পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(অন্নপূর্ণ প্রবেশ করিয়াই প্রস্থানোন্তত হইলেন। ) কোথা যাও ? শোন—শোন দিদি, বহুদিন পরে আজি বিধি বড় সুখ দিয়াছেন মোরে । (অন্নপূর্ণ স্নেহনেত্রে অজয়ের প্রতি চাহিলেন । ) অজয় । (লাজ-কুষ্ঠিত ভাবে, অরবিন্দের প্রতি লক্ষ্য করিয়া,) পাগলামি আজীবন ধরে’ ঘুচিল না ! দিদি, ওর কাছে শান্তি ও অমৃত-খানি আছে – ওরি কাছে—আমি রব পড়ে’ চিরদিন অসীম নির্ভরে । সস্নেহে করহ অনুমতি ! অন্নপূর্ণ । ( মৃদু হাস্তে ) সে তো বেশ,—তাহে কিবা ক্ষতি । তোরা তো দু’ভাই মোর। অরবিন্দ । তাই স্থির। মোর কাছে ? (অরবিন্দের প্রতি ) দিদিরে কহিয়া, চল মোরা যাই বাহিরিয়৷ বিদেশ-ভ্রমণে । তবে, তাই । যাব মোরা দিদি ? কিছু নাই আপত্তি আমার—সঙ্গে যবে অজয় যে’তেছে তোর । কবে ফিরিবি তা’হ’লে ? অনধিক অরবিন্দ । তবে, অজয় তো রবে অজয় । অরবিন্দ । অন্নপূর্ণ। অজয় । বর্ষ পরে । অন্নপূর্ণ। ( অজয়ের প্রতি ) শোন প্রাণাধিক,--- তেরি হাতে দিলাম সঁপিয়া, —আশাব্বাদ-বৰ্ম্মে আবরিয়া— বিধবার সংসার-বন্ধন, সতীর সে সৰ্ব্বস্ব-রতন ! [ অন্নপূর্ণার প্রস্থান। করহ যাত্রার আয়োজন । মিষ্টবাক্যে বিদায় গ্রহণ করহ সবার কাছে। এবে আসি আমি । ( প্রস্থানোন্তত হইয়া, সহসা ফিরিয়া আসিয়া, - অরবিন্দের হাত ধরিয়া, ) আজো নাহি নেবে অজয় । সে দুঃখিনী অনাথারে ডাকি বক্ষোমাঝে—কহিবারে ধীরে ছুটি মিষ্ট কথা,—আঁথি-নীরে বারেক মুছায়ে দিতে? হায়— নিয়ত যে তোমার চিন্তায় মগ্ন হ’য়ে আছে, রক্ত দিয়ে তোমার আত্মজে:জিয়াইয়ে রেথে’ছে একান্ত সঙ্গোপনে । আপনার দেহ-আবরণে, কোরো না তাহারে অনাদর ;– সকাতর এ মিনতি মোর মনে রেখে | [ প্রস্তান। অরবিন্দ। গর্ভিণী মাধবী ! হা—দগ্ধ অদৃষ্ট ! ( চিন্তামগ্ন । ) এ যে—সবি অদৃষ্টের নিগুঢ় বিধান! আমি কি করিব ? ভাসমান তুচ্ছ তৃণ-খণ্ড যদি চাহে নিৰ্ব্বরের প্রখর প্রবাহে প্রতিকুল-গামী হ’তে,—সে কি পারে কভু তাহ ? আরো দেখি-— কত আছে ভালে ! হে অন্তর, হও দৃঢ় ; তব অবসর নাহি আর বিন্দু বিরামের। সম্মুখে হের হে–সংসারের কৰ্ম্ম-ক্ষেত্ৰ হ’ল প্রসারিত। ইচ্ছানিচ্ছা করিয়া দলিত মনোমাঝে, হঠবে সাধিতে কৰ্ত্তব্য আপন । হ'বে দিতে আপন অস্তিত্ব বিসর্জন ! ( মাধবীকে আসিতে দেখিয়া ) সুকোমল দু’থানি চরণ রাখি’খাম তৃণ-শয্যা’পরে আসিতেছে-–ধীরে, লাজ ভরে, সসঙ্কোচ-জড়িত চরণে নতমুখী ! ( মাধবীর প্রবেশ। ) আজি এই ক্ষণে তোমারেই ভাবিতেছি মনে । , (মাধবী নীরবে কর-নথাগ্রে দৃষ্টি বন্ধ করিলেন । ) যাব মোরা দেশ-পৰ্য্যটনে ।