পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

486 প্রবাসী । -- দলিল α হিন্দুগণে, সেই হিন্দু এবে, - * ~ *s - তপন্থী। হিমাচল । জ্ঞানে, গুণে সমুন্নত, তুলিয়াছে শির ; মোহাচ্ছন্ন মুসল্মান । ইংরাজ যদ্যপি, স্বার্থে অন্ধ, দপে স্ফীত, বলী পশু-বলে, -করে তুবিচাব, তার পাবে প্রতিফল ; দর্পহারী ভগবান, বিধির এ বিধি, যতো ধৰ্ম্ম স্ততোভয় । প্রায়শ্চিত্তে পূত করিয়া ভারত-সুতে, স্থাপিবেন বিধি নব মহারাজ্য এক এ ভারতভুমে : ভুলি জাতি-ধৰ্ম্ম-দ্বেষ নর, নারী সেথা আনন্দে করিবে বাস । যাও, বৎস, তুমি এই মহা সত্য গিয়া করহ প্রচার ; হিন্দু, মুসল্মান, শিখ ইংরাজ, সাস্তাল সবাই ভারত-সুত । কহিও সবারে থাক ভাষা-ভেদ, থাকৃ জাতি-ধৰ্ম্মভেদ, তবু ভাই, ভাই মোর ; জননীর বুকে সকলেরই আছে স্থান ; “দে মা, অন্ন” বলি যে ডাকিবে ভারতেরে, মাতার ভাণ্ডারে আছে তার অধিকার ; কেন হিংসা, দ্বেষ ? কেন জেতাজিত ভাব ? যাও, বৎস, তুমি যাও, দেশে, দেশে গিয়া শিখাও সবারে প্রেমময় এষ্ট মন্ত্র ; যেন নর, নারী দিনাস্তে, নিশাস্তে, নিজ,নিজ ইষ্টদেবে কহে করযোড়ে সবে ;–কর, কৃপাময়, কর আমাদের এই জনম ভূমির এ দুর্দশ বিমোচন। কোটিকণ্ঠে যদি উঠে এ প্রার্থনা বাণী, শুনিবেন দেব, মুক্ত হবে পাপ ভার ; কি বলিব আর, মাতৃভক্ত তুমি, বৎস, তপস্তায় তব পরিতুষ্ট বিশ্বরাজ, তার কৃপাবলে পুরিবে বাসন তব ; যাও কৰ্ম্মভূমে। গুরুদেব ! উপদেশ শিরোধার্যা তব ; জানিবারে চাহি শুধু, কত দিন পরে ভারতের পরিত্রাণ হইবে সাধন। শুন, বৎস! দিব্য চক্ষু দিতেছি তোমারে তপস্বী । [ ৭ম ভাগ । যাও লোকালয়ে ফিরি ; নগরে, প্রাস্তরে, গ্রামে, বনে, নদীতীরে, পৰ্ব্বতশিখরে, প্রাসাদে, কুটীরে, তীর্থে দেখ অন্বেষিয়া, হ’ক নারী, হ’ক নর, বাল, বৃদ্ধ, যুব, যোগী, ভোগী, ধনী, দুঃখী, জ্ঞানী, মুর্থ মাঝে, এ হেন দ্বাদশ জন, সৰ্ব্বত্যাগী যারা ভারত মঙ্গলতরে ; নাহি চাহে যশ, নাহি চাহে সুখ, স্বার্থ ; হেন মহাপ্রাণ আর্য্যে, অনার্যোরে পারে প্রেম-আলিঙ্গনে বাধিবারে বক্ষস্থলে ; সম নিন্দা, স্তবে, নির্য্যাতনে হাস্ত্যমুখ ; লক্ষ্য যাহাঁদের ভারতের হিতমাত্র ; পাও খুঁজি যদি আসিও সে দিন, আমি কহিব তোমারে সেই গুহ মহামন্ত্র, যে মন্ত্রের বলে ভারতভূমির, বৎস, হবে পরিত্রাণ। কিন্তু দেখ, ধীরে ধীরে, সন্ধ্যার তিমির হইতেছে ঘনীভূত। মিলি চরাচর করিছে আরতি এবে বিশ্বদেবতার ; দেখ, কত দীপাবলী ফুটেছে আকাশে, উঠিছে ধূপের বাস কুসুম-সৌরভে, গাইছে সঙ্গীত পার্থী। আই উৰ্দ্ধলোকে বিশ্বরাজ সিংহাসন বেড়ি করযোড়ে মাগিতেছে দেবশিশু বিশ্বের কল্যাণ ; যাই আমি বিশ্বনাথে করিতে প্রণাম ; করি আশীৰ্ব্বাদ, বৎস, হউক মঙ্গল। ( হিমাচলের অন্তৰ্দ্ধান । ) (অবনত জামু হইয়া ।) হে বিশ্বব্রহ্মাণ্ডপতি, অন্তর্যামী তুমি, জানিছ অন্তর-ব্যথা। হে পুর্ণমঙ্গল, তোমার মঙ্গলরাজ্যে নাহি জানি, কেন, এত জাতি-ধৰ্ম্ম-দ্বেষ ? হে শাস্তি-সদন, দাও শাস্তি-বারি হেথা ; কোটি নর, নারী আছে শুষ্ক কণ্ঠে সবে; দাও সত্য, জ্ঞান, দাও ধৰ্ম্ম, দাও প্রেম; শিখাও সবারে মাতৃভূমি-সেবা-ব্রত, আত্ম-বিয়ার্জন ।