পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা । ] দাবানল প্রশমিত হয়, আমুন আমরা সকলে মিলিয়া তাহারই অনুষ্ঠান করি। নচেৎ আমাদের সাধের “স্বদেশ” অকালে মারা পড়িবে, আমাদের উদ্দেশ্রসিদ্ধির পক্ষে কণ্টক পড়িবে। তাই আমুন আমরা জ্ঞানীর ন্যায় কার্য্য করি, বাদবিষম্বাদ চাপা দিয়া যেমনতর ছিলাম তেমনটি এক হইয়া যাই । আবদুল হামিদ খান ইউসফুজী, সেক্রেটারী, সাধারণ সন্মিলন, টাঙ্গাইল ।

  • গ্রন্থ সমালোচনা ।

১। রিয়াজ-উস্-সলাতিন ক্রীযুক্ত রামপ্রাণ গুপ্ত, মালদহনিবাসী গোলাম হোসেন কর্তৃক পরস্ত ভাষায় রচিত বঙ্গ ইতিহাসের এই অনুবাদ প্রকাশ করিয়াছেন। গোলাম হোসেন অষ্টাদশ শতাব্দীর শেষভাগের লোক ; কাজেই তিনি নিজের জ্ঞানে, এবং দু এক পুরুষ পুবের কথা গল্পচ্ছলে শুনিয়াও অনেক যথার্থ ঐতিহাসিক তত্ত্ব সংগ্রহ করিতে পারিয়াছিলেন। সিয়ারউল মতক্ষরীন প্রণেতা প্রায় রিয়াজ প্রণেতার সমসাময়িক লোক। ১৮৪৩ খৃষ্টাব্দে মালদহের আর একজন মুসলমান এই রিয়াজ অবলম্বন করিয়া খুধি-জহান-নাম রচনা করিয়াছি লন ; তাহার নাম ইলাহি বক্স । বেভারিজ সাহেব ১৮৯• খৃষ্টাব্দে ঐ বৃদ্ধ ইলাহি বক্সের নিকট হইতে র্তাহার গ্রস্থ সংগ্ৰহ করিয়৷ উহার অংশবিশেষ ১৮৯৫ খৃষ্টাব্দে বাঙ্গালার সোসাইটির কাগজে প্রকাশ করিয়াছিলেন। তাহাতে জানা যায়, যে আবদুল করিম্ নামে বিয়াজ প্রণেতার এক শিষ্য ছিলেন, এবং ঐ আবদুল করিমৃ ইলাহি বক্সের শিক্ষক ছিলেন । এইরূপে মালদহে ইতিহাস লিখিবার একটা পরম্পরা চলিয়া আসিতেছিল। झेलांश्ि বক্সের গ্রন্থে তৎসময়িক মালদহ এবং কলকাতার যে বর্ণনা আছে, তাহা সুপাঠ্য। রিয়াঞ্জঅনুবাদককে ইলাহি বক্সের গ্রন্থের ঐ অংশটুকুর অনুবাদ করিতে অনুরোধ করিতেছি। দেশের সর্বাঙ্গসুন্দর ইতিহাস গঠিত হইবার পুর্বে এই সকল উপাদান সংগৃহীত হওয়া উচিত। রিয়াজ পড়িয়া মনে হইল যে রামপ্রাণ বাবু এই কায্যের ভার গ্রহণ করিবার উপযুক্ত পাত্র। র্তাহার উদ্যম অতীব প্রশংসনীয়। ২ । আহিকতত্ত্ব মাল—শ্ৰীপুৰ্ণচন্দ্র মুখোপাধ্যায় কর্তৃক সংকলিত । যাহারা নিত্যকর্মের জন্ত মন্ত্রতন্ত্র মানেন এ গ্রন্থ যে তাহীদের পক্ষে উপযোগী হইয়াছে তাহতে সন্দেহ নাই ; কারণ সন্ধ্য পুজা প্রভৃতি সকল অনুষ্ঠানের মন্ত্ৰই সংকলিত হইয়াছে। যাহার এ সকল বিধি নিত্য কর্মের জন্ত গ্রহণ করেন না, তাহদের নিকটেও এ প্রকার সংগ্রহ খুব আদৃত হইতে পারে ; কিন্তু সে প্রকার ভাযে সৰ্ব্বশ্রেণীর নিকট আদৃত করাইতে হইলে, কেবল মন্ত্র বা শ্লোক শুনিয়া লিখিয় দিলে চলে না, কোন গ্রন্থের কোন অংশ হইতে উহ। সংকলিত তাহ সুস্পষ্ট ভাবে নির্দেশ করিয়া দেওর চাই। এই সংগ্রহে অনেক উদ্ভট রচনার শ্লোকও প্রাচীন গ্রন্থের মন্ত্রের পাশ্বে স্থান লাভ করিয়াছে । ৩। রাজ রামমোহন রায়-জীবনচরিত-শ্ৰীশশিভূষণ বস্ত্র প্রণীত, মূল্য ॥• । গ্ৰন্থখানির ছাপা ভাল, বাধাই ভাল, দামও অল্প। গ্রন্থখানি গ্রন্থ সমালোচনা । ১১১ তেমন বড় নয়, কিন্তু রাজার জীবনের প্রয়োজনীয় এবং জ্ঞাতব্য প্রায় সকল কথাষ্ট সংক্ষেপে এবং সরল ভাবে লিখিত হইয়াছে। ৪ । হরিমঙ্গল ( পদ্যগ্রন্থ ) - শ্ৰীদেবেন্দ্রনাথ সেন কর্তৃক সংকলিত। গ্রন্থকার কেবল পরের কবিতা সংগ্ৰহ করিয়া প্রকাশ করিয়াছেন, তাহ নয় ; স্বকবি তাহীর নিজের কয়েকটি স্বরচিত পদ্যও এই গ্রন্থে দিয়াছেন। এখানি বালকদিগের শিক্ষার জন্য প্রকাশিত হইয়াছে ; কিন্তু সকল শ্রেণীর পাঠকেরাই হরিমঙ্গল পড়িয়া দেবপ্রীতি বিকাশ করিবার সহায়ত৷ পাইতে পারেন । ৫। চীনদেশে সস্তান চুরি ,--শ্ৰীরামলাল সরকার প্রণীত। একবার হিন্দিভামায় রচিত একথানি চীন দেশের সুরচিত বিবরণ সমালোচনা করিয়ছিলাম । সে গ্রস্থখানি চালপ্রবাসী একজন পঞ্জাবী ডাক্তারের রচনা, একখানিও চীনপ্রবাসী বাঙ্গালী ডাক্তারের রচনা । গ্রন্থকার ; প্রবাসী এবং নধ্যভারতের পাঠকদিগের নিকট সুপরিচিত : Modern Review পত্রেও চীন দেশের কথা ইনি লিথিয়াছেন। অতি প্রাচীন সভ্যতায় গৌরবান্বিত চীনদেশের বিবরণ পড়িতে আমরা যথেষ্ট উৎসুক : কাজেই এই সকল গ্রন্থ পাইয় অত্যন্ত অনিন্দ লাভ করিতেছি । ৬। নধ্যধাঙ্গালীর কৰ্ত্তবা--স্ত্রীরামলাল সরকার প্রণীত । আমাদের কৰ্ম্মনিষ্ঠত নাই, স্বসংস্কৃত বিশ্বাস অনুযায়ী কায্যের অনুষ্ঠান করিবার সাংস নাই ; কেবল বক্তৃতা করিতে পারি। গ্রন্থকার সেই সকল কথাই এ গ্রন্থে বিশেষ করিয়া গিয়াছেন। দৃষ্টান্তস্থলে নিজের জীবনের কয়েকটি কথাও সবিনয়ে লিপিবদ্ধ করিয়াছেন। অতি শৈশবকাল হইতেই যে গ্রন্থকার এই সকল সস্তাব পোষণ করিতেছিলেন, সমালোচক নিজে তাহার সাক্ষী । ৭। বঙ্গীয় সাহিত্যসেবক-চতুর্থ খণ্ড । স্ত্রীযুক্ত শিবরতন মিত্র মহাশয়ের এই গ্রন্থের পূর্ব পূৰ্ব্ব থও প্রবাসীতে সমালোচিত হইয়াছে। এই খণ্ডও পুর্বল খণ্ডগুলির মত স্বসম্পাদিত হইয়াছে। এথণ্ডে শ্রীচৈতন্থ চরিতামৃত লেখক প্রসিদ্ধ কৃষ্ণদাস কবিরাজ এবং একালের খ্যাতিযুক্ত কুঞ্চবিহার সেন মহাশয়ের জীবন কথা বিস্তৃত ভাবে আছে। পূৰ্ব্বেও বলিয়ছি, এখনও বলি, যে এ প্রকার গ্রন্থ বাঙ্গালী ভাষায় এই প্রথম। আশা করি ইহার মধ্যেও এ গ্রন্থ যথেষ্ট আদৃত হইয়াছে। ৮ । দুৰ্বল (পদ্যগ্রন্থ -সাহিত্যসেবক-রচয়িত শিবরতন মিত্র মহাশয়কে অনুরোধ করি, যে তিনি এ প্রকার কবিতা প্রকাশ না করিয়া তাহার স্বগৃহীত ব্ৰতই ভাল করিয়৷ উদ্যাপন করুন। ৯, ১০ ও ১১ ৷ শীরাজ মোহন রায় কবীন্দ্র রচিত, আশ ও কল্পনা, ভারতভিক্ষ এবং চারু । ইহার কোনখানিতেই চারুতা নাই। “কা কা রব আর করিসূনে বয়স,– হৃদয় আমার কঁপিয় ওঠে,” এ রকম কবিতা লিখিয়াও রায়মহাশয় আপনাকে কবীন্দ্র বলিয়া কল্পনা করিয়া লইয়াছেন। “আশি ও কল্পনা’ পড়িয়া কবির কোন ভবিষ্যতের আশা আছে তাহাও কল্পনা করিতে পারিলাম না। ভারতভিক্ষা হেম খাবুর রচনা পাঠের অঙ্গীর্ণ-উদ্‌গার। ১২ ১৩ । সুকন্যাচরিত (পদ্য। --দেবী ভাগবত হইতে সঙ্কলিত সতীচিক, শ্ৰীযলরাম দাস গুপ্ত প্রণীত লেখা ভাল ; তবে প্রোঞ্জসিত, কিমা-চয্য প্রভৃতি পদ পরিত্যাগ করিলে ভাল হইত। গ্রন্থকার প্রণীত সাস্তুনাখনি ভাল হয় নাই । ১৪। বঙ্গের অঙ্গচ্ছেদ যজ্ঞ কুমুদনাথ চট্টোপাধ্যায় প্রণীত । ১৫ । সংসার চক্র—yপ্রফুল্লচন্দ্র মুখোপাধ্যায় প্রণীত । ১৬। দেহাত্মিক তত্ত্ব—ডাক্তার সাহ প্রণীত ।