পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবালী প্রথম ভাগ । Tद्धाङ्गो खु ॐeijी 8 डेद्विनश भरमा श्रार्थका कि १ डेटान छेडरन হয় ত পাঠক মোটামুটিভাবে বলিবেন,—উভয়ই সৃষ্টির সঞ্জীব পদার্থ, ৭ে ঠিসাবে প্রাণী সজীব, উদ্ভিদ ও প্রায় সেই হিসাবে সজীব,--পাৰ্থকাট কেবল গুঠিাদের শারীরিক (?) ও জীবনধারণের উপায়ে সীমাবদ্ধ। কথাটা ঠিক বটে,-ক্রম বৃদ্ধি, পুরুষানুক্রমি তা ও অপতোংপাদন প্রভৃতি যে সকল গুণ প্রাণীর প্রধান ধৰ্ম্ম, তাতা উ স্কুদে ও বর্তমান । উদ্ভিদ তাঙ্গার পত্রদ্বারা সহস্রাধে আচার্য সংগঠ করে, ভূপৃষ্ঠা প্রোথিত মূলদ্বারা জলপান করে, অপতোংপাদনের জন্য তাহারও স্ত্রী পুং ভেদ আছে, এবং বঃশরক্ষা ও বংশ বিস্তারের জন্য প্রাণিগণকে যে প্রকার সচেষ্ট দেখা যায়, চৈতন্তহীন উদ্ভিদেও সে চেষ্টার অভাব দেখা যায় না । সুতরাং পার্থক্যের মধ্যে এই যে চলচ্ছক্তিসম্পন্ন প্রাণী, শারীরিক যন্ত্রা দর সাহায্যে তাছার জৈব কর্তৃবা গে প্রথায় সম্পন্ন করে, স্থাণু উদ্ভিদ অবস্থাবিশেষে কখন তাচার দেহের বিশেষ বিশেষ অংশদ্বারা, কখনও বা বাহ প্রকৃতির সাহায্যে সেই সকল কার্যা সুসম্পন্ন করিয়া থাকে । এই ত গেল স্থল পার্থক্যের কথা। কিন্তু এতদ্ব্যতীত আরও কতকগুলি পার্থক্য আছে, ঘাত হঠাৎ আমাদের চোখে পড়ে না,—অথচ সেইগুলিই প্রাণী ও উদ্ভিদের স্পষ্ট বিশেষত্বজ্ঞাপক । আমরা বর্তমান প্রবন্ধে প্রাণী ও উদ্ভিদের সেই সকল পার্থক্য ব্যাপারের মধ্যে ইহাদের আহাৰ্য্য ও তদানুষঙ্গিক পার্থক্যের বিষয় আলোচনা করিব। | ফাস্তুন ও চৈত্র, ১৩০৮ | ১১শ ও ১২শ সংখ্যা। به بیا ---- سدس میب، یه. প্রথমে দেপা যা’ক, ষ্টকাদের আগৰ্যোর পার্থক্যটা কি । জীবতত্ত্ববিদকে এসগন্ধে প্রশ্ন করিলে তিনি বলিবেন—এ বিষয়ে উভয়ের সম্বন্ধ ঠিক বিপরীত ; উদ্ভিদ স্বাবলম্বী ও উৎপাদক, প্রাণী পর জীবী ও সংস্কারক । আমরাও স্থল দৃষ্টিতে এই উক্তির সত্যতার কতকটা আভাস পাই,-উদ্ভিদভোজী প্রানিগণের উদ্ভিদ গুস্ত প্রাণস্বরূপ, মাংসাশী প্রাণীদেরও আঙ্কার্য্যব্যাপার উদ্ভিদের উপর নির্ভর করে । কারণ যে সকল দুৰ্ব্বল প্রাণীর মাসে তাঙ্গার জীবন রক্ষা করে, তন্মধ্যে অনেকেই উদ্ভিদভোজী, কাজেই তাহাদের অস্থিমাংসমজ্জা সপ লক্ট উদ্ভুিজসারে গঠিত । কিন্তু শরীর পোষণের জন্য উদ্ভিদসকল কোন প্রাণীরই সাহায্য গ্রহণ করে না ; প্রথমে সহস্ৰ সহস্ৰ পত্রদ্বারা তাঙ্গর বায়ুমিশ্রিত প্রচুর অঙ্গারক বাষ্প শোষণ করিয়া লয়, এবং পরে তাহা হইতেই সুৰ্গকিরণ সাহায্যে তাহাদের শরীরপোষণোপযোগী প্রধান পাদ্য অঙ্গার সংগ্রহ করে । এটা উদ্ভিদ ও প্রাণীর পরস্পর সম্বন্ধের একটা মোটামুটি কথা,--জীবরাজ্যের এই দুই জাতির প্রকৃত সম্বন্ধটা ভাল করিয়া বুঝিতে হইলে, বিষয়টার একটু বিশ্বত আলোচনী আবগুক । সংসারের অতি তুচ্ছ সামগ্রী একখণ্ড শুষ্ক তৃণ লইয় প্রথমে পরীক্ষা করিয়া দেখা যাউক । বিজ্ঞানবিদগণ পরীক্ষা করিয়া দেখিয়াছেন, উদ্ভিদদেহমাত্রেই প্রচুর পরি মাণে হাইড্রোজেন ও অঙ্গার মুক্তাবস্থায় বিদ্যমান থাকে, সুতরাং আমাদের উল্লিখিত শুষ্ক তৃণখণ্ডে ঐ উভয় পদার্থই যে পৰ্য্যাপ্ত পরিমাণে বর্তমান আছে,তাহ অসঙ্কোচে স্বীকার