পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હ8૭ \ * _ ه. . * * • আমি মাত্র, প্রেমে’ তার স্বধাসিক্ত প্রাণ । প্রতিহিংসা-বিষ তবে হৃদয় তোমার করিছে কি জর্জরিত ? কহ, নর, মোরে। প্রতিহিংসা মহাপাপ । প্রতিহিংসা-বিষে -লক্ৰে-গ্রুদেব, চিত্ত বিষাক্ত আমার ; চাহি আমি শত্র, মিত্র সবার কল্যাণ । না পারি বুঝিতে তবে কি যাতনা তব ? চাহ অর্থ ? এস শীঘ্ৰ, আছে বক্ষে মোর অসংখ্য, অমূল্য রত্ন, তুলনায় যার বিমলিন কোহিমুর, দিব তা’ তোমারে। তুচ্ছ অর্থ। নাহি মোর অর্থের প্রয়াস। চাহ রাজ্য ? আছে মোর অজ্ঞাত প্রদেশ সৌন্দর্য্যে কাশ্মীর সম। বাঞ্ছা যদি তব, দিব তাহা । ত্যজ পাপ আত্মহত্য-সাধ । গুরুদেব ! কি বলিব ? এ সবার তরে নহে ব্যাকুলিত প্রাণ। তুচ্ছ রাজা, ধনে নাহি মোর অভিলাষ। আরাধনে যদি পরিতুষ্ট মোর প্রতি, কৃপা করি তবে করুন সে মন্ত্র দান, যে মস্ত্রের জপে মাতৃভূমি ভারতের হইবে উদ্ধার । সাধু নর, সাধু তুমি ! যুগ, যুগান্তরে হেন বাঞ্ছা লয়ে নর জন্মে ভূমণ্ডলে ; সাধু তব অভিলাষ। ভারতের শিরে সৃষ্টির প্রথম হ’তে আছি দাড়াইয়া, দেখিয়াছি গুণী, জ্ঞানী কত মহাজন আসিয়াছে মোর কাছে। সাধিয়াছে তপ, ধন, পুত্র, জ্ঞান তরে ; যার বাঞ্ছা যাহা ; কিন্তু এই মাতৃভূমি ভারতমঙ্গল চাহে নাই কোনজন । অভাগী ভারত, এত দিনে ধন্ত তুষ্ট, কোটি পুত্র মাঝে একটা তনয় তোর তবু তোর কথা ভাবে সৰ্ব্বত্যাগী হ’য়ে। কি বাসন তব ? চাহি, দেব ! ভারতের চাহি স্বাধীনতা । অজ্ঞ নর একি বাঞ্ছা ! বামন হইয় চাহ ধরিবারে টাদে ? ভাবিয়াছ তব হিমাচল । তপস্বী । হিমাচল । হিমাচল । তপস্বী । হিমাচল । প্রবাসী । তপস্বী । হিমাচল । همه دهه ۰ی هم - ۰ =. ৭ম ভাগ ്..."...".--്..............................-l.-്. দ্বাদশ বর্ষের তপে হইলে মোচন যুগাস্তের মহাপাপ ? অশ্রুবিন্দু দানে নিবাইবে দাবানল ? চাহ অন্ত বর । ন চাহি অপর কিছু। মুক্ত কর, দেব, মুক্ত কর এ বন্ধন ; ছেঁড় নাগপাশ, বিষ-দাহে যায় প্রাণ ; বক্ষে, কণ্ঠে, শিরে, প্রতি অঙ্গে, দেখ জালা। পিঞ্জরের পার্থী করুণ ক্ৰন্দনে-সেও ভুলে মৰ্ম্মব্যথা, কিন্তু দুরদৃষ্ট মোর, সহি পদাঘাত, কঁাদিব যে তাহাতেও নাহি স্বাধীনতা । গুরুদেব ! কোন পাপে সহি এ যাতনা ? কোন পাপে ? মুঢ় নর । গিয়াছ ভুলিয়৷ অতীতের ইতিহাস ? পড়ে না স্মরণে আর্য্য, অনার্য্যের সেই মহা সংঘর্ষণ ? কে ধ্বংসিল অনাৰ্য্যেরে, ভারতভূমির প্রথম সন্তান তারা ? হত-শেষ গণে কে বাধিল হীনতার সুদৃঢ় শৃঙ্খলে অযাজ্য, অস্পৃশু করি ? দ্বিজ, শূদ্র মাঝে কে স্তজিল এ বৈষমৃ ? লঙ্ঘি বেদ-বিধি অধৰ্ম্মে ধৰ্ম্মের পদে কে স্থাপিল বল ? জালি চিতানল নিজ মাতা, সুতা গণে কে দিল আহুতি ঢালি ? জিজ্ঞাসিছ মোরে কোন পাপে ? স্বয়ম্বরে, অশ্বমেধকালে অকারণে সৰ্ব্বধবংসী বিগ্রহ-অনল প্রজালিল কোন জাতি ? অসংখ্য শূদ্রেরে কে রাখিল মোহাচ্ছন্ন, বাধি জ্ঞানসীমা মুষ্টিমেয় দ্বিজমাঝে ? অতীতের কথা বিস্তৃত যদ্যপি, তবে, স্মর একবার কে ডাকিল দেশ-বৈরী মহম্মদীঘোরে দণ্ডিবারে পৃথ্বীরাজে ? মিবার-কেশরী প্রতাপে দণ্ডিতে, বল, কোন ভ্রাতৃদ্রোহী দাড়াইল হলদিঘাটে ? এ সকল যদি ভুলে থাক, বর্তমান আছে ত স্মরণে ? কে বঞ্চিল সিরাজেরে ? পাপিষ্ঠ সিরাজ সত্য ; কিন্তু শতগুণে আরও) পাপী তারা