পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○、b" সুমধুর রসে ভর পূর বঙ্গ, যেন যৌবনের পুর -- নারীপ্রেম কি গো সার জীবনসাধন ? আর গাক্তিয়ে না,-প্রেম গাহিয়ে না ! কৰ্ম্ম ডাকে প্রাণদ্বারে ।--প্রেম গাড়িয়ে না, আর গাড়িয়ে না ! -- ছায়া-ছায়া, মায়াময় পুরে প্রেমস্বপ্নে কি হইবে ঘুরে ? মুক্ত ক্ষেত্রে মঙ্গল্পের জাগাও চেতন । --আর গাঠিয়ে না - আর গাষ্টিয়ে না । ফিরে বাধ বাণী, কবি । আর গাঠিয়ো না, —প্রেম গাঠিয়ে না ! দীপ্ত দিবা,--শুভ ভবিষ্যৎ, দুগু মন্দ্রে চেতাও জগৎ ! - কোমল প্রণয়-তান আর তুলিয়ে না । আর গাঠিয়ে না, প্রেম গাঙ্কিয়ো না । কবিতা-সুন্দরী । কত দিনে পাব তোরে হৃদয় মাঝারে কৰিতা, কল্পনা-লক্ষি । পুর্ণ বিভাভরে আলোকিয়া পুলকিয়া সমস্ত অস্তুর পাতিবে আসন থানি । উজ্জ্বল সুন্দর যাঙ্গ কিছু জগতের হইবে বিলয় তোমার মাধুরী মাঝে । ধ্যান , তন্ময়, হেfরব বিশ্বে আছ তুমি শুধু, আর তোমারি প্রতিভ-দীপ্তি কবিত্ব-সম্ভার । এবে শুধু ঘুরে মরি বৃথা অন্বেষণে, চমকিয়া উঠি কন্তু বিরলে বিজনে যেন তব ছায়া হেরি' বাতুলের প্রায় ; কন্তু শুনি তব বীণা নীরব সন্ধ্যায় বিবিটি খাম্বাজ তান করে আলাপন ; কন্তু তব নৃপুরের মধুর নিকণ, বহে মানে মুরভিত বসন্তু মলয় প্রসন্ন শ্রৰণে,- যবে শুভ্র জ্যোৎস্নায় ১ম ভাগ স্নাত করি দেহখানি প্রশাস্ত শয়নে, আরাম লড়ি গো মুখে মুক্ত বাতায়নে, অৰ্দ্ধ নিমজ্জিত রাতে ; তঙ্গালীন অধি কর পথ চেয়ে দেখে চমকি চমকি ; তোমার ললিত গান শরৎ-উষায়, শুনি কল্প কম্প প্রাণে পুলক প্রভায় । মনে হয় তুমি যেন মিশায়ে আকাশে ফিরিতেছ মোর পিছে, অতি পাশে পাশে,— উপত্যক, অধি তাকা, পৰ্ব্বতগুহায়, শ্যামল বনের মাঝে, পল্লবপ্র ছায়, উত্তালতরঙ্গক্ষুব্ধ সমুদ্রসৈকতে, শিবা-কণ্ঠ-মুখরিত শ্মশানে, নিশীথে, প্রেমিকার মঞ্জ, কুঞ্জে, নিভৃত বিতানে, কলঙ্গন তটিনীর শীতল পুলিনে; বিশ্বের প্রত্যেক দ্বারে ;–প্রতি পথে পথে, যেখানে যাইগো আমি তোম।” অন্বেষিতে, যেন তব কণ্ঠস্বর—মধুময়ী বাণী আমারে বলিয়া দেয় কোথা, কত থানি মাধুরী লুকায়ে আছে - তোমার আভাস । নাই জানি কবে হবে পূর্ণ পরকাশ ! আর করিওন ছল চাতুরী স্বজন, হে প্রেয়লি ! এস বক্ষে মুছাও নয়ন। এত প্লেম, এত পূজা ঠেলন চরণে ; শ্রান্ত ক্লান্ত দেহ খানি তব অম্বেষণে ; আশাহত ভগ্ন হৃদি লয়ে আঁখি-ধার, চলেছে অস্তিম শষ্যা করিতে বিস্তার। শ্ৰীতারাপ্রসন্ন ঘোষ । তমাল । কার সে বঁাশরী-রবে প্রেম-বৃন্দাবনে উষার কণকভূষা ধরি চারু শিরে জাগিলে প্রথম তুমি বিপুল ভুবনে হে তমাল স্বচ্ছ শু্যাম কালি দীর তীরে ? কার সে বিরস্থতপ্ত দীন জাখিজলে