পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( o R লতাবিতানে ললিতমধুরে গাহিতে লাগিল--তখন অভাগিনী নাদির বামুর শেষ ক্ষীণ কণ্ঠস্বর সেই স্বরলহরী মধ্যে মিলাইয়া গেল ! হতভাগা দারা বাস্পনিরুদ্ধ কণ্ঠে কহিলেন, "এক আজি আমি এক ? তিনি রাজপরিচ্ছদ ছিন্ন ফরিলেন, রাজ মুকুট ভূমিতলে নিক্ষেপ করিলেন । সুলতানার শ্মশানে কয়েকদিন মাত্র অতিবাহিত করিতে না করিতেই দারা সংবাদ পাইলেন,যে ঔরঙ্গজেবের সৈন্তগণ তাহাকে ধরিতে আসিতেছে । ব্যাঘ্র যেমন মৃগের পশ্চাতে ধাবমান হয়,তাহারাও সেক্টরূপে দারার অনুসরণ করিতেছিল। জিহন থার নিকট বিদায় লষ্টয়া দারা পলায়ন করিলেন । কিয়দ্র অগ্রসর হইয়াই দেখিলেন যে জিহন অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া তাহার পশ্চাতে আসিতেছে । সরলমতি দারা আপনার অশ্ব ফিরাইলেন ; মনে করিলেন জিহনের অযাচিত অনুগ্রহের জন্ত তাহাকে ধন্যবাদ দিবেন। কৃতঘ্ন জিহন থ সহস্ৰ অশ্বারোহী সৈন্ত সমভিব্যাহারে আসিয়া নিশ্চিন্ত দারাকে বধিয়া ফেলিল! দারা ঘৃণাভরে কহিলেন—“দস্থ্য এই জন্তই কি আমি তোমাকে দুইবার পিতার ক্রোধ হইতে রক্ষণ করিয়াছিলাম ; যখন মত্ত মাতঙ্গ তোমার উপর দণ্ডায়মান থাকিয়া পিতার আদেশ অপেক্ষা করিতেছিল, আমি কি এই জন্তই সে সময় তোমার জীবন রক্ষা করিয়াছিলাম ? ধৰ্ম্ম আছেন ইহার ফল তোমাকে ভুগিতেই হইবে ।” বন্দীকৃত দারা পুত্রসহ মলিনবেশে দরিদ্রের দ্যায় দিল্লির রাজপথে আনীত হইলেন। যে তাহাকে দেখিল সেই অশ্রু বিসর্জন করিতে করিতে ঔরঙ্গজেবের শিরে অভিসম্পাত বর্ষণ করিতে লাগিল । কৃতঘ্ন নরকুলকলঙ্ক জিহন ঔরঙ্গজেবের নিকট বখশিস লাভের জন্ত আগমন করিল ! ঔরঙ্গজেব তাহাকে উচ্চ রাজসন্মানে ভূষিত করিলেন। কিন্তু বিধাতার দণ্ড জিহনকে ক্ষমা করিল না—বিশ্বাসহস্তাকে দেবতা কোন দিন মার্জন করেন না । ক্ষিপ্ত নাগরিকগণ জিহনের পশ্চাতে অভিসম্পাতের মত ফিরিতে লাগিল । জিহন প্রাণভয়ে স্বরাজ্যে প্রস্থান করিল। কিন্তু পথিমধ্যেই তাহার প্রায়শ্চিত্ত হইয়া গেল—শতছিন্ন পাপ দেহ ভূমিতলে পড়িয়া রহিল! কিছুকাল পর বন্দী শাজেহান দ্বারার মৃত্যু সংবাদ শুনিয়া একান্ত মৰ্ম্মাহত হইলেন। - প্রবাসী । গগন লোহিত রাগে রতি হইয়া উঠিল—মখন বিহঙ্গমকুল [ ৭ম ভাগ । SAASAASAASAASAASAASAAAS ঔরঙ্গজেব তাহার কোন প্রতিদ্বন্দীকেই সুস্থির থাকিতে দেন নাই। পুত্র মহম্মদ পর্যন্ত কারাগারে আবদ্ধ থাকিয়া শেষে মরণে শান্তিলাভ করিয়াছিল ! সুজার সহিত ঔরঙ্গজেবের যুদ্ধ বাধিয়াছিল। সুজা পরাজিত হইলেন। তিনি তখন শক্তি সঞ্চয়ের জন্ত পূৰ্ব্বপরিচিত বঙ্গদেশে আগমন করিলেন। মোগল সেনাপতি মিরজুমলা মুজার পশ্চাতে পশ্চাতে ফিরিতেছিলেন। সুজা ব্ৰহ্মপুত্র অতিক্রম করিয়া রাঙ্গামাটর শৈলশ্রেণীর মধ্যে আশ্রয় লইলেন এবং কোন ক্রমে আরাকানে যাইয়া উপনীত হইলেন । আরাকানরাজ তাহাকে আশ্রয় প্রদান করিলেন । কিছুকাল গেল; আরাকানরাজ সুজার ধনরত্ন লাভেচ্ছায় তাহাকে নিহত করিবার বাসনা করিলেন । এইরূপ কুকৰ্ম্মের একটা কৈফিয়ৎ প্রয়োজন বিবেচনায় তিনি রটনা করিলেন যে সুজা আরাকানসিংহাসনের বিদ্রোহী। এদিকে আবার তিনি সুজার কন্সার পাণিপীড়নের ইচ্ছা প্রকাশ করিয়া সুজার নিকট সে সংবাদও প্রেরণ করিলেন । গৰ্ব্বিত সুজা দূতকে কছিলেন “তোমার রাজাকে বলিও, তৈমুরের বংশ অপমান সহ করে না ।” আরাকানপতি ক্রুদ্ধ হইলেন। র্তাহার সৈন্যগণ সুজাকৈ আক্রমণ করিয়া পরাজিত করিল। তাহার সহিত তখন ৪০ জন মাত্র শরীররক্ষীছিল । সুজা বর্ণীকৃত হইলেন। রাজার আদেশে মগগণ তাহাকে নদীগর্ভে নিমজ্জিত করিল। আরাকানকারাগারে পিয়ারে বামু আত্মহত্যা করিয়া নিস্কৃতি লাভ করিলেন! সুজার মৃত্যু সংবাদ শুনিয়া হতভাগ্য শাজে zț= gfgfffgffgff-“ Alas ! could not the Raja of Arracan leave one son to Suja to revenge his grand father l’s শরণাগত নিগ্রহে আরাকানের যে মহাপাপ হইল তাহার প্রায়শ্চিত্তকাল আসিতেও অধিকদিন লাগে নাই । ঔরঙ্গজেবের আদেশে মোগলবাহিনী মুজার মৃত্যুর প্রতিশোধ কামনায় + এবং আরাকাননৃপতি ও ফিরিঙ্গিদিগের

  • History of Hindustan–Dow.

f A generous regret for Suja, joinctl issue with an intention to the public benefit, in the mind of Aurungzeb. The cruelty exercised against 'the unfortunate Prince was not less an object of revenge, than the protection afforded to public robbers.-1bid.