পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qミや § কিন্তু পুই ডাটার মত সবুজ নহে। পাতা নাই বলা যাইতে পারে, ডাটায় লম্বা রেখা আছে। অনেক শাখা প্রশাখা হয়। শাদা ক্ষীর, আস্বাদে ঈষৎ অম। বৎসরে দুইবার ফুল হয়, একবার চৈত্র মাসে, আবার আশ্বিন মাসে । ফুল দেখিতে কতকটা আকন্দ ফুলের মত, প্রায় তার মতন বড়। এই লতা অর্কাদিবর্গের অন্তর্গত। ( বৈজ্ঞানিক লাটিন FIfF sarcostemma brevistigma, or Asclepias acida) কতকগুলি বৃক্ষের প্রধান প্রধান পর্যায়ের অর্থ দিবার চেষ্টা প্রবন্ধান্তরে করিবার ইচ্ছা আছে। ইতি— শ্ৰীযোগেশচন্দ্র রায় । কটক । প্রবাসী বাঙ্গালীর কথা । নিবেদন । তীর্থোপলক্ষে প্রয়াগে বিস্তর বাঙ্গালি ভদ্রলোক ও বাঙ্গালি সাধুসন্ন্যাসীর আগমন হয়। তাহাদের মধ্যে অনেকেই এ স্থানে সম্পূর্ণ অপরিচিত। মাড়য়ারি, মহারাষ্ট্রীয়, হিন্দুস্থানি প্রভৃতি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের অপরিচিত আগন্তুক ভদ্রলোক এবং সাধুসন্ন্যাসাদিগের সুবিধার জন্স এ স্থানে ভিন্ন ভিন্ন ধৰ্ম্মশালা, অতিথিশাল, অ্যাক্ষেত্র প্রভৃতি আছে কিন্তু বাঙ্গালীদিগের এরূপ কোন স্তান নাই যেখানে দুষ্ট দিন বাস করিতে পার যায় অথবা রেল হইতে নামিয়া অল্প সময়ের জন্য আশ্রয় লওয়া যায়। প্রয়াগে বাঙ্গালী যাত্রীর সংখ্যা অল্প নহে । উহাদের মধ্যে অনেকে পাণ্ডাদিগের পাল্লায় পড়িয়া সময় সময় বিস্তর কষ্ট পান। বিশেষতঃ উ হীদের মধ্যে যাহারা পরিবার ও বালকবালিকা সঙ্গে করিয়া আসেন তাহদের আরও বিপদে পড়িতে হয়। এলাহাবাদের বাঙ্গালী অধিবাসীর সংখা অল্প নহে । এইরূপ কাশী, লক্ষেী প্রভৃতি স্থানেও বিস্তর বাঙ্গালী আছেন। এই সকল প্রবাসী বাঙ্গালী ভদ্রলোকের কৰ্ত্তবা যে আমরা আমাদের স্বজাতীয় তীর্থযাত্রী ভদ্রলোক এবং সাধু সন্ন্যাসীদিগের এইরূপ অসুবিধা দূর করিবার জন্ত সচেষ্ট হই এবং উহাদের বাসের ও দুই এক দিবসের আহারাদির বন্দোবস্ত করিয়া দিই। প্রবাসী । [ ৭ম ভাগ । উপরোক্ত উদ্দেশ্রেই স্থাপিত হইয়াছিল এবং উহা দ্বারা অল্পমাত্রায় উক্ত উদ্দেশু সাধিতও হইত। আজি কয়েক বৎসর যাবৎ সাধারণের অযত্নে এবং তত্ত্বাবধানের অভাবে উহার অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়া পড়িয়ছে। যে সকল গৃহাদি উপস্থিত বৰ্ত্তমান আছে তাহাও সংস্কারাভাবে পড় পড় হইয়াছে। অভ্যাগত অতিথি প্রভৃতির থাকিবার জন্ত আদৌ কোন স্থানই নাই, পরিবার লইয়া থাকিবার উপযুক্ত স্থানেরও বিশেষ অভাব। এই সকল অভাব দূর করিতে হইলে উক্ত কালীবাড়ির জীর্ণসংস্কার আবগুক এবং নুতন গৃহাদি নিৰ্ম্মাণ করাও দরকার। উহা বহুব্যয়সাপেক্ষ। প্রত্যেক বঙ্গবাসীর কর্তব্য এ সম্বন্ধে যতদূর সাধ্য সাহায্য করা। অন্ততঃ দুই হাজার টাকা ওঠা চাই । আশা করি সকলেই সাধ্যমত সাহায্য দান করিতে ক্রটি করিবেন না । সম্প্রতি উক্ত কালীবাড়ির বন্দোবস্তের ভার একটি কমিটির উপর হস্ত হইয়াছে। শ্ৰীযুক্ত দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, এডভোকেট, এলাহাবাদ হাইকোর্ট, উক্ত কমিটির সম্পাদক এলং---- - শ্ৰীযুক্ত ডাক্তার অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় , সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এডভোকেট , সুরেশচন্দ্র 35 , ডাক্তার , হরিমোহন রায়, উকিল , অভয়চরণ বসু , কালীনাথ কীৰ্ত্তি , কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় , হরিদাস মুখোপাধ্যায় gy , গঙ্গোপাধ্যায় , ঈশানচন্দ্র মুখোপাধ্যায় . জ্ঞানানন্দ চট্টোপাধ্যায় , পূর্ণচন্দ্র ভট্টাচাৰ্য্য , রাখালদাস বসু প্রভৃতি স্থানীয় বাঙ্গালি ভদ্রলোক কমিটীর সভ্য হইয়াছেন। মহামহোপাধ্যায় পণ্ডিত শ্ৰীযুক্ত আদিত্যরাম ভট্টাচাৰ্য্য, এম এ, মহাশয় তত্ত্বাবধায়ক কমিটির পৃষ্ঠপোষক ও পরামর্শদাতা হইতে স্বীকার করিয়াছেন। -