব্য স্থানে যাইতে পারেন । এই উদ্দেশু সাধন হয় বলিয়াই ক্লাবটির দ্বারা বাঙ্গালী জনসাধারণের অশেষ উপকার সাধিত হইতেছে। রেঙ্গনের গণ্যমান্ত সমস্ত ভদ্রলোকই এই ক্লবের সভ্যশ্রেণীভূক্ত । তাস, পাশ দাবা, প্রভৃতি ক্রীড়া, প্রাদেশিক নানা সংবাদপত্রাদি পাঠ এবং প্রাতাহিক সম্মিলনে উপস্তিত হইয়া সভ্যগণ গীতবাদ্যাদি নানা প্রকার নিৰ্দ্দোস আমোদ প্রমোদ উপভোগ করিয়া থাকেন। মোলমিন সহরের ভূতপূৰ্ব্ব জজ ও বর্তমানে রেঙ্গন সহরের স্ব প্রসিদ্ধ ব্যারিষ্টার শ্ৰীযুক্ত পূৰ্ণচন্দ্র সেন মহোদয় উক্ত ক্লবের সভাপতি । তিনি"রেঙ্গ ন ইণ্ডিয়ান সেমিনারির” একজন প্রধান পৃষ্ঠপোষক । তাহারই তত্ত্বাবধানে ও প্রবন্ধলেখকের যত্ন ও পরিশ্রমে ১৯০৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি তারিখে “রেঙ্গ ন বঙ্গীয় সঙ্গীতসমিতির সভ্যগণ কর্তৃক কবি প্রবাসী [ ১ম ভাগ। বর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সাহায্যার্থ স্থানীয় ভিক্টোরিয়৷ হল নামক প্রসিদ্ধ রঙ্গমঞ্চে “চন্দ্রতাস’ নাটকখানি হভিনীত হঠয়া:ছল । সহর ও মফস্বলের গণমান্য প্রবাসী বঙ্গালী মাত্রেই অভিনয়দর্শনে উপস্থিত হইয়ছিলেন । সেন মঞ্চ শয়ষ্ট ঐ সময়ে উক্ত সমিতির সভাপতি ছিলেন । তিনি সংসূচীত অর্থ হইতে পরচ খরচ বাদ ২০০ টাকা ও নিজ হইতে ৫০, একুনে ২৫০ আড়াইশত টাকা কবিবরকে পাঠ।ইয়া দেন । কবিবরের অভাবের তুলনায় এই সামান্ত সাহা। অত অকিঞ্চিংকর হইলেও সমিতির সভাগণ কর্তৃক উষ্ঠ ভক্তি ও প্রীতির পুষ্পাঞ্জলরাপে প্রদত্ত শুষ্টয়া,ছল। অর্থ প্রাপ্তি স্বীকার করিয়া কবিবর “রেঙ্গন বঙ্গীয় সঙ্গীত সমিতির" বিষয় উল্লেখ করিয়া সেন মহোদয়কে যে পত্র লেখেন, নিম্নে তাতার কিয়দংশের প্রতিলিপি প্রদত্ত হঠল ।– l’t Ionotoook ER Sot'ARE Aidoscrpore, 8th March, 1900. Mv dear Mr Sen, I beg to acknowledge the receipt of Rs 200 remitted by you on behalf of the members of the “Baugiya Sangit Samiti” and of Rs se kindly contributed by yourself. I do so with sincere gratitude. That my country men residing so far away feel for me in my present misfortunes and have taken so much trouble to help me, is a matter of which I should be proud, and this kindness on their part will be remembered by me as long as I live. To each and all who have taken part in expressing their sympathy in this way, I tender my heartfelt thanks. . . . . With very kind regards, I remain, yours sincerely (Sd.) I l EM CHUNIRA BANERJEE. ব্রহ্মদেশের জনহিতকর নানা কার্যে ও সদনুষ্ঠানে সেন মহোদয় যোগদান করিয়া থাকেন এবং অর্থ ও সামর্থ্য দ্বারা তাহার সহায়তা করেন । মানস স্ত্রম ও পদমর্যাদায় তিনি বন্ধপ্রবাসী বাঙ্গালীদিগের শীর্ষস্থানীয় । কলিকাতার উত্তরাংশস্থিত এড়িয়াদহগ্রামনিবাসী অশেষ গুণসম্পন্ন ভক্তিভাজন প্রযুক্ত কুঞ্জবিহারী বন্দ্যোপাধ্যায়