পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম ও ৯ম সংখ্যা । ] দুটা জাখি সদা যদি ফুটে থাকে পাশে, জগৎ সংসারে প্রেম ভুলে অনায়াসে । সে দুট বিরূপ হলে ভূবন তাধার, লক্ষ কোটা নর নারী ধূলি স্তু পাকার! কাম রমণীরে দেখে পুষ্পের আঘ্ৰাণ, বাসি হলে ফেলে দেও, অন্তে পাড় টান ; কাম দুষ্ট মুখে মিষ্ট নারীকে ভূলায়ে, বিষম পঙ্কিল দে আগেগে ডুবায়ে ; মাঝে মাঝে যায় তথা, সে নষ্ঠে তুলিতে, অলি যথা দায় ফুলে সুপ টুকু নিত। নিজ মুখ চায় কাম, অষ্ঠ-সুখ প্রেম, কাম দেখে ভোগ মাত্র, প্রেম দেখে ক্ষেম । প্রেম রমণারে পুজে ; তাহার সম্মান রাখিবারে দিতে পারে দেহ মন প্রাণ ; লঘুচিস্তু নহে প্রেম ; তার সন্নিধানে, শত সাধু চিন্তা জাগে সে জনার ধানে। মুপর্ণ নারা পুরুষের কুচকে দলিয়া, প্রেম বলি কামে পূজে পদয়ে স্থাপিয়া ; অপার সে চাটুবাদে হয় আত্মহারা, কামে ভূবে, নাহি দেখে প্রেমের কিনারা ; শেষেতে নখন জাগে, কাদে রাত্ৰিদিনে, জোয়ারের মড়া যেন ভাটার পুলনে ! সাধুচিত্তা নারী প্রেমে পারেগে চিনিতে, আপনাকে দেয় তাই অপরে জিনিতে ; আপন হারায়ে উভে পরম্পরে পায়, দাসত্বে মহত্ব,শুধু দেখিগে হেথায় ! কাম ভাঙ্গে, প্রেম গড়ে গুহ পরিবার, প্রেমে প্রেমে প্রেম জাগে মিষ্ট ত্রিসংসার । হৃদয় পবিত্র হয়, আত্মার নয়ন খুলে যায়, দেখা দেয় ধৰ্ম্ম সনাতন ! তাই বলি কামে প্রেমে বহু ব্যবধান, কাম এই স্থল সৃষ্টি, প্রেম ভগবান! প্রবাসী ৩৫৭ “বঙ্গভাষা S সাহিত্য” | 離 দ্বিতীয়সংস্করণে এই উংকৃষ্ট গ্রন্থখানির বাহসৌন্দর্য যেরূপ বৃদ্ধি পাইয়াছে, লিখিত বিষয়েও তদ্রুপ অনেক উৎকর্ষ সাধিত হইয়াছে । - এই পুস্তকপানিকে আমরা বাঙ্গালী জাতির একটি গৌরবের বস্ব বলিয়া মনে করি । ইহা প্রকাশিত হইবার পূৰ্ব্বে আমরা জানিতাম না যে বাঙ্গালী ভাষা ও সাহিত্য কত পুরাতন ও ঐশ্বর্যশালী। ইহা পড়িয়া আমরা যে কেবল জ্ঞানলাভ করিয়াছি, তাঙ্গ নষ্ঠে ; সঙ্গে সঙ্গে বিশুদ্ধ আনন্দও উপভোগ করিয়াছি । যে বাঙ্গালা পুস্তকালয়ে ইহা নাই, তাঙ্গ অঙ্গহীন ; যে শিক্ষিত বাঙ্গালী ইহা পড়েন নাই, অবিলম্বে তাঙ্গার ইহা পড়া উচিত। কেহ যেন মনে না করেন যে আমরা পুস্তকথানিকে নিখুত বলিতেছি। হঠাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দোণ আছে, কিন্তু গুণের তুলনায় সেগুলি ধর্তব্য নহে । আমরা পুস্তকখানির সমালোচনা করিতে অক্ষম । কারণ, যে সকল গ্রন্থ পাঠ করিয়া দীনেশ বাবু ইত লিথিয়াছেন, তাহার অধিকাংশই আমাদের দৃষ্টিগোচর হয় নাই। ভবিষ্যতে পুস্তক পানির অধিকতর বিস্তুত পরিচয় দিবার ইচ্ছা রহিল। নুতন সংস্করণে কতকগুলি সুন্দর চিত্র সংযোজিত চফ্টয়াছে। যথা- কয়েকটি পালা অক্ষরের নমুন। । ১) বঙ্গীয় বর্ণমালার ক্রমবিকাশ । (৩) সেনরাজগণের লিপিনদর্শন । (৪) দক্ষিণ রায়ের প্রতিমূৰ্ত্তি । (৫) চ গুদাদের ভিটা ( উত্তরপূৰ্ব্ব দৃপ্ত )। (৬) চণ্ডীদাসের ভিটা ( দক্ষিণ-পূৰ্ব্ব দৃপ্ত )। (৭) বাশুলী দেবা । (৮) বাশুলী মন্দির । (৯) চৈতন্য প্রভূ ও পারিষদবুন্দ। (১) কবি জগদানন্দের হস্তাক্ষরের নিদর্শন । (১১) ১০৬৮ সনের একখানি প্রাচীন চৈতন্যভাগবত পুথির মলাটস্থ সংকীৰ্ত্তনের তৈলচিত্রের প্রতিলিপি । (১২) উদ্ধারণ দত্তের প্রতিমূৰ্ত্তি। (১৩। হরিলীলার অন্যতম কবি আনন্দ, ময়ার বংশোদ্ভব ত্রিপুরাসুন্দরা দেবী কর্তৃক ৭ • বংসর

  • বঙ্গভাষা ও সাহিত্য । (ইংরেজ প্রভাবের পূর্ব পর্য্যন্ত)। প্রদীনেশ চন্দ্র সেন, বি, এ, প্রণীত। দিতীয় সংস্করণ। পরিশোধিত ও পরিলদ্ধিত। প্রকাশক-সংস্কাল এও কোম্পানি, কলিকান্ত। মূলা

চারি টাকা । বিশেষ সংস্করণ দশ টাক ।