পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8०३ বিশ সহস্ৰ কুলের চারা তৈয়ার হইয়া গেল। বরব্যাঙ্কের পকেট ডলার পূর্ণ হইল। আজ বিশ বৎসর হইল এ ঘটনা ঘটিয়াছিল। এখনও সেই .কুলের বাগান উৎকৃষ্ট কুল উৎপাদন করিতেছে। এপর্য্যন্ত গাছ, ফল ও বীজ উৎপাদন করিয়া বিক্রয় করাই তাহার কাজ ছিল । কিন্তু ইহা তাহার জীবনের উদেখা ছিল না ; এজন্ত একাজ তাহার অধিকদিন ভাল লাগিল না। র্তাহার অন্তরের মহৎ উদ্দেশু পুরাতনের সংস্কার করিয়া এবং নানা প্রকার নূতন ধরণের বৃক্ষাদির সৃষ্টি করিয়া জগতের কল্যাণসাধন করা । এ উদ্দেশ্য সিদ্ধির জন্ত স্বার্থত্যাগের প্রয়োজন। এতদিন বরব্যাঙ্ক যে কাজ করিতেছিলেন তাহ চালাইলে তিনি প্রভূত ধনের অধীশ্বর হইতে পারিতেন। ইতিমধ্যে তিন বৎসরের মধ্যে তাহার বার্ষিক আয় দশ সহস্র ডলার অর্থাৎ প্রায় ৩১ হাজার ২ শত ৫০ টাকা হইয়াছিল। কিন্তু একাজে তিনি তৃপ্তিলাভ করিতে পারিলেন না। তিনি লোকহিতকর কাৰ্য্যে জীবন উৎসর্গ করিলেন । বন্ধুবান্ধবের তাহাকে নিষেধ করিল, কিন্তু তিনি কাহারও কথা গুনিলেন না। অনেকে কত ঠাট্ট বিদ্রুপ করিল ; কিন্তু তিনি কিছুতেই বিচলিত হইলেন না। সেই দিবস হইতে আজ পর্য্যন্ত নব ফলপুষ্পাদির স্বজন এবং পুরাতনের সংস্কার করাই তাহার একমাত্র কাজ হইয়া আলিতেছে। একাজ বহু পরিশ্রম ও অর্থব্যয় সাপেক্ষ। এ কাৰ্য্যে কিরূপ একাগ্রতা, পৰ্য্যবেক্ষণ, পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন তাহ নিম্নলিখিত বৃক্ষের তালিকা ও তাহদের রোপণাদি ব্যাপারের প্রণালী হইতে বিশেষ উপলব্ধি করিতে পারা যায়। র্তাহার পরীক্ষাধীনে তিনলক্ষ নানাপ্রকার কুল, যাট হাজার নানাবিধ পীচ, পাঁচ ছয় হাজার নানা রকম বাদাম, হাজার লাল আলু, দুহাজার নাশপাতী, এক হাজার আঙ্গুর, তিন হাজার সেব, এক হাজার বিহিদান, পাচ হাজার আখরোট, এবং অন্তান্ত বহুসংখ্যক ফলের গাছ রহিয়াছে। প্রত্যেক জাতীয় ফলের চার গাছগুলির মধ্যে বেগুলি উৎকৃষ্ট বলিয়া স্থির হইল, সেইগুলিকেই রাখা হইল, এবং বাকীগুলিকে একেবারে বিনষ্ট করা হইল। যে সকল গাছ এইরূপে বাছিয়া রাখা হইল, তাহাদের শাখাগুলিকে ছোট ছোট করির কাটিয় তাহদের সমশ্রেণীর কোন বড় &षणॆौ । [ १त्र जांभ । গাছের শাখার স্থানে স্থানে বসান হইল। ক্রমে এই টুকরাগুলি এক একটা বৃক্ষে পরিণত হইল ; ইহাতে প্রায় দুই তিন বৎসর সময় লাগে। এই সকল নুতন বৃক্ষের মধ্যে আবার যেগুলি উৎকৃষ্ট বলিয়া বোধ হইল সেই গুলিকেই রক্ষা করা হইল। যতক্ষণ না এই রক্ষিত বৃক্ষগুলির ফল সৰ্ব্বোৎকৃষ্ট হয় ততক্ষণ এইরূপ পরীক্ষা চলিতে থাকে। সৰ্ব্বাঙ্গসুন্দর ও মনোমত না হইলে বৃক্ষের চার বা ফলের বীজ বিক্রয় করা হয় না। এইরূপ বিক্রয়লব্ধ অর্থের প্রায় সমস্তই উক্তরূপ পরীক্ষাকার্য্যে ব্যয় হইয়া যায়। ইহা হইতে বরব্যাঙ্কের কিছুই সঞ্চয় হয় না। এরূপ আত্মত্যাগ কয়জন করিতে পারেন ? বরব্যাঙ্কের আত্মত্যাগের, তাহার অমামুষিক পরিশ্রমের ফল অন্ত পাচজনে ভোগ করিতেছে; তাহার আত্মোৎসর্গ দ্বারা তাহার দেশের ও পৃথিবীর কল্যাণ সাধিত হইতেছে। তাহার স্বল্প নূতন ও উৎকৃষ্ট ফলাদির বীজ বপন করিয়া কত শত লোক লক্ষপতি হইয়াছেন এবং হইতেছেন । র্তাহার নিজ দেশ আমেরিকারই বহুলক্ষ ডলার আয় বৃদ্ধি হইয়াছে। এক্ষণে বরব্যাঙ্কের দৈনিক কার্য্যের একটা আভাস দিয়া প্রবন্ধের উপসংহার করিব। প্রাতঃকালে শয্যা হইতে উঠিবার এবং আহারাদির বিষয়ে বরব্যাঙ্ক কোন বাধাবাধি নিয়মের অধীন নন। কাৰ্য্যের গুরুত্ব এবং শারীরিক অবস্থার উপর ইহা নির্ভর করে। বৎসরের সকল সময়ই বৃক্ষাদি রোপণ প্রভৃতি কাৰ্য সমানভাবে চলে না। কোন কোন সময় বৃক্ষদির উৎকৰ্ষবিধান বিষয়ে বিশেষ প্রশস্ত। সে সময়ে বরব্যাঙ্কের হাতে অনেক কাজ থাকে । তখন তিনি সুৰ্য্যোদয় হইতে না হইতেই শয্যাত্যাগ করেন এবং কয়েক ঘণ্টা অবিশ্রান্ত পরিশ্রম করেন। সাধারণতঃ তিনি সাতটার সময় উঠেন এবং আটটার সময় প্রাতরাশ ভোজন করেন ; কিন্তু যদি পুৰ্ব্বদিন অধিক পরিশ্রম করায় বিশেষ ক্লাস্ত হইয় থাকেন ত নয়টা বা দশটা পৰ্য্যন্ত নিদ্রা যান। র্তাহার দৃঢ় বিশ্বাস যে অধিকক্ষণ ক্রমাগত পরিশ্রম করিলে শরীর ও মনের অধিকক্ষণ সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। কখন কখন প্রাতরাশ ভোজনের পূর্বেই তাহাকে ক্রত পদবিক্ষেপে বাগানের দূর প্রান্ত দেশের দিকে বাইতে দেখা যায়। এ সময় বাগানের স্থানে স্থানে অনেক লোক বিশেী বিশেষ