পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা । ] , গোরা __ (FS)(t মাধবী। নহি । t মাধবী । ( সরোদনে ) !. মোর} - - অরবিন । বুঝি,—এ বিজন অন্ধকারে হইয়াছ ভীত ? অরবিন্দ। (স্বগত ) একি করুণার মাধবী। কি ভয় আমার—যবে আছি তব অভয় আশ্রয়ে অপূৰ্ব্ব, মোহন দৃশু হেরিতেছি। শুষ্ক বিশ্বে কভু প্রিয়তম ! এও কি সম্ভব ?- না, এ স্বপ্ন ! অরবিন্দ। তবে, কেন এ নিশীথে, হেন অসময়ে মাধবী । ( উঠিয়া হস্ত ধারণ করিয়া ) এস গৃহে প্রভু, শ্য ত্যজি, সন্তপণে, মুখ নিদ্র ধীরে পরিহরি’ নিশা অবসান-প্রায় । ي: ه•ه.٢٠ېy :Fx:Oچ আসিয়াছ এ নির্জন অন্ধকার মাঝারে সুন্দরি, অরবিন্দ । -- চল তবে । উষার বাতাসে মৃঢ় মৃঢ় পদক্ষেপে ? কেন তবে আছ দাড়াইয়া শাস্ত এ নয়ন-পুটে শান্তি সম যদি নিদ্রা আসে। সোৎসুক, ব্যাকুল আখি অনিমিখ আগ্রহে মেলিয়া | উভয়ের প্রস্থান। ---- এ দীনের পানে ? * *-****ы.... মাধবী। এবে তৃতীয় প্রহরাতীত নিশা । গাঢ় মুযুপ্তির কোলে নীরব, নিস্পন দশদিশা গোর । শাস্তিতে শুষ্টয়া আছে। শুধু নাথ, তোমারি নয়নে X (t 爱 এখনো নাহিক নিদ্ৰা ! গোরা সেদিন সকালে বিনয়কে বাড়িতে ফেলিয়া অবিনাশকে অরবিন্দ। নিরস্তর চিস্তী-হুতাশনে লইয়া যে বাহিরে গেল তাহার মধ্যে একটা শাস্তির অভিপ্রায় • ছিল সন্দেহ নাই। সে বুঝিয়াছিল যে বিনয় তাহারে আহত বন্ধুত্বের শুশ্ৰুষা করিবার জন্তষ্ট সকালে তাহার কাছে আসিয়াছিল কিন্তু গোরা তাহাকে ক্ষমা করিল না। ক্ষমা না করিবার বিশেষ একটু কারণ ছিল। ইতিপূৰ্ব্বে মতামত লষ্টয়া গেরার সঙ্গে বিনয়ের সর্বদাই তর্ক বিতর্ক, এমন কি, ঝগড়াঝাটিও হইয়া গেছে কিন্তু সে কেবল নিজেদের মধ্যে। বাহিরের লোকের সম্মুখে কোনো দিন বিনয় গোরার বিরুদ্ধে বিদোহ করে নাই। এমন কি, যে কথা লক্টয়া বিনয় গোরার সঙ্গে ঘোর তর্ক করিয়াছে ও হার মানে নাই, বাহিরের লোকের সঙ্গে সে তাহাঙ্গ লইয়া গোরার পক্ষে ওকালতি করিতে কুষ্ঠিত হয় নাই। মত জিনিষটা ত তর্কের বিষয়-- বুদ্ধির জোরে “ঠা"কে না ও “না"কে হা করিতে দহিছে অন্তর যা’র—শান্তি বা বিরাম কোথা তা’র ! ঝরিছে এ ঈদিতলে উত্তপ্ত রুধির - নিরাশার প্রচণ্ড পীড়নে নিত্য। হা মাধবী, বুঝিবে কেমনে -- সরলা রমণী তুমি,-—সে অসহ দারুণ বেদনে, সহিতেছি কি ব্যথা নিয়ত ! _ মাধবী । ক্টায়—নাথ, হেন ঃসহ যাতনা তব ! নাথ,-- ( বাষ্পরুদ্ধ-কণ্ঠে, অবনত মুখে বসিয়া পড়িলেন । ) অরবিন্দ। (স্বগত ) মরি—মরি রে অজ্ঞান নারি, এ লাঞ্ছিত, বিড়ম্বিত চির-হতভাগ্য তরে তুমি কি সহিছ দুঃখ ! এ বিশাল ধরণী ভিতরে কেহ তো চাহে নামোরে! কেন তবে ওই মুক হিয়া মোর দুঃখে ব্যথা ভরে উঠিল রে নীরবে কাদিয়া ! به حبسته তবে কি ইহারি লাগি নিদ্রাহীন নয়নে এখনো বিনয়ের আনন্দই হঠত কিন্তু গোরার বন্ধুত্ব তাহার কাছে মোর পানে চাহি আছ জাগি ? অত্যন্ত সত্য বস্তু ছিল সুতরাং সেটাকে রক্ষা করিবার ও (প্রকাতে) সখি, তাহার সন্মান বাড়াইবার জন্ত বিনয় সকল অবস্থাতেই প্রস্তুত মাধবী । ( চরণ ধারণ করিয়া ) এস গৃহে । থাকিত । অরবিনদ। শোন,— এমন অবস্থায় যখন সেদিন বিপক্ষের ছর্গের মাঝখানে যাব গৃহে। কিন্তু,নারি, কহ আগে সত্য করি মোরে সে গোরাকে একলা ফেলিয়া যেন স্পৰ্দ্ধা করিয়াই অন্যদলে --ব্যথা কেন বাজি’ছেরে ওই ক্ষুদ্র,কোমল অন্তরে গিয়া দাড়াইল তখন সেটা যে গোরার দলগৌরবে ঘা দিল এ চির-লাঞ্ছিত তরে ? তাহা নহে তাহার প্রণয়কেই পীড়িত করিয়া তুলিল। এক