পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'७म्न न१र्थो । ] নরমের কাছে নরম । তুমি যত বড় শক্ত, তোমার বিরুদ্ধে প্রতিক্রিয়াও তত বড় শক্ত হইবে, ইহাষ্ট প্রকৃতির প্রতিশোধ বিধাতার অলঙ্ঘা বিধানের জন্য প্রস্তুত হও, স্বকৰ্ম্মের ফল ভোগের জন্য প্রস্তুত থাক । মহাপুরুষ রাজা রামমোহন রায় প্রায় শতাব্দী পূৰ্ব্বে ভারতের বর্তমান অবস্থা যেন প্রত্যক্ষ্যবৎ উপলব্ধি করিয়া ইংরাজের কাছে ভারতশাসন সম্বন্ধে দুষ্টটি পন্থার নির্দেশ করিয়াছিলেন। তিনি উপদেশ দিয়াছিলেন যে ইংরাজের কর্তব্য, সে ভারতবাসীদিগকে তাহদের দ্যায্য অধিকার প্রদান করিয়া চিরদিন ভারতের সঙ্গে বন্ধুতাসূত্রে আবদ্ধ থাকে তাহ না করিলে তাহদের নিকট মহাসঙ্কটের কাল উপস্থিত হইবে । ইংরাজ যদি আয়লণ্ডের ন্তায় ভারতের উপর অত্যাচার করে, তাছাদের দাবী অগ্রাহ করে তবে একশত বছরের মধ্যে ইংরাজের পক্ষে ভারতে অবস্থিতি করা মহাশঙ্কাপূর্ণ হইয়া উঠিবে। ইংরাজ দুৰ্ব্বদ্ধিবশতঃ আজ ভারতশাসনের পথ আপনার পক্ষে যেরূপ বিপদসঙ্কুল করিয়া তুলিয়াছে ভবিষ্যৎদ্রষ্ট রাজা রামমোহন রায় তাহা কিরূপ মুম্পষ্টভাবে ধারণা করিয়াছিলেন এবং কিরূপ উজ্জ্বল ভাবে চিত্রিত করিয়াছিলেন তাহা বুঝাইবার জন্ত, বাঙ্গালা কাগজের পক্ষে দীর্ঘ হইলেও আমরা রাজার সেই উক্তিটি উদ্ধৃত করিবার প্রলোভন সম্বরণ করিতে পারিলাম না। তিনি বলিতেছেন– ' “Supposing that some hundred years hence the native character becomes elevated, from constant intercourse with Europeans and the acquirements of general and political knowledge as well as of modern arts and sciençes, is it possible that they will not have the spirit as well as the inclination to resist effectually any unjust and oppressive measures serving to degrade them in the scafoot society It should not be lost sight of that the position of India is very different from that of Ireland, to any quarter of which any English fleet may suddenly convey a body of troops that may force its way in the requisite direction and succeed in suppressing every effort of a refractory spirit. Were India to share one fourth of the knowledge and energy of that country she would prove from her AASAASAASAASAASAASAASAASAASAASAASAA *** دهه ی - * ుఇన AASAASAASAASAASAASAASAASAAASAAA SASAASAAAS

        • ,

remote situation, her riches and her vast population, cither useful and profitable as a willing province, an ally of the British Empire, or troublesome and annoying as a determined enemy." রাজার ভবিষ্যদ্বাণী পূর্ণ হইয়াছে। ইংরাজ কুশাসনে sfoto “determined enemy"os "fade of: তুলিয়াছে ! সে এখন ভারত শাসন লইয়া মহা বিব্রত হইয়া পড়িয়াছে, সে এখন মহা বিপদসাগরে ভাসমান। জলে পতিত হইলে মানুষ যেমন যা পায় দিগ্বিদিক জ্ঞানশূন্ত হইয়া তাহাই ধরে, সামান্ত তৃণখণ্ডেরও আশ্রয় গ্রহণ করে, ভারতে ইংরাজও আজ তাই করিতেছে। নহিলে কি সে আজ পলাসীর স্মৃতি, ক্লাইবের স্মৃতি রক্ষার জন্য এত ব্যস্ত হইয়া উঠে ? যে বীরত্বে ইংরাজ পলাসীতে জয়লাভ করিয়া ছিল তাহা জগতে কে না জানে ? ইংরাজ জাতির মধ্যে যদি মনুষ্যত্বের লেশ মাত্রও অবশিষ্ট থাকিত, জাতীয় শঠতা ও প্রবঞ্চনাতে যদি একটুও লজ্জাবোধ করিত, তবে এই প্রস্তাব লইয়া সে কখনও জগতের সম্মুখে উপস্থিত হইত না। মনুষ্যত্ব তো দূরের কথা, কুকৰ্ম্মকারীর সাধারণ লজ্জাবোধও এই জাতির লোপ পাইয়াছে। তাহ ন হইলে, পলাসীর স্মৃতি রক্ষার জঙ্গ ব্যস্ত না হইয়া, যাহাতে পলাসীর নাম ইতিহাস হইতে বিলুপ্ত হয় সে সেই জন্তই ব্যস্ত হইত। ইংরাজজাতির কি ভয়ানক নৈতিক অধঃপতন ঘটিয়াছে! যে ক্লাইবের কুকৰ্ম্ম সমসাময়িক জনমণ্ডলীর নিকট আদর পাইল না বলিয়া তাহাকে আত্মহত্যা করিয়া ভবযন্ত্রণার হস্ত হইতে নিস্তার পাইতে হইল, সেই প্রবঞ্চকচুড়ামণির স্মৃতিরক্ষার জন্ত আজ ইংরাজজাতি মাতিয়া উঠিয়াছে। পালামেন্টের উচ্চসৌধ হইতে সাধু নামে বিখ্যাত মলীও চাদ স্বাক্ষর করতে পশ্চাৎপদ নহেন। যুধিষ্ঠির থাকিলে নিশ্চয়ই চীৎকার করিয়া বলিয়া উঠিতেন, “কিমাশ্চৰ্য্যমতঃপরম”। এখন আমাদের কি কোনও কর্তব্য নাই ? যদি প্রজাদ্রোহী রাজশক্তি আজ বঞ্চক ক্লাইবের স্মৃতিরক্ষার আয়োজন করে, তবে জাগ্রত প্রজাশক্তির সমবেত চেষ্টায় স্বদেশবৎসল নবাব মিরকাশিমের স্মরণচিহ্ন স্থাপন করিয়৷ মতিভ্রান্ত রাজপুরুষগণের কুকৰ্ম্মের কার্যতঃ প্রতিবাদ করা আমাদের অবগু কৰ্ত্তব্য। এস ভাই সকলে জীবনপণ