পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজয় । SAASAASAASAASAASAASAASA SAASAASAASAASAASAA مه * مهمان" "هومه * * *همية" "مهمه "ه. هما নিৰ্ম্মম পাষাণ-সম প্রাণ, নিৰ্য্যাতন র্যাহার বিধান, কোন ক্রটি নাহিক তাহার ;– তিনি ধাতা, সৰ্ব্বগুণাধার, তিনি পূর্ণ, তিনি সৰ্ব্বেশ্বর ! কোটি স্বৰ্য্য-গ্ৰহ-শশধর র্যার মহাবিধানের বলে . নিত্য চলিতেছে ; জলে, স্থলে, অন্তরীক্ষ মাঝে-সদ যার এক (ই) মহাশক্তির সঞ্চার ; র্যা’র এ অনন্ত সৃষ্টি মাঝে অচ্যুত শৃঙ্খলা নিত্য রাজে ;– র্তার বিধানের ধরে ভুল ক্ষুদ্র-বুদ্ধি নর! এক চুল সে বিধানে ক্রটি যদি হয়, জেনো বন্ধু,--তখনি প্রলয় ঘটিবে এ বিশ্ব-চরাচরে ! সে বিধান-তত্ত্ব ভ্রান্ত নরে কেমনে বুঝিতে চাহে! তবু, দম্ভে নর কহে—বিশ্ব-প্ৰভু ঘোর অত্যাচারী ;–এ বিভ্রম, স্পৰ্দ্ধ,– পাপ নহে ? এ নিয়ম, এ বিধান শুধুই তো নহে মানবের লাগি হের—বহে এ বিধান-কল্যাণ-ধারায় থল সংসার ! ক্ষিপ্ত প্রায় স্বর্থ-লোভে হোয়ো না বিমুখ বিধাতার প্রতি মিত্র। সুখ আশে যেই জন হাহাকার করে, দুঃখ সহচর তা’র ! সৰ্ব্ব মুখ-দুঃখ যেই জন অকাতরে করে সমর্পণ সে চরণে, জীবন তাহার সন্তোষ-অমৃত-স্বধা-ধার লভে নিরস্তর। হও স্থির ; ধ্রুববাক্যে হোয়ো না বধির আত্মহারা অজ্ঞানী সমান। জ্ঞানী তুমি ; সাধহ কল্যাণ আপনার । অরবিন্দ। (কেশ মধ্যে অজুলী-সঞ্চালন করিতে করিতে,স্বগত) হ’তে পারে ইহা— · به سدههای مم**** SAASA SAASAASSAAAAA AAAA SASAASAAAS هم»۰ «میر به« ক্ষুদ্র মানবের স্বার্থ নিয়া এ বিশ্ব রচনা নহে; তাই, অহৰ্নিশি যত ব্যথা পাই,-- হয়ত বা আছে গো ইহার গুঢ় অর্থ কোন ; বিধাতার হয় বা এ বিধি জগতের শুভ তরে! (ক্ষণকাল চিন্তা করিয়া) ক্ষুদ্র মানবের বুদ্ধি—ঠিক!—পরিবে কেমনে অনন্ত এ বিধি-বিশ্লেষণে । কিন্তু, তবে কহে কেন সবে তা’রে দয়াময় ? কাদে যবে আৰ্ত্তনর করুণার তরে, কই—প্ৰভু তা’রে কৃপা করে ?— এ এক সমস্ত ! (প্রকাশ্রে) তবে, কয় কেন সবে তারে দয়াময় ? অজয় । ভ্রান্তি ইহা । আপন বিধানে চির-বদ্ধ তিনি। র্তার প্রাণে নাহি জাগে ক্ষুদ্র চিন্তারাশি। বিরাটু চিন্তায় অবিনাশী, চিরন্তন বিশ্বের কল্যাণ জাগিতেছে। তিনি দ্যায়বান, শিবময়, মঙ্গল-নিদান। দয়াময় নন তিনি। অরবিন্দ। (নিকটে ཨ"”:ཧྥུ་ কর-ধারণ করিয় ) এ কথাতো পূৰ্ব্বে ভাবি নাই ! সত্য তুমি কহিতেছ যেন,-- আজি মনে লইতেছে হেন বিশ্বাস আমার । প্রিয়তম, তুমি জ্ঞানী, স্বর্থী তুমি ; ভ্রম ঘুচাইয়৷ দেহ মোর। আর ছাড়িব না আশ্রয় তোমার । তুমি মোরে বুকে লহ টানি - প্রীতি ভরে। অজয় | এ পরাণ খানি সম-প্রাণ, তোরি চিরদিন! অরবিন্দ। কিন্তু, ভাই, কলঙ্ক-মলিন আজি আমি । অজয় । আয়—বুকে আয় ! ( বন্ধুস্বয় আলিঙ্গন-পাশে বদ্ধ হইলেন। ); অরবিন্দ। এত মুখ সংসারে কোথায় !