পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৫১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪১৮ সেথ সলিম চিশতির দর্গার চাদোয়ার স্তম্ভে ঝিনুকের কাজ। প্রবাসী [ ১ম ভাগ । ভগ্নাবশেষ । ইহারই নিকটে সরাইয়ের ভগ্নাবশেষ। দেশ দেশান্তর হইতে বাণিজাৰাবগামী লোক এখানে আসিয়া ষ্ট, শ্রয় পাহঁত ! আজি সকলক শ্ৰীষ্টীন অবস্থায় পড়িয়াছে । অ গুঃপূর হইতে তাতী পুল পর্মস্থ অস্তঃপুরমহিলাদের জন্য একটি সে পথ ছিল ; তাঙ্গার ভিতর হইতে র্তাহারা বিক্রয়ার্থ জিনি সাদি দেখিতে পাইতেন । এথম গুইতে কিছু দূর উত্তরে "তিরণ মিনার" । প্রবাদ আকবরসাঙ্কের প্রিয় হস্তীর গোরের উপর এই স্তম্ভ নিৰ্ম্মিত হয় ; তাহারই চিঙ্গস্বরূপ স্তম্ভের চতুৰ্দ্দিক হইতে হস্তিদস্থাকারে বহুসংখ্যক প্রস্তর দ গু বাচির হইয়াছে । আকবরসাত এই মিনারের উপর চাইতে শিকার খেলি (予演目 যোধবাচ্চ মঙ্গলের উত্তর পশ্চিম কোণে বিবি মরিয়মের প্রাসাদ । এষ্ট প্রাসাদে খ্ৰীষ্টধৰ্ম্মের নানা চিহ্ন আছে বলিয়৷ অনুমান হয় ইষ্ট আকবরসাঙ্গের খ্ৰীষ্টধৰ্ম্মাবলম্বিনী মহিষীর জু দ্য নিৰ্ম্মিত কইয়া থাকিবে । জন প্রবাদ ও ভুইলার সাহেলের মত এইরূপ । কিন্তু আইন আকবরি কিম্ব তৎসাময়িক কোন ও ইতিহাসে এরূপ কোন মহিমীর উল্লেখ নাই ! এই মহল “সনেরি মহল” নামে ও অখ্যাত, কেননা প্রধাদ আছে এই মহলের সর্বত্রই স্বর্ণীক্ষরে পারস্থ কবি ফরিদৃসির সাহনামায় বিবুত ঘটনাবলির অনেক চিত্র ও ফুজিরচিত পদ্যে শোভিত ছিল । তাহা ছাড়া আরও অন্তান্ত সুন্দর ধৰ্ম্মবিষয়ক ও অন্ত প্রকারের চিত্রেরও অভাব ছিল না । এই সকল চিত্র কোথায়ও ঔরঙ্গজেবের স্তায় গোড়া মুসলমানদের অতিমা এ ধম্মান্ধতার আঘাতে কোথাও বা সময়ের প্রভাবে লুপ্তপ্রায় হইয়াছে । বিবি মরিয়মের প্রাসাদের পূর্বদিকে “খাস মহল”। পাস মহলের মাঝে দৈর্ঘ্য প্রস্থে ২১০ এবং ১২০ ফুট একটি চত্বর : চত্বরের মাঝখানে একটি প্রশস্ত চৌবাচ্চা, চৌবাচ্চার মাঝ থানে খানিকটা বসিবার জায়গা; চৌবাচ্চার চারি পার হইতে প্রস্তর সেতুদ্বার সংলগ্ন। ইহারই দক্ষিণে “খোয়াব গা” । “খোয়াব গ৷” ত্রিতল অট্টালিক। প্রথম ও দ্বিতীয় তলে বিশেষ কিছুই নাই, প্রস্তরের স্তম্ভের উপর প্রস্তরের ছাদ, সব দিকেই বাতাস থেলিতে পারে। তৃতীয় _তলে একটা প্রকোষ্ঠ, প্রকোষ্ঠের চারিদিকে বারেঙ্গ ।