পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b-bー এখান হষ্টতে লইয়া যাই। তাহার প্রত্যুত্তরে সীতাদেবী কহিয়াছিলেন – ভৰ্ত্ত ভক্তিং পুরস্কৃত রামাদস্যস্ত বানর। নাহং প্লষ্টং স্বতে গাত্রমিচ্ছেয়ং বানরোত্তম ।

  1. 邸 చ; 景

যদি রামে দশগ্ৰীবমিষ্ঠ হত্ব স রাক্ষসম্। মামিতে। গুহ গচ্ছেত তৎতস্ত সদৃশং ভবেৎ ॥ বহু বিপৎসমাকুল শত্রপুরীতে যদি হঠাৎ উদ্ধারের এমন সুযোগ উপস্থিত হইল, তথাপি কেবল সতীত্ব-মৰ্য্যাদা রক্ষা করিবার জন্য অকাতরে তাহা ত্যাগ করিতে কতটা হৃদয়বলের ও সাহসিকতার প্রয়োজন তাহ বলিয়া ব্যাখ্যা করিবার আবশ্যক নাই। আর্ষ রামায়ণের সম্পূর্ণ সীতাচরিত্রের প্রতি দৃষ্টি করিলে আমরা ইহাই বুঝিতে পারি যে, তিনি পরমজ্ঞানপতী পরম বীৰ্য্যবর্তী, দয়াদীন দাক্ষিণ্যাদিগুণমণ্ডিত সত্যশিরোমণি আদর্শ আয্যরমণ । এত গুণের সমাবেশ আছে বলিয়াই চিরদিন তিনি ভারতললনার শীর্ষস্থান অধিকার পুৰ্ব্বক কত সহস্ৰ বৎসর যাবৎ জগজ্জনের হৃদয় অধিকার করিয়া রহিয়াছেন । বাল্মীকির এই অপুৰ্ব্ব স্বষ্টি, আর্ষ রামায়ণের এই “সিংহিনী” ও “রাজহংসা" মধুসূদনের হস্তে “ভেকা” ও “কপোতাতে” পরিণত হইয়াছেন। অপুৰ্ব্ব তেজোময়ী ক্ষত্রিয়ললনা, মধুসূদনের হস্তে উনবিংশ শতাব্দীর ভীরু বাঙ্গালারমণ হইয়া দেখা দিয়াছেন। যুদ্ধের নামে ও যুদ্ধদৰ্শনে যাহার অপার উৎসাহ ও আনন্দ তিনি মধুসূদনের কাব্যে কোদণ্ডটঙ্কার শুনিয়া মূৰ্চ্ছ। যাইতেছেন, যুদ্ধ হইবে শুনিয়া কাদিয়া আকুল হইতেছেন। উদাহরণ দেখুন — (১) "চালাইল রথ রথী। কালসপ মুখে কাদে বথ "ভেকা" আমি কাদিশু মুভগে বৃথা ! * 啟 来 球队 岑 3k 球 岑 球队 প্রভঞ্জনবলে ত্রস্ত তরুকুল যবে পড়ে মড় মড়ে কে পায় শুনিতে যদি কুহরে "কপোতী" ? (২) “তুমুল রণ বাজিল কাননে। সভয়ে পশিমু আমি কুটার মাঝারে । কোদণ্ড টঙ্কারে সখি কত যে কাদিকু কব করে ? মুদি আঁখি কৃতাঞ্জলি পুটে ডাকিন্তু দেবতাকুলে রক্ষিতে রাঘলে । আৰ্ত্তনাদ সিংহনাদ উঠিল গগনে। অজ্ঞান হইয়৷ আমি পড়িমু ভূতলে ।” প্রবাসী با این همه ماهه به ای که به یاد ع [ ৭ম ভাগ । আর্য রামায়ণের সীতা ক্রামচন্ত্রের বীরত্বের প্রতি সলেই শালিনী ছিলেন না, রামের জন্ত র্তাহাকে ঠাকুর দেবতাকে মানত করিতে হইত না । তিনি পতির বীৰ্য্যে বিশ্বাসবতী ছিলেন বলিয়াই রাবণকে সদৰ্পে কহিয়াছিলেন – য এতে রক্ষসী—প্রোক্ত ঘোররাপা মহাবলীঃ । রাঘবে নির্বিষীঃ সর্বে সুপর্ণে পন্বগা ইব ॥ 球 3k 率 ః 3k অসুরৈর্ব মুরৈর্বত্বং যষ্ঠথধ্যোসি রাবণ । উৎপাদ্য সুমহৎ বৈরং জীবংস্তস্ত ন মোক্ষাসে । মাইকেলের সীতা বাঙ্গালারমণীর দ্যয় সিন্নি দিতে বিশেষ পটু। যাক, এখন আরও দু’একটা উদাহরণ দিতেছি— (৩) এতেক কহিয়া সখি গৰ্জিলা শূরেন্দ্র। অচেতন হ’য়ে আমি পড়িমু স্তন্দনে । (৪) বাজিল তুমুল যুদ্ধ গগনে সুন্দরি, কপিল বসুধা, দেশ পূরিল আরাধে । অচেতন হুৈকু পুনঃ । ইনিহ কি সেই সীতাদেবী যাহার গুণগরিমায় মুগ্ধ হইয়া জগদবাসী চিরদিন ধরিয়া তাহার পদানত হইয় রহিয়াছে ? ইনিই কি সেই মহিমময়ী আয্যরমণ যিনি চিরকালের জন্ত ভারতললনার আদর্শীভূত হইয়া রহিয়াছেন ? যাহার অভূতপূৰ্ব্ব অলৌকিক সতীত্বের কাছে স্বয়ং কাল পরাভূত হইয়াছে ? মাইকেলের এই ক্ৰন্দনপটু কথায় কথায় নষ্টচেতনা সীতা আদৌ ক্ষত্ৰিয়রমণ নহেন, বাঙ্গালীর গৃহবধু। মাইকেলের হস্তে সীতাচরিত্রের এইরূপে বিষম অবনতি ঘটিয়াছে । যোগীন্দ্র বাবু আক্ষেপের সহিত কহিয়াছেন যে, মেঘনাদবধের চতুর্থসর্গ সাধারণ পাঠকের কাছে প্রায়ই অনাদৃত হয়। হয় সত্যই, তাহার কারণ এই যে সীতাদেবীতে যে গুণ দেখিতে ইচ্ছা হয় তাহা তাহারা পায় না। মধুসূদনের সীতাচরিত্রে আর্ষ রামায়ণের সীতাচরিত্রের মহত্ব ও গৌরব নষ্ট হইয়াছে, তাই তাহার সে আকর্ষণীশক্তি নাই। কিরণোদ্ভাসিত বৈকুৰ্য্যমণি ছাড়িয়া লোকে কাচের প্রতি আকৃষ্ট হইবে কেন ? অনন্তসুখদায়িনী চন্দ্রিক ত্যাগ করিয়া তারকার ক্ষীণ-জ্যোতির প্রতি লোকে আকৃষ্ট হইবে কেন ? ঐজিতেন্দ্রলাল বস্ব, এম এ, বি এল।