পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NᏬ☾NᏱ প্রবাসী ধিক্ তোরে শতবার | পূৰ্ব্বজন্মের কৰ্ম্মফল শিক্ষা দেওয়া আর হাত পা থাকিতে লোককে পঙ্গাইয়। বা পঙ্গ, করিয়া রাখা একই কথা ।” - * * * “বঙ্গ সাহিত্যের দ্বিতীয় যুগ” শীর্ষক প্রবন্ধ সম্বন্ধে আমরা দুইপানি পত্র পাইয়াছি। প্রথমখানিতে শ্ৰীযুক্ত রসিকচন্দ্র বসু লিখিয়াছেন-– ‘জগদানন্দ ব্রাহ্মণ নহেন বৈদ্য ; তাঙ্গর নিবাস শ্ৰীপণ্ডে । তিনি যাত্ৰাদলে রাই সাজিতেন কি না, তাঙ্গা ভারতী মহাশয় বার্তীত অন্য কেহ জানে না । * * জগদানন্দ সম্বন্ধে বোধ হয় শ্ৰীযুক্ত কালিদাস নাগ মহাশয়ই সৰ্ব্বাপেক্ষা অধিক অনুসন্ধান করিয়াছেন। তাহার অনুসন্ধানের ফল ৫ম ভাগ ৪র্থ সংখ্যা সাহিত্যপরিষদ পত্রিকায় প্রায় ৩ বৎসর হইল প্রকাশিত হইয়াছে । * * জগদানন্দ একজন শাব্দিক কবি ছিলেন । অনুপ্রাস যমক প্রভূতিতে র্তাঙ্গর গীতগুলি সালঙ্কারা ষোড়শ মৃন্ময়ী। উহাতে ভাবের প্রা। নাই । বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ কবিরাজ, বা জ্ঞানদাসের সঠিত তাঙ্গার কিঞ্চিৎ তুলনাও চলে না। তাঙ্গর গীত কৰ্ণ পর্যাম্ব পড়ছে মাত্র । মহাভারতী মহাশয় জগদানন্দের অতিরিক্ত স্থতি করিয়াছেন । ইতিহাসলেপকের পক্ষে এরূপ অতিরঞ্জন সৰ্ব্বথা পরিতা জ্য ।” দ্বিতীয় পত্ৰখানিতে শ্ৰীযুক্ত তিনকড়ি ঘোষ লিথিয়াছেন যে স্বনামখ্যাত প্রসিদ্ধ যাত্রা ওয়ালা (বাবু লোকনাথ দাস সংচামী ( চাষাধোপ ), রজক নন” । শ্ৰীযুক্ত কৈলাসচন্দ্র ঘোষ ও কোন কোন বিষয়ে মহাভারতী মহাশয়ের ভ্রম প্রদশনাগ একটি প্রবন্ধ পাঠাইয়াছেন। দীনেশ বাবুর গ্রন্থ থাকিতে উহ প্রকাশ করা অনাবশ্যক ।

  • , *

আমরা “প্রবাসী’’-পদকের জন্ত সৰ্ব্বশুদ্ধ পাচটি রচনা পাইয়াছি ; উত্তর পশ্চিম প্রদেশ, অযোধা ও পঞ্জাব সম্বন্ধে গুটি,ব্ৰহ্মদেশ}সম্বন্ধে টি ও বেতার সম্বন্ধে একটি। মধ্যপ্রদেশ সম্বন্ধে কোন রচন। আমাদের হস্তগত হয় নাই । এই পাচটির মধ্যে ঐযুক্ত জ্ঞানেক্রমোহন দাসের রচনাটি পদকের যোগ্য হইয়াছে। সুতরাং তাহাকে পদক দেওয়া যাইবে । অপর রচনাগুলিতেও অনেক জ্ঞাতবা কথা আছে । সেগুলি সম্পূর্ণ বা অংশত: মুদ্রিত হইতে পারে। [ ১ম ভাগ কাম ও প্রেম । কামে প্রেমে বহুদূর যোজন যোজন ! কাম জানি, প্রেম কি যে জানে কোন জন ? কাম যেন কাদাখোঁচা কাদা ভালবাসে ; প্রেম সে কপোত যেন উড়য়ে আকাশে । কাম যেন কুঞ্জটিকা ধরাতে লোটায় ; প্রেম যেন স্তর্যরশ্মি জলদের গায় । কাম বরিসার গঙ্গা, ডুব, কাদা লাগে ; প্রেমের পরশে প্ৰাণে নব পুণা জাগে । কাম শেন কারাবাস, ঘোর অধীনতা, প্রেমেতে স্বাধীন করে, বাড়ায় উচ্চ তা । কাম গিল টা সোণা, পাই দোকানে দোকানে, প্রেমের হীরক মিলে তই এক স্থানে । প্রচণ্ড গোয়ার কাম বলেতে নিভর ; বলের নামেতে প্রেম শরমে কা ও র । কাম মূপে স্বৰ্গ দিয়ে ডুবায় নিরয়ে ; নিরয়ে পাইলে প্রেম স্বগে লয় বয়ে । কামেতে স্বাতন্ত্রা রাখে,"ভোক্তা আর ভোগা ; প্রেমে দুটী এক হয় যেটি যার যোগ্য । নৈকটো জাগয়ে কাম, ভোলে নেত্র-আড়ে, দূরত্ব না মানে প্রেম, বিচ্ছেদে সে বাড়ে । কাম চায় বক্তজনা, হেলে পুরাতন ; প্রেম লক্ষে এক চায়, সেচির-নুতন । শুভযোগে শুভলগ্নে চোখোচোখি ছয়, ছট প্রাণে একি সুর, দুট প্রাণে লয় । উভে পশে এক হয় যুগল মুরতি ; কি জানে তাঙ্গার তত্ত্ব কাম স্থল-মতি ? হণয ! কি ৰিচিত্র প্রেম । প্রেমের প্রভাবে একের শকতি যায় অন্সের স্বভাবে । শকতি শকতি মিলে লাগয়ে জোয়ার, নদ নদী উভে মিলে হয় যে প্রকার । এক হতে অন্তে লও, উভে শক্তি-হীন, ভাটার সরিৎ যথা তটাস্তে বিলীন !