পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম শিবম সুন্দরম।” “ নায়মাত্মা বলহীনেন লভ্যঃ । ” ৭ম ভাগ । | কাৰ্ত্তিক, ১৩১৪ । | ৭ম সংখ্যা । গোর। মহিম ঘরে ঢুকিতেই গোরা চৌকি ছাড়িয়া উঠিয়া দাড়াইল । মহিম হকায় টান দিতে দিতে কহিল, ভারত উদ্ধারে বাস্ত মাছ আপাতত ভাইকে উদ্ধার করত। গোরা মহিমের মুখের দিকে চাহিয়া রছিল। মহিম কহিলেন--“আমাদের আপিসের নতুন যে বড় সাহেব হয়েছে —তার ডালকুত্তার মত চেহারা-সে বেটা ভারি পাজি । সে বাবুদের বলে বেবৃন-কারো মা মরে গেলে ছুটি দিতে চায় না, বলে মিথ্যে কথা—কোনো মাসেই কোনো বাঙালী আমলার গোটা মাইনে পাবার যো নেই, জরিমানায় জরিমানায় একেবারে শতছিদ্র করে ফেলে। কাগজে তার •নামে একটা চিঠি বেরিয়েছিল—সে বেটা ঠাউরেচে আমারই ক" । নেহাৎ মিথ্যে ঠাওরায় নি। কাজেই এখন আবার স্বনামে তার একটা কড়া প্রতিবাদ না লিখলে টিকতে দেবে না। তোমরা ত য়ুনিভর্সিটির জলধি মন্থন করে দুই রত্ন উঠেছ—এই চিঠিখান একটু ভাল করে লিখে দিতে হবে। • ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে even-handed Justice, never-failing generosity, kind courte ousness NEIff FEIffi গোৱা চুপ্‌ করিয়া রহিল। বিনয় হাসিয়া কহিল, “দাদা, অতগুলো মিথ্যা কথা একনিশ্বাসে চালাবেন ?” মহিম। শঠে শাঠ্যং সমাচরেং। অনেক দিন ওদের সংসর্গ করেচি, আমার কাছে কিছুই অবিদিত নেই। ওরা যা মিথ্যে কথা জমাতে পারে সে তারিফ করিতে হয়। দরকার হলে ওদের কিছু বাধে না --একজন যদি মিছে, বলে ত শেয়ালের মত আর সব কটাই সেই এক স্বরে , ছক্কাছয়া করে ওঠে, আমাদের মত একজন আর একজনকে ধরিয়ে দিয়ে বাহবা নিতে চায় না। এটা নিশ্চয় জেনে ওদের ঠকালে পাপ নেই যদি না পড়ি ধরা ! বলিয়া হাঃ হাঃ হাঃ করিয়া মহিম টানিয়া টানিয়া হাসিতে লাগিলেন—বিনয়ও না হাসিয়া থাকিতে পারিল না । মহিম কহিলেন—“তোমরা ওদের মুখের উপর সত্যুি কথা বলে ওদের অপ্রতিভ করতে চাও! এম্‌নি বুদ্ধি যদি ভগবান তোমাদের না দেবেন তবে দেশের এমন দশা হবে কেন ? এটা ত বুঝতে হবে, যার গায়ের জেলি-মাছে বাহাদুরি করে তার চুরি ধরিয়ে দিতে গেলে সে লজ্জায় মাথা হেঁট করে থাকে না। সে উল্টে তার সিধকাটটা । তুলে পরম সাধুর মতই ছক্কার দিয়ে মারতে আসে। সত্যি । কিনা বল ।” বিনয় । সত্যি বষ্ট কি !