পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ማwጋ ਾਣੇ পন্থ যবে সে শ্রবণে همه. به ه, , ه . শুনিছে ঝরণা বারি করে ঝর কর হেরিছে নয়নে শুধু নিৰ্ম্মল সলিল । - অতি শ্রাতু অবশেষে হয় অগ্রসর পায় না প্রবেশ পথ। কণ্টকে পল্লবে পূর্ণ পথ, শুধু তার বাজিছে শ্রবণে ঝরণার ঝর ঝর ধ্বনি সুমধুর। হায়রে অভাগ যদি সহসা কখনো পায় হাতে স্নিগ্ধ বারি। তা’হলে তখন অসীম পুলকে পূর্ণ হবে না নয়ন ? { ক্রমশঃ । শ্ৰীসরোজকুমারী দেবী। চিত্রপরিচয় । ত্রযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের ‘দীপান্বিতা চিত্র অতি সুন্দর ও নানা ভাবোদ্দীপক হইয়াছে। অয়ি ভারতের মাতৃদেবীগণ, কবে তোমরা অমাবস্তার অন্ধকারের মত অজ্ঞানতা, ভীরতা ও স্বার্থাদ্ধতার অন্ধকারও দূর করিবে ? স্বগীয় ব্রহ্মবান্ধব উপাধ্যায় মহাশয় তেজস্বী পুরুষ ছিলেন। তাঙ্গর সম্বন্ধে নানা জনে নানা কথা বলিত, তাহার লিখনভঙ্গী ও কার্য্য-প্রণালী অনেকের অনুমোদিত ছিল না । কিন্তু এখন সে সকলের বিচার করিবার সময় নয় । তাহার আকপট দেশপ্রীতি, নিঃস্বার্থ দেশসেবা, গভীর পাণ্ডিত্য, অদমা প্রবাসী । [ १भ खीं । দেশের জন্ত সন্ন্যাসব্রত ধারণ ও পালন,–এই সকল যথাশক্তি সকলেরই অনুকরণীয়।

-mem&

পালেমেণ্টের সভ্য মিঃ কেয়ার হার্ড বিলাতে এক মজুরপরিবারে জন্মগ্রহণ করেন । তিনি নিজেও শৈশবে কয়লার । খাদে কুলিগিরি করিতেন। তাহার পরেও মজুরী করিয়াছেন। তিনি পালেমেণ্টে মজুরদেরই প্রতিনিধি। এখানে আমাদের দেশের রাজা মহারাজারা ত তাহার সম্বৰ্দ্ধন করিতেছেন, বড়লাটও তাহাকে আদরের সহিত গ্রহণ করিয়াছেন। আমাদের দেশের লোক এই কথাটি ভাল করিয়া বুঝুন যে, বিলাতের লোকেরা যে এত শক্তিশালী তাহার কারণ এই যে, সেখানকার নিম্নতম শ্রেণীর প্রজাদের কাছে জ্ঞানের ও শক্তির দ্বার ক্রমশঃ বিস্তৃততর ভাবে উন্মুক্ত হইতেছে। আমাদের দেশেরও চাষ ও মজুরদিগকে আমরা উন্নত করিয়া না তুলিলে আমাদের জাতি শক্তিশালী হইবে না । কোনও বিদেশী সত্যসত্যই আমাদের পক্ষ অবলম্বন করিলে আমরা সাদরে তাহার সাহায্য লইতে পারি ; কিন্তু মনে রাখিতে হইবে যে, কোনও বিদেশী বা বিদেশর দল আমাদিগকে বড় করিতে পারিবে না। উন্নতির পথ উদ্ধাভিমুখ ও কণ্টকাকীর্ণ। এই পথে আমাদিগকেই ভগবানে বিশ্বাস রাখিয়া স্বশক্তিতে চলিতে হইবে। ৬১,৬২নং বৌবাজার ষ্ট্রীট, কুন্তলীন প্রেস হইতে শ্ৰীপূৰ্ণচন্দ্ৰ দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত