পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যা । ] ممه ** م. ۰۰ و "قه . .""۱۰ ده ه «و» و ... ه همه سه دهه مم، همواره به میدههاه আসে ? মক্কেল নহে ত.? নিকটস্থ আলমারির মস্তক হইতে স্ববোধ বাবু একখানি পুরাতন স্ত্রীফ, চট্‌ করিয়া পাড়িয়া লইয়া অত্যন্ত মনোযোগের সহিত তাহ পাঠ করিতে লাগিলেন। পদশব্দ কম্পাউণ্ড হইতে বারান্দায় উঠিল। পর মুহূর্তে জগৎপ্রসন্ন বাবু প্রবেশ করিলেন। তাহার হস্তে একখানি ংবাদপত্র। " * , ব্রফ, সরাইয়া রাখিয়া, স্থবোধ বাবু বন্ধকে স্বাগতসম্ভাষণ করিলেন।–“আরে এস এস—এত সকালে কি মনে করে ?” “আর ভাই, বসে বসে কি করি—আসা গেল একটু গল্প গুজব করতে ।” “বেশ করেছ। আমিও একলাটি ছট্‌ফট্‌ করে মরছিলাম। আজকের বেঙ্গলী নাকি ? দেখি।” - কাগজ লইয়া স্ববোধ বাবু চাকরি খালির বিজ্ঞাপন অন্বেষণ করিতে লাগিলেন। জগৎ বাবু বলিলেন—“গুনেছ ? পরশু বেলা ৭টার সময় ফুলার সাহেব এসে পৌছবেন।” স্ববোধ বলিল—“৭টার সময় ? শুনে খুলী হলাম। আমার বাড়ী আসবেন না ত ?” • জগৎ হাসিয়া বলিল-—“বলা যায় কি ? আসেনই যদি— এত ভয় কেন ?” 燒 “না ভাই-আমার স্বদেশী ঘরকরণ-তাতে ঝিটিও পালিয়েছে। তাকে খাতির করব কি করে ?” “খাতির যদি করতে পার, তা হলে সুবিধে করে নিতে পার—তা জান সুবোধ ? বেচারি যেখানে যাচ্চে,~~কেউ {াতির করছে না। কোনও মিউনিসিপালিটি অভ্যর্থন করছে না—অনেক জায়গার ডিষ্টি ক্ট বোর্ড পৰ্য্যন্ত অভিনন্দন পত্র দেবার প্রস্তাব করে বেসরকারী সভ্যদের কাছে হরি মনে যাচে ।” সুবোধ পরিহাসচ্ছলে বলিল—“খাতির করলে একটা কিরি বাকরি পাওয়া যায় ত বল আমি নিজেই একটা অভিনন্দন পত্র দিয়ে ফেলি।” “শোননি-পূৰ্ব্ববঙ্গের একজন উকীল ফুলার সাহেবের নামে স্কটা কবিতা রচনা করে, গভর্ণমেন্ট লীডারের পদ পয়ে গেছে।” উকীলের বুদ্ধি । এমন সময় বাহিরের হাতায় পদশা শ্রত হইল। কে AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS ~. স্ববোধচন্ত্রের জীবনে এই একটা পুরম মুহূর্ত উপস্থিত হইল। পরিহাস করিয়া যাহা প্রস্তাব করিয়াছিলেন, হঠাৎ গম্ভীরভাবে সে কথাটা মনে মনে পর্যালোচনা করিতে আরম্ভ করিলেন। কয়েক মুহূৰ্ত্ত চিন্তা করিয়া বলিলেন— “যা বলেছ। একটা গভর্ণমেণ্ট প্লীল্ডারি পেলে যে গো-জন্ম থেকে উদ্ধার হয়ে যাই । কি করা যায় বল দেখি ?” জগৎ বাবু কিন্তু কথাটা পরিহাসের ভাবেই গ্রহণ করিলেন। বলিলেন—“ইংরিজি কবিতা লিখতে পারবে ?” “না। কখনও দুটাে কথা মেলাইনি।” “চেষ্টা করে দেখনা । একটা কবিতা লিখে সোণার জলে ছাপিয়ে ফেল। ফুলার সাহেব আসবার দিন সেইটে বিতরণ কর,--আর ফুলার সাহেবকেও এক কাপি পাঠিয়ে দাও । এই ফরিদসিংহের সরকারী উকীল মিউনিসিপালিটির চেয়ারম্যান হয়েও অভিনন্দন দেন নি–র্তাকে . নিয়ে গোলযোগ চলছে। চাই কি তার পদটা পেয়ে যেতে পার।” সুবোধ উত্তর না করিয়া, কপালে হাত দিয়া, বিষম চিন্তায় নিমগ্ন হইলেন। জগৎপ্রসন্ন পূৰ্ব্বমত পরিহাসের স্বরে বলিয়া যাইতে লাগিলেন--“নাও, কাগজ কলম বের কর । আমি না হয় তোমার সাহায্য করছি। -ছেলেবেলায় আমার কবিতা লেখা অভ্যাস ছিল। কি বলে আরম্ভ করা যায় ? Hail Fuller–Lord of East Bengal—ots of, for মিল করা যায় বল দেখি ?” সুবোধ উত্তর না করিয়া পূর্ববৎ ভাবিতে লাগিলেন। জগৎ বলিলেন—“তার চেয়ে বরং Hail Bamfylde Fuller-Lord of half Bengal—to go গম্ভীর। মিল করা যায় কি ? "Bengal’ এর সঙ্গে 'all, call', 'fall' অনেক মিলই ত আছে। হুঁ হুঁ-হয়েছে। Hail Bamfylde Fuller—Lord of half Bengal, How glad are Dinajshahi people all To—to— & তার পর কি হে ? বলন । সব কবিতাটাই আমি রচনা করব—আর তুমি ফাকি দিয়ে গভর্ণমেণ্ট প্লীডার হবে ?” : স্থবোধ বলিলেন—“না হে—কবিতার কায নয়। আমি . আর একটা কথা ভাবছি।” -