পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবালী প্রথম ভাগ । জ্যৈষ্ঠ, ১৩০৮। | ২য় সংখ্যা নুতন অতিথি। ১লা বৈশাখ লিখিত । স্বপ্ন মোতে আঁখি মেলি দেখিলু চাচিয়া ক্ষীণ জোংমা মোরই গৃহে মুরছি পড়িয়া পূৰ্ব্ব বাতায়ন পথে ; ভ্রান্ত সমীরণ মৰ্ম্মরিয়া তরুপত্ৰ চকিত-চরণ সন্ধস্ত আৰ্ত্তের মত প্রবেশিল ঘরে ; একটা বিহগ কোথা ডাকিল মুস্বরে ;– মনে হ’ল এই গান, সমীর পরশ, এই শ্রান্ত চন্দ্রালোক স্বপন-বিবশ বিরচিয়া দিল কা’র মনস্ত শয়ন অতল আকুল শূন্তে ; শত পুরাতন মুখ দুঃখ স্মৃতি সহ জাগিল মানসে, কি সঞ্চয় করিলাম আরেক বরষে ?— চমকি হেরিনু শুধু নূতন অতিথি দাড়ায়ে উসার সাথে, মুখে ভাসে প্রীতি । সন্ন্যাসী । প্রথম পরিচ্ছেদ । <েলক্ষণ জুড়িয়া হুলস্থল পড়িয়া গিয়াছিল! হাবড়া হইতে পেশাওয়র পর্য্যন্ত যে রাজপথ চলিয়া গিয়াছে ধার ইই ধারে বিশাল অশ্বর্থের সারি। প্রান্ত পথিক সেই বিবিধান করে। এক দিন প্রতে চলে দেখা গেল প্রায় বিশ ক্রোশ জুড়িয়া পথের দুই ধারে অশ্বখ গাছে একটা করিয়া কৰ্দমের ছাপ, তাহার উপর সিম্পূরচিঙ্গ । কতকগুলা বালক গরু চরাষ্টতে গিয়া প্রথম দেখিল । তাহারা গিয়া গ্রামে বলিল । সংবাদ পাইয়া চৌকিদার দেখিতে গেল। কর্দমপিগু ও সিন্দুরবিন্দু অনেক ক্ষণ ঠাহরিয়া দেখিল । কোথায় চিহ্ন আরম্ভ হইয়াছে বলা যায় না, কোথায় শেষ হইয়াছে দেখিতে পাওয়া যায় না । চৌকিদার বরাবর থানায় গিয়া রিপোর্ট করিল। থানাদার রোজনামচায় যথাবিধি দাপিল করিয়া তহকিকাতে গমন করিলেন । গিয়া দেখিলেন, ব্যাপার গুরুতর বটে । একে অশ্বথ গাছ, তাহাতে কাদা, তাহার উপর আবার সিম্পূর । ভারতব্যাপী রাজপথে বোধ হয় সীমা হইতে সীমাস্তুর পর্য্যস্ত দিয়াছে । থানাদার খাঁ সাহেব কাচাপাকা দাড়িতে গবেষণা পুর্ণ হস্তসঞ্চালন করিতে করিতে ফিরিলেন । ডেপুটীর নিকট রিপোর্ট পড়ছিল। তিনি জেলার হাকিম মাজিষ্ট্রেট সাহেবকে জানাইলেন। তাছা হইতে কমিশনর, তাহার পর প্রাদেশিক গবমেণ্ট, ভারত গবমেণ্ট, ও ইংলণ্ডে ভারত সচিব জানিলেন। শাসনের বন্দোবস্ত এমনি চমৎকার! রাপাল বালকেরা কিন্তু কোন পুরস্কার পাইল না । সিপাহী বিদ্রোতের পূৰ্ব্বে সেই যে চাপাতী রুট বিলি হইয়াছিল, সেই সময় একবার গবর্মেণ্ট অতর্কিত ছিলেন । কিন্তু আর সেরূপ শৈথিল্যের কোন রূপ সম্ভাবনা ছিল না । هم مهر - عمر را در - , , தி- « بسم و انسجم یا ماکام ما و سمبگ) זה יזלזלי ורמזג ח) ;