পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যা । ] না । তিনি এ কাজ ছাড়িলেন, এবং শস্ত ও বীজোৎপাদন করিয়া বাজারে বিক্রয় আরম্ভ করিলেন। একাজটা তাহার স্বভাবানুযায়িক এবং তাহার উদ্দেশ্যের অমুকুল ছিল। তিনি ইতঃপূৰ্ব্বেই বৃক্ষলতাদির প্রকৃতিগত লক্ষণ সকল পৰ্য্যবেক্ষণ ,রিতে আরম্ভ করিয়াছিলেন। গোলআলুর বীজ উৎপাদন কামবার-সম তিনি দেখিলেন কতকগুলি আলুর হরিদ্বর্ণ উপরিভাগে শুি পার্থক্য রহিয়াছে এবং ইহাদের মধ্যে কেবল একটতেই বীজগোলক রহিয়াছে। ইহা হইতে তিনি এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে যদি এই বীজগোলককে রোপণ করা যায় ত ইহা হইতে উদ্ভূত আলু গুলির মধ্যে আরও অধিক বিভিন্নতা দৃষ্টিগোচর হইবে। এই পরীক্ষা হইতেই বরব্যাঙ্ক নামক উৎকৃষ্ট আলুর সৃষ্টি হইয়াছে। এই আলুর বীজগোলক বরব্যাঙ্ক দেড়শত ডলার অর্থাৎ প্রায় ৪৭০ টাকায় বিক্রয় করিলেন । এই আলুর চাষ করিয়া অন্তান্ত অনেক শস্ত ব্যবসায়ীরা বিশেষ লাভবান হইল। মার্কিনজাতি এই বরব্যাঙ্ক-আলু হইতে ২ কোট ডলারের অধিক অর্থাৎ ৬ কোট ২৫ লক্ষ টাকার অধিক লাভ করিয়াছে। আলুর চাষের যেরূপ অবনতি হইতেছিল, আলু যেরূপ ক্রমশঃ অপকৃষ্ট হইতে অপকৃষ্টতর হইতে আরম্ভ করিয়াছিল, তাহাতে অনেকের ধারণা হইয়াছিল যে শীঘ্রই আলুর বিশেষ অভাব হইবে। বরব্যাঙ্কমালুর স্বষ্টি হওয়ায় লোকের ধারণা একেবারে দূর হইয়াছে ; এখন অভাব হওয়া দূরে থাকুক, পৰ্য্যাপ্ত পরিমাণে উৎকৃষ্ট মালু উৎপন্ন হইতেছে। বীজোৎপাদন কাৰ্য্যে প্রবৃত্ত হওয়ার অল্পদিন পরেই বরব্যাঙ্ক স্বৰ্য্যের উত্তাপে কাজ করিয়া অসুস্থ হইয় পড়িলেন। এই জন্য তিনি স্থান পরিবর্তনের সঙ্কল্প করিলেন। কালিশিয়ায় এই সময়ে নুতন বসবাস আরম্ভ হইয়াছিব এবং 5থাকার জলবায়ুও গৃহের বাহিরে কাজ করার পক্ষে ধজকুল । অতএব বরব্যাঙ্ক কালিফৰ্ণিয়ায় যাইয়া বাস করা স্থর করিলেন। ১৮৭৫ খৃষ্টাব্দে তিনি কালিফৰ্ণিয়ায় উপনীত ইলেন। এখানে চাষবাসের উপযোগী অনেক জমি ছিল ; কন্তু জমি ক্রয় করিয়া স্বাধীন ভাবে কাজ করিবার মত *शन बद्भर्दांप्कब्र उषन हिन न। डिनि अछ काशब७ iब + সাহায্য করি কিছু সঞ্চা করিবার ইচ্ছ | वृंथांब्र दर्द्वबढ़ईङ् । করিলেন। কিন্তু ইহাতে কৃতকাৰ্য্য হইলেন না। তখন 8's S কালিফর্ণিার উৰ্ব্বরতা উৎপাদকতা বিষয়ে লোকে বিশেষ অভিজ্ঞ ছিল না ; এই জন্ত যাহারা অল্পস্বল্প চাষবাস করিতেছিল তাহারা বরব্যাঙ্কের সাহায্য লইয়া কাৰ্য্য বিস্তার করিতে ভরসা করিল না। বরব্যাঙ্কের অল্প পূজি ক্রমে নিঃশেষ প্রায় হইয়া আসিল । কাজেই তাহাকে ছোট কাজ করিয়া অতিকষ্ট্রে জীবন রক্ষা করিতে হইল। এই সময় তাহাকে এমন অবস্থায় পড়িতে হইয়াছে যে মাথা রাখিবার স্থান পৰ্য্যন্ত পান নাই। একবার তিনি একজনের মুরগীর বাসা পরিষ্কার করিবার কাজ পাইলেন ; ইহাতে তিনি যাহা কিছু পাইতেন তদ্বারা কেবল আহারেরই সংস্থান হইত, ঘর ভাড়া করিয়া থাকিবার পয়সা কুলাইয়া উঠিত না ; কাজেই তাহাকে সেই মুরগীর বাসাতেই রাত্রিযাপন করিতে হইত। এইরূপ নানা কষ্টে পড়িয়া তিনি সাংঘাতিক রোগে আক্রান্ত হইলেন। এ অবস্থায় একটা প্রতিবেশিনী করুণহৃদয় রমণীর সাহায্য না পাইলে বরব্যাঙ্ক রোগমুক্ত হইতে পারিতেন না। রমণীটার অবস্থাও ভাল ছিল না ; কিন্তু তিনি আপনার পুত্র কন্যাগণকে বঞ্চিত করিয়াও বরব্যাঙ্ককে প্রত্যহ এক পাইণ্ট ছদ্ধ খাওয়াইতেন। রোগমুক্ত হইবার পর বরব্যাঙ্কের ভাগ্য কিছু প্রসন্ন হইল। তিনি ক্রমে যে দুএকটা কাজ পাইলেন তাহা হইতে কিছু সঞ্চয় করিতে সমর্থ হইলেন। এই সঞ্চিত অর্থদ্বারা তিনি একটু জমি ক্রয় করিয়া স্বাধীনভাবে বৃক্ষ ফল ও বীজ উৎপাদন কাৰ্য্য আরম্ভ করিলেন। একদিন তাহার নিকট বিশ সহস্ৰ কুল (Prune) গাছের চারা যোগাইবার কাজ আসিল । চারাগুলি নয় মাসের মধ্যে দিতে হইবে। সাধারণতঃ কুলের চার প্রস্তুত করিতে আড়াই হইতে তিন বৎসর লাগে ; কিন্তু বরব্যাঙ্ক নয় মাসের মধ্যই দিবার ভার লইলেন। যে সময়ে তিনি এ ভার লইলেন সে সময়ে এক বাদাম গাছ ছাড়া অন্ত কোন গাছ রোপণ করিলে তাহার কার্য্য সিদ্ধি হয় না, কারণ বাদাম গাছ খুব শীঘ্র বাড়িয়া উঠে। তিনি অনেকগুলি বাদামগাছ রোপণ " করাইলেন। যখন বাদাম গাছগুলি বড় হইয়া উঠিল তখন তিনি বিশ সহস্ৰ কুলের অক্ষুর বাদাম গাছের শাখায় লাগাইয় দিলেন ; বাদাম গাছের সঙ্গে সঙ্গে কুলের অন্ধুর শীঘ্ৰ গাছে । পরিণত হইয়া বাড়িয়া চলিল। নয় মাস পূর্ণ হইতে না হইতে