পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৪২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২৪ একটিমাত্র প্রবেশদ্বার, তাঙ্গ পশ্চিম দিকে অবস্থিত, আয়তনে নিতান্ত খুদ্র । তাঙ্গ সহসা দৃষ্টিপথে পতিত হয় না। এই ক্ষুদ্র দ্বারের উপরে একখানি প্রস্তর ফলক ; তাহাতে লিখিত আছে,— * “হিজরী ৭৭০ সালের ৬ রজব তারিখে (১৩৬৯ খৃষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারী দিবসে) লিখিত কষ্টল যে, লাদশাত ষ্টলিয়াসেব পত্র পর ন্যায়পরায়ণ বাদশত শেকন্দব শান্ত কর্তৃক ੱਲੋਂ মসজেদ নিৰ্ম্মাণেব আদেশ পদত তষ্টয়াচিল ।”৬ গোলাম তোসেন যখন “লিয়াজ-উস-সলাতিন” বচন৷ করেন, তখনও আদিনার ভগ্নদশা । তিনি লিগিয়া গিয়াছেন, --চিজরী ৭৬৬ সালে আদিন নিৰ্ম্মিত হইতে আরম্ভ কবে : কিন্তু শেকন্দর শাহের মৃত্তা সংঘটিত হইলে, আদিন অসমীপ থাকিয়া যায়।+ আদিনা কোন সময়ে নিৰ্ম্মিত হইতে আরম্ভ কবে, স্থারফলকে শত স্পষ্টীক্ষবে লিগিত নাই । তাঙ্কণতে লিথিত আছে.–সেকন্দল শান্ত তাদিন নিৰ্ম্মাণের আদেশ দিয়াছিলেন, এবং সে কথা চিজী ৭৭০ সালের ৬ বজব তাবিথে খোদিত করাষ্টয়াছিলেন । তুতবাং দ্বাব ফলকের তারিখকে নিৰ্ম্মণাবম্বেধ তাৰিখ বলিতে সাহস হয় না । গোলাম হোসেন হিজরী ৭৬৬ সালকে নিৰ্ম্মাণরম্ভের তারিখ বলিয়া ঘোষণা করায়, তাহণষ্ট বিশ্বাসযোগা বলিয়া স্বীকার কেরিতে হয় । কিন্তু তিনি এষ্ট তাবিথের সন্ধান কোথায় পাইয়াছিলেন. তাতার উল্লেখ করেন নাই । গোলাম হোসেনের এই উক্তি সত্য গুইলে. হিজরী ৭৬৬ সাল হষ্টতে শেকন্দর শাহের মৃত্যু পর্যন্ত ২৫ বৎসবে আদিনার অৰ্দ্ধেক গঠনকার্যা সম্পন্ন ইয়াছিল । ফাঙ্কলিন লিপিয়া গিয়াছেন , আদিনায় ২৬০ স্তস্ত ছিল : অভ্যন্তরেব দৃশ্যাবলীব মধ্যে পশ্চিম প্রকোঠের উত্তবাৎশের “বাদশাহের তথত,” নামক ৮০ ফুট দীর্ঘ, ৪০ ফুট - * এই প্রস্তর ফলকের সাল ও তারিখ সম্বন্ধে তর্ক বিতর্ক প্রচলিত আছে । এগুলে গোলাম হোসেনের মত গ্রহণ করাষ্ট সঙ্গত বোধ হয় । +. And in the vent 766 A. H. lie built the Adina Mosque , but before he could hinish it, death , vertook him, and the building emained half-finishe?.— she Riaz-us-Salatin, p. 105. Amere description mist sal s.ort in attempting to delineate the features of this magnificient pile. It requires the pencil of the artist —Major Francklin. .. প্রবাসী । { १भ उॉर्भ. প্রস্থ, ১২ ফুট উচ্চ প্রস্তরনির্মিত উপাসনামঞ্চ,--তাহার সম্মুখস্থিত ভিত্তিগাত্রে কৃষ্ণমৰ্ম্মরের উপর বিচিত্র কারুকার্য্য, তথ তের দক্ষিণে, পশ্চিমভিত্তিসংলগ্ন উপাসনাবেদী ও তাহার সোপানাবলী, বিশেষভাবে উল্লেখ যোগ্য। কি ইষ্টক, কি প্রস্তর, সমস্তষ্ট কারুকার্য্য খচিত । দেখিলে, দেখিবার আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হয় না। প্রস্তর থোদিত শতদল দেখিলে, বৌদ্ধশিল্পের কথা স্মরণ পথে, উদিত হইয়ু থাকে। দুষ্ট স্থানে দুষ্টটি পুরাতন চিত ভস্মাধারের বিচিত্র প্রতিকৃতি। মসলমান মসজেদের তাহার প্রয়োজনাভাল,- বোধ হয় কেবল সুন্দর বলিয়াই তাহা অম্লান্স কারুকার্য্যের সঙ্গে মসজেদে স্থান প্রাপ্ত হইয়াছে ॥৯ আদিনার অসমাপ্ত সৌন্দর্যা গাম্ভীৰ্য্য এমন ধ্বংশদশায় পতিত হইয়া ৪ বিস্ময় উৎপাদন করিতে নিরস্ত হয় নাই । তাঙ্গল একমাত্র কারণ এই যে, আদিনার সকল শোভাই অননা-সাধাবণ । গৌড় এবং পা গুয়ায় রুদশ্য অশিলিকার অলল নাই ; কিন্ত তাঙ্গব এপ টিও আদিনার সমকক্ষ বলিয়া স্পৰ্দ্ধা প্রকাশ করিতে পারে না । কুষ্ণমৰ্ম্মরের মঙ্গণ ফলকে এরূপ সুম তিরুক্ষ্ম কারুকীর্যা অনা স্থানে দেখিতে পা ওয়া যায় না । & এই অনন্যসাপাবণ গঠন-কৌশলেব মূলে কাঙ্গর অনন্যসাধারণ গঠন প্রতিভা বর্তমান ছিল, এত কালের পব তাহার পবিচয় প্রাপ হৃষ্টলার উপায় নাই। প্রাচ্য শিল্পী আত্মঘোষণা না কবিয়া শিল্পগৌবব ঘোষণার জনাই সমধিক আগত প্রকাশ করিকেন , ভারতবর্মে কত বিচিত্র মন্দির পড়িয়া রহিয়াছে। তাঙ্গতে কতাব গঠন প্রতিভা বিকশিত ੱਝ। রহিয়াছে, কেণ্ঠ তাঙ্গণব সন্ধান প্রদান কলিতে পারে না । ষ্টতাই প্রাচ্য প্রবৃত্তিৰ সাধারণ লক্ষণ --আদিনাতেও সে লক্ষ্ম দেদীপৃমান । e আদিমার কারুকার্য্য সৰ্ব্বাণশেই উপাসনালয়ের উপযোগী । তাঙ্গাব উপর ভক্তিবিশ্বাসবিজ্ঞাপক কোরাণ-শ্লোক 选

  • Among other decorations, its western compartnient contains a most extraordinarv mise of sculpture resembling a funeral urn of an antique fashion, the only thing of its kind I have ever beheld in any part of Asia. Another urn, nearly resembkng this, is to be seen on the front of the Killah.-Major Francklin.