পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ সংখ্যা । ] এখানেও জীবকুল তবে ? বৃথা বলোনাক আর তরে এরে ੱੇ হেথাও আবার 穌 যদি সেই মিথ্যাচার; সেই পাপ, নিগ্ৰহ, ক্ৰন্দন ; তবে, আর জনাকীর্ণ এ নগরে--কোন গুণে কহ পুণ্য-ধাম ? 喙 সূৰ্ব্বস্থান হ’তে কহ কিলে,হেথাকার অধিবাসী বেশী তৃপ্তি নিয়ে যাপিছে জীবন ? কিম্বা, হেথাকার মানব সতত সৰ্ব্বাপেক্ষ স্বল্প পাপে রত ? 酸》 অজ। তা’ও নহে ভ্ৰাতঃ । তবু, মানি আমি এরে তার্থ-ভূমি অকপটে । --বুঝিনাক কি কহিছ তুমি । আছে কিহে হেন কোন মাহাত্ম্য এ তীর্থ মৃষ্টিকাব: মা’র লাগি মুক্তকণ্ঠে করিছ ইহার জয়-গান ? আজ . তাই বটে। বদ্ধমূল এ মোর বিশ্বাসযুগ-যুগান্তর হতে যেথা বারোমাস কোটি ভক্ত-বৃন্দ আসি’ করিতেছে তা’র আরাধন, ওঠে যে পবিত্র ক্ষেত্রে অনন্ত বন্দন মুমহান, সেথাকার তুচ্ছতম রেণু-কণাগুলি মণিমুষ্টি, নহে তাহা মূল্যহীন ধূলি ! যেথা সমুথিত ভক্ত-কণ্ঠে নিত্য ব্যাকুল আহবান, প্রত্যক্ষ দেবতা সেথা করে অধিষ্ঠান, সংশয় নাহিক তাহে । 惨 কহেছিলে তুমি- ভগবান কাহারে করুণ ডাকে নাহি দেন কান। তিনি যদি বিশ্ব-হিত-সাধনের তরে মগ্ন ধ্যানে, , কেন তবে পুনঃ হেথা স্তব-স্তুতি-গানে জাগ্রত দেবতারূপে রয়েছেন সদা বন্দীসম ? অর্থহীন যক্তি তব ! নহে প্রিয়তম, অর । 'অর । ইমজ । নিরর্থক উক্তি মম। . সৰ্ব্ব ভূত-স্থিত ভগবান, সৰ্ব্বত্রষ্ট শক্তিরূপে তার অধিষ্ঠান 5 অনন্ত স্বরূপে তিনি প্রকাশে নিয়ত অপ্রকাশ, দেব-দূত । তিনি নিরাকার। শুধু, প্রত্যক্ষ আভাস t’র—অনুভূতি মাঝে। অমুভব-সিদ্ধ ভক্ত-মন . তাই, তা'র চিরন্তন মহা সিংহাসন । - হথা সেই সংখ্যাতীত ভকতের অন্তর মাঝার তাই, আমি হেরিতেছি--সে সুহ্ম সত্তার সম্পূর্ণ বিকাশ। হেথা কৃপাবশে রাজ-অধিরাজ আপনি আসিয়া নাহি করেন বিরাজ । ভকতের হৃদি-কুঞ্জে অনুভূতি-শ্বেত-পদ্মাসনে নিত্য-প্রতিষ্ঠিত তিনি হেথা ! to ভক্তগণে হের-সন্ধ্যা-সমাগমে আসিতেছে জাহ্নবীর তীরে . কৰ্ম্মান্তে মালিন্তরাশি সে নিৰ্ম্মল নীরে প্রক্ষালিতে, সমপিতে বিশ্বেশ্বর-পাদ-পদ্ম’পরে আপনার আত্মহারা প্ৰাণ ভক্তিভরে। স্তোত্র-পাঠনিরত কাশীবাসিগণের প্রবেশ ও প্রস্থান। ) , অর। সুন্দর এ দুষ্ঠ বটে ! হেরিলে উন্মত্ত হয় প্রাণ ! হের –ওই গঙ্গা-বক্ষে স্থির-দীপ্তিমান লক্ষ প্রদীপের সারি ! যেন, জাহ্নবীর বক্ষোপরে তেলিতেছে মণি-মালা লহরে লহরে ; অথবা, যেনরে হ’লে ভকতের পূজা সমাপন আলোকিয়া শুচি-স্বচ্ছ জাহ্লবী-জীবন, বেড়িয়া এ কাশীধামে, জলিয়া বেড়ায় দুলি ছলি উদ্বেলিত ভক্ত-হৃদয়ের ভক্তিগুলি ! | পট-পরিবর্তন । । বিশ্বেশ্বরের মন্দির । পুজারতি-দর্শনার্থ সমবেত, অগণ্য জন-সঙ্ঘ । ) অজ। দেব-দেব, সৰ্ব্বলোক-মঙ্গল-নিদান বিশ্বনাথ ! এসো বন্ধু, কায়মনে করি প্রণিপাত ত্ৰিলোক-আলয় সেই অনাথ-শরণ-শ্রীচরণে । নতজামু হইয়া অজয় প্রণত হইলেন । ] কেন এবে এমন্দির অগণিত জনে পরিপূর্ণ ? আসিয়াছে কুতূহলে সবে সন্ধ্যারতি হেরিবারে দেবতার । - অর। (নিম্ন স্বরে) হায় ভ্রান্ত-মতি ! অজ । অজ ।