পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G& সত্যম্ শিবম্ সুন্দরম্ | ** “ নায়মাত্মা বলহীনেন লভ্যঃ । ” ৭ম ভাগ । | মাঘ, ১৩১৪ । | ১০ম সংখ্যা । দেবদূত । নেত্রপথে আসিতেছে বুঝি।—কিছু বুঝানাহি যায়!- ' শুধু, মানবের মন মোহ-মদে ভাসিয়া বেড়ায় দ্বিতীয় দৃশ্য। অসীম, অতলস্পর্শ রহস্ত-পাথারে। হায় নর, স্থান—অরবিদের শয়ন-কক্ষের সম্মুখস্থ মুক্ত ছাদ। কাল—দ্ধিপ্রহরাতীত অমানিশা । অরবিন্দ একাকী । অরবিন্দ। কুঙ্কটিক-সমাচ্ছন্ন, স্বচীভেদ্য গাঢ় অন্ধকারে ধীরে ধীরে ডুবে গেছে গভীর সুপ্তির পারাবারে এ নিখিল । এই মত ক্ষুদ্র এই মানব-জীবন রহস্ত-তিমির-তলে চিরদিন রহিয়৷ মগন, নৈরাশু-কুহেলি-জালে সংবৃত হইয়া, ক্রমে হায়— অসহ ক্লাস্তির ভরে কেহ নাহি জানে গো কোথায় ডুবে যায় ধীরে! এবে,চারিধার শান্ত,স্তব্ধ,স্থির। শুধু, মৃদ্ধ খসিতেছে সুমধুর, শীতল সমীর,— এই সুপ্ত প্রকৃতির নিশ্বাসের মত। উৰ্দ্ধেজাগে— অনিমিখে, অবিরাম, করুণ-সভৃষ্ণ অনুরাগে পুঞ্জে পুঞ্জে অগণন গ্রহ-তারা। হেরি মনে হয়— যেন আরতির শেষে সংখ্যাহীন প্রদীপনিচয় ভাসা’য়ে দিয়াছে ওই সীমাহীন অনন্তগগনে— রহস্ত-তিমির-প্রান্তে; কিম্বা,চিরন্তন জ্যোতিরাশি চির-দীপ্তিমান কোন রহস্ত-গোলক হ’তে ভাসি’ হায় অন্ধ, অসহায়, গাঢ়তম রহস্ত ভিতর আছিলে ডুবিয়া; শুধু, নাহি জানি—ক্ষণেকের তরে কিহেতু প্রদীপ্ত রহি মুহূৰ্ত্ত লাগিয়া, তা’র পরে কেন পুনঃ ডুবে যাবে সেই ঘন তিমিরের তলে আচম্বিতে অকারণে ! তবু, বৃথা দম্ভ-কোলাহলে উদ্ভান্ত হইয়া আছ! ( অলক্ষিতে মাধবীর প্রবেশ।) চারিদিকে কি মহা বিস্ময় প্রগাঢ় রহস্তে ঢাকা! যত ভাবি, এ ক্ষুদ্র হৃদয় ততই ব্যাকুল ভাবে গুমরিয়া কেঁদে হয় সারা ;— চিন্তা সনে ভ্রান্ত মন ধীরে ধীরে হয় দিশাহারা ! এই তো জীবন! হায়—এইতো চরম পরিণতি । ইহারি মাঝারে পুনঃ আছে শোক, আছে দুঃখ-ক্ষতি, আছে স্বাৰ্থ,হিংসা-দ্বেষ,আছে পুণ্য,আছে উচ্চ আশা, আছে এই ক্ষুদ্র বক্ষে প্রবল, বিরাট ভালবাসা, আকাঙ্ক্ষা অপরিমেয় ! বিনশ্বর জগতে এ সব প্রতিক্ষণে এ জীবনে করিতেছি নিত্য অনুভব,— এও এক অপূৰ্ব্ব বিস্ময় ! ধ্রুব,—যাহা অকস্মাৎ -